ETV Bharat / bharat

Man Arrested for Killing Cow: গমের ক্ষেতে গরুকে পিটিয়ে খুন, পুলিশের জালে অভিযুক্ত

পিটিয়ে, শ্বাসরোধ করে গরুকে খুনের অভিযোগ ৷ হরিয়ানার সোনিপতের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ (Man Arrested for Killing Cow) ৷

Police arrest a man for killing a cow in Sonipat
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 26, 2023, 10:36 PM IST

সোনিপত (হরিয়ানা), 26 ফেব্রুয়ারি: গো-হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল (Man Arrested for Killing Cow) ৷ ধৃতের নাম অজয় ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের উলদেপুর জাউনো গ্রামে ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অভিযুক্ত অজয় একজন কৃষক ৷ তাঁর গমের ক্ষেত রয়েছে ৷ খাবারের লোভে সেই ক্ষেতে ঢুকে পড়ে একটি গরু ৷ এদিকে, ফসল নষ্ট হতে দেখেই মাথা গরম হয়ে যায় অজয়ের ৷ তিনি প্রথমে গরুটিকে বেধড়ক মারধর করেন ৷ তাতে গরুটি আধমরা হয়ে যায় ৷ কিন্তু, তাতেও আশ মেটেনি অজয়ের ৷ তিনি গরুটির গলায় দড়ি বেঁধে প্রাণীটিকে শ্বাসরোধ করে খুন করেন ! এই খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায় ৷ খবর পেয়ে সেখানে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ ৷ তারা গোহত্যার অভিযোগে অজয়কে গ্রেফতার করে ৷

আরও পড়ুন: ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

এরপর অজয়ের গমের ক্ষেত থেকেই গরুটিকে উদ্ধার করা হয় ৷ ময়নাতদন্তের জন্য প্রাণীটির দেহ পশু চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে ৷ স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, অজয় যে গ্রামে থাকেন, সেই গ্রামেরই কোনও এক বাসিন্দা পুলিশের আপদকালীন নম্বরে ফোন করে গোহত্যার বিষয়ে অভিযোগ জানান ৷ এরপরই পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান ৷ সেখানে সত্যিই একটি গরুর মৃতদেহ দেখতে পাওয়া যায় ৷ দেহটির অবস্থা দেখেই বোঝা যায়, প্রাণীটির উপর অকথ্য অত্যাচার করা হয়েছে ৷ এমনকী, গরুটির গলায় দড়ির ফাঁস চেপে বসার দাগও পাওয়া গিয়েছে ৷ ইতিমধ্যেই অজয়ের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

তবে, গ্রেফতারির পরই অজয়কে একপ্রস্থ জেরা করেছেন পুলিশের আধিকারিকরা ৷ অজয় পুলিশকে জানিয়েছেন, তিনি অনেক কষ্ট করে চাষ করেন ৷ ফসল বিক্রির টাকাতেই তাঁর সংসার চলে ৷ গরুটি তাঁর গমের ক্ষেতে ঢুকে ফসল খাচ্ছিল ৷ তার পায়ের চাপেও বেশ কিছু ফসল নষ্ট হয়েছিল ৷ তাই রাগে গরুটিকে মারতে শুরু করেন তিনি ৷ কিন্তু, প্রশ্ন হল, এর জন্য একটি প্রাণীটিকে পিটিয়ে মারার কী দরকার ছিল ? অজয় চাইলে গরুটিকে ক্ষেত থেকে তাড়িয়েও দিতে পারতেন ৷ কিন্তু তিনি তা করেননি ৷ গরুটি তাঁর উপর হামলা করেছিল, তেমনও নয় ৷ তাই এক্ষেত্রে অজয়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রাণীহত্যার অভিযোগ উঠেছে ৷ সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ তিনি যাতে আইনানুগ কঠিন শাস্তি পান, তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন স্থানীয় থানার আধিকারিক ৷

সোনিপত (হরিয়ানা), 26 ফেব্রুয়ারি: গো-হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল (Man Arrested for Killing Cow) ৷ ধৃতের নাম অজয় ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের উলদেপুর জাউনো গ্রামে ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অভিযুক্ত অজয় একজন কৃষক ৷ তাঁর গমের ক্ষেত রয়েছে ৷ খাবারের লোভে সেই ক্ষেতে ঢুকে পড়ে একটি গরু ৷ এদিকে, ফসল নষ্ট হতে দেখেই মাথা গরম হয়ে যায় অজয়ের ৷ তিনি প্রথমে গরুটিকে বেধড়ক মারধর করেন ৷ তাতে গরুটি আধমরা হয়ে যায় ৷ কিন্তু, তাতেও আশ মেটেনি অজয়ের ৷ তিনি গরুটির গলায় দড়ি বেঁধে প্রাণীটিকে শ্বাসরোধ করে খুন করেন ! এই খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায় ৷ খবর পেয়ে সেখানে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ ৷ তারা গোহত্যার অভিযোগে অজয়কে গ্রেফতার করে ৷

আরও পড়ুন: ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

এরপর অজয়ের গমের ক্ষেত থেকেই গরুটিকে উদ্ধার করা হয় ৷ ময়নাতদন্তের জন্য প্রাণীটির দেহ পশু চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে ৷ স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, অজয় যে গ্রামে থাকেন, সেই গ্রামেরই কোনও এক বাসিন্দা পুলিশের আপদকালীন নম্বরে ফোন করে গোহত্যার বিষয়ে অভিযোগ জানান ৷ এরপরই পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান ৷ সেখানে সত্যিই একটি গরুর মৃতদেহ দেখতে পাওয়া যায় ৷ দেহটির অবস্থা দেখেই বোঝা যায়, প্রাণীটির উপর অকথ্য অত্যাচার করা হয়েছে ৷ এমনকী, গরুটির গলায় দড়ির ফাঁস চেপে বসার দাগও পাওয়া গিয়েছে ৷ ইতিমধ্যেই অজয়ের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

তবে, গ্রেফতারির পরই অজয়কে একপ্রস্থ জেরা করেছেন পুলিশের আধিকারিকরা ৷ অজয় পুলিশকে জানিয়েছেন, তিনি অনেক কষ্ট করে চাষ করেন ৷ ফসল বিক্রির টাকাতেই তাঁর সংসার চলে ৷ গরুটি তাঁর গমের ক্ষেতে ঢুকে ফসল খাচ্ছিল ৷ তার পায়ের চাপেও বেশ কিছু ফসল নষ্ট হয়েছিল ৷ তাই রাগে গরুটিকে মারতে শুরু করেন তিনি ৷ কিন্তু, প্রশ্ন হল, এর জন্য একটি প্রাণীটিকে পিটিয়ে মারার কী দরকার ছিল ? অজয় চাইলে গরুটিকে ক্ষেত থেকে তাড়িয়েও দিতে পারতেন ৷ কিন্তু তিনি তা করেননি ৷ গরুটি তাঁর উপর হামলা করেছিল, তেমনও নয় ৷ তাই এক্ষেত্রে অজয়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রাণীহত্যার অভিযোগ উঠেছে ৷ সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ তিনি যাতে আইনানুগ কঠিন শাস্তি পান, তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন স্থানীয় থানার আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.