ETV Bharat / bharat

Red Ants Invade Village এলাকার ত্রাস বিষাক্ত লাল ডেয়ো পিঁপড়ে, প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীদের - গ্রামে পিঁপড়ের হানা

ওডিশার গ্রামে লাল পিঁপড়ের দৌরাত্ম্যে জেরবার স্থানীয়রা (Red Ants Invade Village)৷ পরিস্থিতি মোকাবিলায় কীটনাশক ব্যবহার করা হচ্ছে ৷ ঘটনাস্থলে গিয়েছেন বিডিও (Odisha village)৷

poisonous-red-ants-invade-odisha-village
বিষাক্ত লাল ডেয়ো পিঁপড়ের দৌরাত্ম্যে প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীদের
author img

By

Published : Sep 5, 2022, 8:17 PM IST

পুরী, 5 সেপ্টেম্বর: লাল পিঁপড়ের দৌরাত্ম্যে প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীদের ৷ গত দু মাস ধরে ডেয়ো পিঁপড়ের বাড়-বাড়ন্তে বাড়ি ছেড়ে পালাবার উপক্রম ৷ পিঁপড়ের কামড়ে ত্বকের সমস্যা দেখা দিয়েছে ঘরে ঘরে (Red Ants Invade Village)৷ এলাকায় ত্রাস ডেকে এনেছে এই পিঁপড়ের দল (Odisha village)৷

ওডিশার পিপলি ব্লকের ব্রহ্মাণশাহী গ্রামের ঘটনা ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, এত বড় আকারের লাল পিঁপড়ে এত বিপুল সংখ্যায় এর আগে তাঁরা কখনও দেখেননি ৷ আশপাশের খাল থেকে এসে বাড়ি বাড়ি হানা দিয়েছে ডেয়ো লাল পিঁপড়ের দল ৷ গ্রামবাসী স্নেহলতা দাস জানালেন, "গত 8-9 মাস ধরে লাল পিঁপড়ের দলকে এখানে দেখা যাচ্ছে ৷ প্রচুর পরিমাণে পিঁপড়ে আসছে ৷ ওদের কামড়ে অনেকেরই ত্বকের সমস্যা দেখা দিয়েছে ৷" চন্দ্রদেইপুরের সরপঞ্চ বিষয়টি জানিয়েছেন পিপলির বিডিওকে ৷ পিঁপড়ের সমস্যা মেটাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷

পিপলির বিডিও আর একটি বিশেষ দল নিয়ে ওই গ্রামে পরিদর্শনে যান ৷ গোটা এলাকায় কীটনাশক ছড়ানো শুরু হয়েছে ৷ পিঁপড়ের দৌরাত্ম্য রোধ করতে বাড়ি ঘর ও তার আশপাশ গ্রামবাসীদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আর্জি জানিয়েছে প্রশাসন ৷

আরও পড়ুন: মৃতদেহের চোখের উপর হাঁটছে পিঁপড়ে, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড 5 চিকিৎসক

বিডিও রস্মিতা নাথ জানিয়েছেন, "পিঁপড়ের দৌরাত্ম্যের খবর পেয়েই আমরা বিশেষ দলের সঙ্গে যোগাযোগ করি ৷ তারা কীটনাশক ছড়িয়ে বিষাক্ত পিঁপড়েদের নিধন শুরু করেছে ৷ আমরা খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসব ৷" বাড়ির আশপাশে জঙ্গল বেড়ে যাওয়ার কারণেই এই পিঁপড়েদের হামলা বাড়ছে বলে জানিয়েছেন শীর্ষ বিজ্ঞানী সঞ্জয়া কুমার মোহান্তি ৷

পুরী, 5 সেপ্টেম্বর: লাল পিঁপড়ের দৌরাত্ম্যে প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীদের ৷ গত দু মাস ধরে ডেয়ো পিঁপড়ের বাড়-বাড়ন্তে বাড়ি ছেড়ে পালাবার উপক্রম ৷ পিঁপড়ের কামড়ে ত্বকের সমস্যা দেখা দিয়েছে ঘরে ঘরে (Red Ants Invade Village)৷ এলাকায় ত্রাস ডেকে এনেছে এই পিঁপড়ের দল (Odisha village)৷

ওডিশার পিপলি ব্লকের ব্রহ্মাণশাহী গ্রামের ঘটনা ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, এত বড় আকারের লাল পিঁপড়ে এত বিপুল সংখ্যায় এর আগে তাঁরা কখনও দেখেননি ৷ আশপাশের খাল থেকে এসে বাড়ি বাড়ি হানা দিয়েছে ডেয়ো লাল পিঁপড়ের দল ৷ গ্রামবাসী স্নেহলতা দাস জানালেন, "গত 8-9 মাস ধরে লাল পিঁপড়ের দলকে এখানে দেখা যাচ্ছে ৷ প্রচুর পরিমাণে পিঁপড়ে আসছে ৷ ওদের কামড়ে অনেকেরই ত্বকের সমস্যা দেখা দিয়েছে ৷" চন্দ্রদেইপুরের সরপঞ্চ বিষয়টি জানিয়েছেন পিপলির বিডিওকে ৷ পিঁপড়ের সমস্যা মেটাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷

পিপলির বিডিও আর একটি বিশেষ দল নিয়ে ওই গ্রামে পরিদর্শনে যান ৷ গোটা এলাকায় কীটনাশক ছড়ানো শুরু হয়েছে ৷ পিঁপড়ের দৌরাত্ম্য রোধ করতে বাড়ি ঘর ও তার আশপাশ গ্রামবাসীদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আর্জি জানিয়েছে প্রশাসন ৷

আরও পড়ুন: মৃতদেহের চোখের উপর হাঁটছে পিঁপড়ে, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড 5 চিকিৎসক

বিডিও রস্মিতা নাথ জানিয়েছেন, "পিঁপড়ের দৌরাত্ম্যের খবর পেয়েই আমরা বিশেষ দলের সঙ্গে যোগাযোগ করি ৷ তারা কীটনাশক ছড়িয়ে বিষাক্ত পিঁপড়েদের নিধন শুরু করেছে ৷ আমরা খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসব ৷" বাড়ির আশপাশে জঙ্গল বেড়ে যাওয়ার কারণেই এই পিঁপড়েদের হামলা বাড়ছে বলে জানিয়েছেন শীর্ষ বিজ্ঞানী সঞ্জয়া কুমার মোহান্তি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.