ETV Bharat / bharat

Bank Notice to Sanitation worker: সাড়ে 16 কোটি টাকা বকেয়া মেটাতে সাফাইকর্মীকে নোটিশ ব্যাংকের - PNB

ভাদোদরা পৌরনিগমের সাফাই কর্মীকে সাড়ে 16 কোটি টাকা বকেয়া মেটানোর নোটিশ দিল পঞ্জাব ন্যাশনাল ব্যাংক ৷ যে নোটিশ পেয়ে মাথায় হাত সাফাই কর্মী শান্তিলাল সোলাঙ্কির ৷ কেন এই নোটিশ ? তা জানতে চাইলেও, ব্যাংক কর্তৃপক্ষ কোনও সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷

Bank Notice to Sanitation worker ETV BHARAT
Bank Notice to Sanitation worker
author img

By

Published : Apr 23, 2023, 2:44 PM IST

ভাদোদরা, 23 এপ্রিল: সাফাইকর্মীকে বকেয়া সাড়ে 16 কোটি টাকা মেটাতে নোটিশ ধরাল ব্যাংক ৷ এমনই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাদোদরা পৌরনিগমের 12নং ওয়ার্ডের সাফাইকর্মী শান্তিলাল সোলাঙ্কির সঙ্গে ৷ কিন্তু, উল্লেখযোগ্য বিষয় হল সোলাঙ্কির নামে কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই ৷ গত 4 মার্চ তাঁর কাছে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে একটি নোটিশ এসেছে ৷ সেখানে বলা হয়েছে, ব্যাংক থেকে ঋণ নেওয়া সাড়ে 16 কোটি টাকা তাঁকে মেটাতে হবে ৷

ভাদোদরা শহরের পূর্বপ্রান্তে রাজ্য লক্ষ্মী সোসাইটিতে স্ত্রী জোশীবেনের সঙ্গে থাকেন সাফাই পৌরনিগমের 12 নং ওয়ার্ডের সাফাই কর্মচারী শান্তিলাল সোলাঙ্কি ৷ কিন্তু, গত 4 মার্চ শান্তিলালের কাছে মামলাকারী এবং কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের তরফ থেকে বকেয়া পুনরুদ্ধারে জন্য একটি নোটিশ পাঠানো হয়েছে ৷ আর এরপরেই পরিবারের রাতের ঘুম উড়ে গিয়েছে ৷ কিন্তু, শান্তিলাল যে বাড়িতে থাকেন, তার বাজারমূল্য আনুমানিক 5-10 লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷ এমনকি শান্তিলাল ব্যাংকের থেকে কোনও ঋণ নেননি বলে জানিয়েছেন ৷

কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিস থেকে এই নোটিশ আসার পর তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে ৷ নোটিশের বিষয়টি যাচাই করতে শান্তিলাল সোলাঙ্কি এবং তাঁর পরিবারের সদস্যরা কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিসে যান ৷ সেখানে বিষয়টি নিয়ে জানতে চান ৷ এমনকী নিজের পরিস্থিতির কথাও জানান ৷ কিন্তু, আধিকারিকরা আশ্বাস দিলেও, কোনও সুরাহা হয়নি ৷ এমনকি কেন তাঁকে এই নোটিশ দেওয়া হল ? সে নিয়েও কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন: মৃতের নামে ব্যাংক ঋণ, দেনা মেটাতে চাপ দিচ্ছে ব্যাংক

সম্প্রতি ভাদোদরা পৌরনিগমের ওই সাফাই কর্মচারী স্থানীয় বিধায়ক নীরজ জৈনের সাহায্য চান ৷ বিধায়ক জানিয়েছেন, পুরো বিষয়টিতে কোনও চক্রান্ত থাকলেও থাকতে পারে ৷ এমনকি কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিস থেকে বিষয়টিকে যাচাই না করে এভাবে নোটিশ পাঠানোর বিষয়টিও তাঁর সন্দেহজনক বলে মনে হচ্ছে ৷ পুরো বিষয়টি ভুয়ো বলে মন্তব্য করেন তিনি ৷ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে শান্তিলাল এবং তাঁর পরিবারের উপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন বিধায়ক ৷ পুরো বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি ৷ তাঁর কথায়, একজন সামান্য সাফাই কর্মী কেন ব্যাংক থেকে সাড়ে 16 কোটি টাকা ঋণ নেবেন ? একজন সাধারণ মানুষ জানেই না সাড়ে 16 কোটি টাকা ঠিক কত হতে পারে, মন্তব্য বিধায়ক নীরজ জৈন ৷

