ETV Bharat / bharat

Rahul Slams PM Modi: চিন আমাদের এক ইঞ্চিও জমি দখল করেনি বলে মোদি যে দাবি করেন তা মিথ্যে, লাদাখে বললেন রাহুল - লাদাখে রাহুল

Rahul Gandhi Slams PM Modi over China: লাদাখে তাঁর বাবা অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির জন্মদিন উদযাপনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, চিন আমাদের এক ইঞ্চিও জমি দখল করেনি বলে প্রধানমন্ত্রী যে দাবি করেন তা মিথ্যে ৷

Rahul Slams PM Modi
প্রধানমন্ত্রী মোদি ও রাহুল গান্ধি
author img

By

Published : Aug 20, 2023, 12:04 PM IST

লাদাখ, 20 অগস্ট: চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সেনারা ভারতীয় ভূমির এক ইঞ্চিও দখল করেনি বলে প্রধানমন্ত্রী যে দাবি করেন, তা সত্য নয় ৷ রবিবার লাদাখে তাঁর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 79তম জন্মবার্ষিকীর স্মরণসভায় শ্রদ্ধা জানাতে গিয়ে এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, স্থানীয়রাও বলছেন যে, ভারতীয় ভূখণ্ডে চিনা সেনারা অনুপ্রবেশ করেছে এবং দখল করেছে ৷ এই বিষয়টি যথেষ্ট উদ্বেগের বিষয় বলে মনে করছেন রাগা ৷

রবিবারের মেঘলা সকালে প্যাংগং সো হ্রদে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর ছেলে রাহুল ৷ এর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,

"আমাদের জমি কেড়ে নিয়েছে চিন, এই নিয়ে এখানকার স্থানীয়রা উদ্বিগ্ন ৷ তাঁরা বলেছেন যে, চিনা সেনারা তাঁদের চারণভূমি কেড়ে নিয়েছে ৷ যদিও, প্রধানমন্ত্রী বলছেন, এক ইঞ্চি জমিও কেড়ে নেওয়া হয়নি ৷ এটি সত্য নয় ৷ আপনি এখানে যে কারওকে জিজ্ঞাসা করতে পারেন ৷"

সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পরে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পরে লাদাখকে দেওয়া কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধি ।

তাঁর কথায়, লাদাখের মানুষের অনেক অভিযোগ, তাঁদের যে মর্যাদা দেওয়া হয়েছে তাতে তাঁরা খুশি নন । তাঁরা আরও প্রতিনিধিত্ব চান এবং বেকারত্বও একটি উদ্বেগের বিষয় । লোকেরা বলছে যে, রাজ্যটি আমলাতন্ত্র দ্বারা নয়, জনগণের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হওয়া উচিত ৷

রাহুল এ দিন তাঁর বাবার সঙ্গে একটি কথোপকথনের কথা স্মরণ করেন ৷ তিনি বলেন, রাজীব গান্ধি তাঁকে বলেছিলেন যে প্যাংগং সো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা ।

আরও পড়ুন: 79তম জন্মবার্ষিকীতে রাজীব স্মরণ মোদির, শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার

রাহুলের কথায়, "আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা একবার প্যাংগং সো পরিদর্শন থেকে ফিরে এসে আমাকে লেকের কিছু ছবি দেখিয়েছিলেন । তিনি আমাকে বলেছিলেন যে, এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা । 'ভারত জোড়ো' যাত্রার সময় আমার লাদাখে আসার কথা ছিল ৷ কিন্তু কিছু প্রয়োজনীয় কারণে সফরটি স্থগিত করতে হয়েছিল । তাই আমি পরে সফর এবং এখানে আরও দীর্ঘ সময় থাকার কথা ভাবলাম । আমি নুব্রা উপত্যকা এবং কার্গিলও পরিদর্শন করব ।"

লাদাখ সফরে রাহুলের সঙ্গে রয়েছেন জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভিকার রসুল ওয়ানি এবং দলের অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা ।

লাদাখ, 20 অগস্ট: চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সেনারা ভারতীয় ভূমির এক ইঞ্চিও দখল করেনি বলে প্রধানমন্ত্রী যে দাবি করেন, তা সত্য নয় ৷ রবিবার লাদাখে তাঁর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 79তম জন্মবার্ষিকীর স্মরণসভায় শ্রদ্ধা জানাতে গিয়ে এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, স্থানীয়রাও বলছেন যে, ভারতীয় ভূখণ্ডে চিনা সেনারা অনুপ্রবেশ করেছে এবং দখল করেছে ৷ এই বিষয়টি যথেষ্ট উদ্বেগের বিষয় বলে মনে করছেন রাগা ৷

রবিবারের মেঘলা সকালে প্যাংগং সো হ্রদে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর ছেলে রাহুল ৷ এর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,

"আমাদের জমি কেড়ে নিয়েছে চিন, এই নিয়ে এখানকার স্থানীয়রা উদ্বিগ্ন ৷ তাঁরা বলেছেন যে, চিনা সেনারা তাঁদের চারণভূমি কেড়ে নিয়েছে ৷ যদিও, প্রধানমন্ত্রী বলছেন, এক ইঞ্চি জমিও কেড়ে নেওয়া হয়নি ৷ এটি সত্য নয় ৷ আপনি এখানে যে কারওকে জিজ্ঞাসা করতে পারেন ৷"

সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পরে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পরে লাদাখকে দেওয়া কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধি ।

তাঁর কথায়, লাদাখের মানুষের অনেক অভিযোগ, তাঁদের যে মর্যাদা দেওয়া হয়েছে তাতে তাঁরা খুশি নন । তাঁরা আরও প্রতিনিধিত্ব চান এবং বেকারত্বও একটি উদ্বেগের বিষয় । লোকেরা বলছে যে, রাজ্যটি আমলাতন্ত্র দ্বারা নয়, জনগণের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হওয়া উচিত ৷

রাহুল এ দিন তাঁর বাবার সঙ্গে একটি কথোপকথনের কথা স্মরণ করেন ৷ তিনি বলেন, রাজীব গান্ধি তাঁকে বলেছিলেন যে প্যাংগং সো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা ।

আরও পড়ুন: 79তম জন্মবার্ষিকীতে রাজীব স্মরণ মোদির, শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার

রাহুলের কথায়, "আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা একবার প্যাংগং সো পরিদর্শন থেকে ফিরে এসে আমাকে লেকের কিছু ছবি দেখিয়েছিলেন । তিনি আমাকে বলেছিলেন যে, এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা । 'ভারত জোড়ো' যাত্রার সময় আমার লাদাখে আসার কথা ছিল ৷ কিন্তু কিছু প্রয়োজনীয় কারণে সফরটি স্থগিত করতে হয়েছিল । তাই আমি পরে সফর এবং এখানে আরও দীর্ঘ সময় থাকার কথা ভাবলাম । আমি নুব্রা উপত্যকা এবং কার্গিলও পরিদর্শন করব ।"

লাদাখ সফরে রাহুলের সঙ্গে রয়েছেন জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভিকার রসুল ওয়ানি এবং দলের অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.