ETV Bharat / bharat

মৃত্যু নিয়ে খেলে ভোটে জিততে পারবে না, হুঁশিয়ারি মোদির

নরেন্দ্র মোদি বলেন, "আজ যারা আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না, তাদের মধ্যে কেউ কেউ আমাদের কর্মীদের হত্যার পথ অবলম্বন করছে । তারা ভাবছে BJP কর্মীদের হত্যা করে তারা তাদের লক্ষ্যপূরণ করবে । আমার মনে হয় না তাদের সাবধান করার প্রয়োজন আছে । কারণ গণতন্ত্রে জনগণই শেষ কথা বলেন ।"

Narendra Modi
Narendra Modi
author img

By

Published : Nov 12, 2020, 8:52 AM IST

Updated : Nov 12, 2020, 9:01 AM IST

দিল্লি, 12 নভেম্বর : পশ্চিমবঙ্গে তাদের কর্মীদের হত্যা করা হচ্ছে, এই অভিযোগে বারবারই সরব হয়েছে BJP নেতৃত্ব । এবার সরাসরি নাম না করলেও সেই বক্তব্যই উঠে এল নরেন্দ্র মোদির গলায় । গতকাল বিহার ভোটে জয়ের জন্য ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেন, দেশের কোথাও কোথাও BJP কর্মীদের হত্যা করা হচ্ছে । এই রাজনৈতিক হত্যা গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় । এর জন্য যারা দায়ি তাদের শাস্তি দেবে মানুষ ।

BJP-র সদর দপ্তরে কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আজ যারা আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না, তাদের মধ্যে কেউ কেউ আমাদের কর্মীদের হত্যার পথ অবলম্বন করছে । তারা ভাবছে BJP কর্মীদের হত্যা করে তারা তাদের লক্ষ্যপূরণ করবে । আমার মনে হয় না তাদের সাবধান করার প্রয়োজন আছে । কারণ, গণতন্ত্রে জনগণই শেষ কথা বলেন ।"

তিনি আরও বলেন, "নির্বাচন আসে এবং সেখানে জয়-পরাজয় হয় । আজ কেউ ক্ষমতায় বসবেন, আগামীকাল অন্য কেউ আসবেন । কিন্তু গণতন্ত্রে খুনের এই খেলা মেনে নেওয়া যায় না । মৃত্যু নিয়ে খেলে আপনি কখনও জিততে পারবেন না ।"

দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মীদের খুনের অভিযোগ তুলে আসছে রাজ্য BJP নেতৃত্ব । তাদের অভিযোগ, গত আড়াই বছরে বাংলায় 100 জন BJP কর্মীকে খুন করা হয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে রাজনৈতিক হত্যার বিষয়ে শ্বেতপত্রও দিতে বলেন । আর গতকাল নাম না করে সেই একই বিষয়টি তুলে ধরে প্রচ্ছন্ন হুঁশিয়ারি শোনা গেল নরেন্দ্র মোদির গলায় ।

দিল্লি, 12 নভেম্বর : পশ্চিমবঙ্গে তাদের কর্মীদের হত্যা করা হচ্ছে, এই অভিযোগে বারবারই সরব হয়েছে BJP নেতৃত্ব । এবার সরাসরি নাম না করলেও সেই বক্তব্যই উঠে এল নরেন্দ্র মোদির গলায় । গতকাল বিহার ভোটে জয়ের জন্য ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেন, দেশের কোথাও কোথাও BJP কর্মীদের হত্যা করা হচ্ছে । এই রাজনৈতিক হত্যা গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় । এর জন্য যারা দায়ি তাদের শাস্তি দেবে মানুষ ।

BJP-র সদর দপ্তরে কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আজ যারা আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না, তাদের মধ্যে কেউ কেউ আমাদের কর্মীদের হত্যার পথ অবলম্বন করছে । তারা ভাবছে BJP কর্মীদের হত্যা করে তারা তাদের লক্ষ্যপূরণ করবে । আমার মনে হয় না তাদের সাবধান করার প্রয়োজন আছে । কারণ, গণতন্ত্রে জনগণই শেষ কথা বলেন ।"

তিনি আরও বলেন, "নির্বাচন আসে এবং সেখানে জয়-পরাজয় হয় । আজ কেউ ক্ষমতায় বসবেন, আগামীকাল অন্য কেউ আসবেন । কিন্তু গণতন্ত্রে খুনের এই খেলা মেনে নেওয়া যায় না । মৃত্যু নিয়ে খেলে আপনি কখনও জিততে পারবেন না ।"

দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মীদের খুনের অভিযোগ তুলে আসছে রাজ্য BJP নেতৃত্ব । তাদের অভিযোগ, গত আড়াই বছরে বাংলায় 100 জন BJP কর্মীকে খুন করা হয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে রাজনৈতিক হত্যার বিষয়ে শ্বেতপত্রও দিতে বলেন । আর গতকাল নাম না করে সেই একই বিষয়টি তুলে ধরে প্রচ্ছন্ন হুঁশিয়ারি শোনা গেল নরেন্দ্র মোদির গলায় ।

Last Updated : Nov 12, 2020, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.