ভাদোদরা, 23 এপ্রিল: সাফাইকর্মীকে বকেয়া সাড়ে 16 কোটি টাকা মেটাতে নোটিশ ধরাল ব্যাংক ৷ এমনই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাদোদরা পৌরনিগমের 12নং ওয়ার্ডের সাফাইকর্মী শান্তিলাল সোলাঙ্কির সঙ্গে ৷ কিন্তু, উল্লেখযোগ্য বিষয় হল সোলাঙ্কির নামে কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই ৷ গত 4 মার্চ তাঁর কাছে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে একটি নোটিশ এসেছে ৷ সেখানে বলা হয়েছে, ব্যাংক থেকে ঋণ নেওয়া সাড়ে 16 কোটি টাকা তাঁকে মেটাতে হবে ৷

ভাদোদরা শহরের পূর্বপ্রান্তে রাজ্য লক্ষ্মী সোসাইটিতে স্ত্রী জোশীবেনের সঙ্গে থাকেন সাফাই পৌরনিগমের 12 নং ওয়ার্ডের সাফাই কর্মচারী শান্তিলাল সোলাঙ্কি ৷ কিন্তু, গত 4 মার্চ শান্তিলালের কাছে মামলাকারী এবং কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের তরফ থেকে বকেয়া পুনরুদ্ধারে জন্য একটি নোটিশ পাঠানো হয়েছে ৷ আর এরপরেই পরিবারের রাতের ঘুম উড়ে গিয়েছে ৷ কিন্তু, শান্তিলাল যে বাড়িতে থাকেন, তার বাজারমূল্য আনুমানিক 5-10 লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷ এমনকি শান্তিলাল ব্যাংকের থেকে কোনও ঋণ নেননি বলে জানিয়েছেন ৷

কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিস থেকে এই নোটিশ আসার পর তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে ৷ নোটিশের বিষয়টি যাচাই করতে শান্তিলাল সোলাঙ্কি এবং তাঁর পরিবারের সদস্যরা কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিসে যান ৷ সেখানে বিষয়টি নিয়ে জানতে চান ৷ এমনকী নিজের পরিস্থিতির কথাও জানান ৷ কিন্তু, আধিকারিকরা আশ্বাস দিলেও, কোনও সুরাহা হয়নি ৷ এমনকি কেন তাঁকে এই নোটিশ দেওয়া হল ? সে নিয়েও কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন: মৃতের নামে ব্যাংক ঋণ, দেনা মেটাতে চাপ দিচ্ছে ব্যাংক

সম্প্রতি ভাদোদরা পৌরনিগমের ওই সাফাই কর্মচারী স্থানীয় বিধায়ক নীরজ জৈনের সাহায্য চান ৷ বিধায়ক জানিয়েছেন, পুরো বিষয়টিতে কোনও চক্রান্ত থাকলেও থাকতে পারে ৷ এমনকি কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিস থেকে বিষয়টিকে যাচাই না করে এভাবে নোটিশ পাঠানোর বিষয়টিও তাঁর সন্দেহজনক বলে মনে হচ্ছে ৷ পুরো বিষয়টি ভুয়ো বলে মন্তব্য করেন তিনি ৷ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে শান্তিলাল এবং তাঁর পরিবারের উপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন বিধায়ক ৷ পুরো বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি ৷ তাঁর কথায়, একজন সামান্য সাফাই কর্মী কেন ব্যাংক থেকে সাড়ে 16 কোটি টাকা ঋণ নেবেন ? একজন সাধারণ মানুষ জানেই না সাড়ে 16 কোটি টাকা ঠিক কত হতে পারে, মন্তব্য বিধায়ক নীরজ জৈন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.