নয়াদিল্লি, 8 জানুয়ারি: উত্তরাখণ্ডে জোশীমঠে ভয়াবহ (Joshimath Crisis) ধসের বিষয়ে আলোচনা করতে রবিবার বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রীর দফতর (PMO Meeting on Joshimath Crisis)৷ ওই অঞ্চলে আচমকা ভূমিধসের কারণে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ যার ফলে তীব্র আশঙ্কা দানা বেঁধেছে স্থানীয়দের মনে ৷
রবিবার সকালে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র এই বৈঠকে নেতৃত্ব দেবেন ৷ মন্ত্রিসভার সচিব, কেন্দ্রীয় সরকারের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে ওই ঘটনার পর্যালোচনা বৈঠক করবেন মিশ্র ৷ জোশীমঠের জেলা আধিকারিকদের পাশাপাশি উত্তরাখণ্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন ।
ওই ঘটনার পর শনিবার পরিস্থিতির মূল্যায়ন করার জন্য জোশীমঠে (Joshimath Landslide) গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ তিনি প্রায় 600 ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন । ধামি বলেন, সাংস্কৃতিক, ধর্মীয় ও পর্যটনের দৃষ্টিকোণ থেকে জোশীমঠ একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এটিকে বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে ।
আরও পড়ুন: জোশীমঠে ক্ষতিগ্রস্তরা উত্তরাখণ্ড সরকারের ভূমিকায় ক্ষুব্ধ
বদ্রীনাথ এবং হেমকুন্ড সাহেবের মতো বিখ্যাত তীর্থস্থানগুলির প্রবেশদ্বার এবং আন্তর্জাতিক স্কিইং গন্তব্য আউলির প্রবেশদ্বার হল জোশীমঠ ৷ সেখানে ভয়াবহ ভূমি ধসের কারণে একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন স্থানীয় প্রশাসন ৷
শুক্রবারই শহরের মারওয়ারি এলাকায় একটি আবাসনের উপরে ভেঙে পড়ে মন্দির ৷ মাটি আলগা হয়ে ওই মন্দিরের ভিত সম্পূর্ণ ধসে যায় ৷ এলাকা থেকে স্থানীয়দের অনেককে উদ্ধার করেছে চামোলি প্রশাসন ৷ এই সংকটের পরিস্থিতিতে বড় ক্ষতি রুখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটির নেতৃত্বে বিপজ্জনক বাড়িগুলি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ জোশীমঠ এলাকার পৌরসভার বহুতল, গুরুদ্বার ও বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খুলে সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে দুর্গতদের ৷