দিল্লি, 12 নভেম্বর : পশ্চিমবঙ্গে তাদের কর্মীদের হত্যা করা হচ্ছে, এই অভিযোগে বারবারই সরব হয়েছে BJP নেতৃত্ব । এবার সরাসরি নাম না করলেও সেই বক্তব্যই উঠে এল নরেন্দ্র মোদির গলায় । গতকাল বিহার ভোটে জয়ের জন্য ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেন, দেশের কোথাও কোথাও BJP কর্মীদের হত্যা করা হচ্ছে । এই রাজনৈতিক হত্যা গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় । এর জন্য যারা দায়ি তাদের শাস্তি দেবে মানুষ ।
BJP-র সদর দপ্তরে কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আজ যারা আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না, তাদের মধ্যে কেউ কেউ আমাদের কর্মীদের হত্যার পথ অবলম্বন করছে । তারা ভাবছে BJP কর্মীদের হত্যা করে তারা তাদের লক্ষ্যপূরণ করবে । আমার মনে হয় না তাদের সাবধান করার প্রয়োজন আছে । কারণ, গণতন্ত্রে জনগণই শেষ কথা বলেন ।"
তিনি আরও বলেন, "নির্বাচন আসে এবং সেখানে জয়-পরাজয় হয় । আজ কেউ ক্ষমতায় বসবেন, আগামীকাল অন্য কেউ আসবেন । কিন্তু গণতন্ত্রে খুনের এই খেলা মেনে নেওয়া যায় না । মৃত্যু নিয়ে খেলে আপনি কখনও জিততে পারবেন না ।"
দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মীদের খুনের অভিযোগ তুলে আসছে রাজ্য BJP নেতৃত্ব । তাদের অভিযোগ, গত আড়াই বছরে বাংলায় 100 জন BJP কর্মীকে খুন করা হয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে রাজনৈতিক হত্যার বিষয়ে শ্বেতপত্রও দিতে বলেন । আর গতকাল নাম না করে সেই একই বিষয়টি তুলে ধরে প্রচ্ছন্ন হুঁশিয়ারি শোনা গেল নরেন্দ্র মোদির গলায় ।