ETV Bharat / bharat

PM-KISAN : 9.75 কোটি কৃষককে কিষান সম্মাননিধি প্রকল্পে 19,500 কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী - কৃষকদের আর্থিক সাহায্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার 19 হাজার 500 কোটি টাকা পিএম-কিষান প্রকল্পের উপভোক্তাদের কাছে পাঠালেন সোমবার ৷ এবার আর্থিক সাহায্য পেলেন 9.75 কোটি উপভোক্তা ৷

pm-transfers-about-rs-19500-cr-to-over-9-dot-75-cr-farmers-under-pm-kisan
PM-KISAN : 9.75 কোটি কৃষককে কিষান সম্মাননিধি প্রকল্পে 19,500 কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Aug 9, 2021, 4:31 PM IST

নয়াদিল্লি, 9 অগস্ট : ফের অনুদান পেলেন দেশের কৃষকরা ৷ সোমবার পিএম-কিষান (PM-KISAN) প্রকল্পের অধীনে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এবার টাকা পেলেন দেশের 9.75 কোটি উপভোক্তা ৷ দেওয়া হল 19 হাজার 500 কোটি টাকা ৷ এদিন কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর ভার্চুয়াল মাধ্যমে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : যন্তর-মন্তরে ব়্যালি থেকে মানহানিকর স্লোগান, মামলা দিল্লি পুলিশের

2019 সালের ফেব্রুয়ারি মাসের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ ডিসেম্বর-2018 থেকে মার্চ-2019 এর সময়কালে কৃষকদের এই প্রকল্পে প্রথম কিস্তি দেওয়া হয় ৷ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় ৷ বছরে ছ’হাজার টাকা দেওয়া হয় কৃষকদের ৷ বছরে তিনটি কিস্তিতে দু’হাজার টাকা করে দেওয়া হয় উপভোক্তাদের ৷

কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা দেওয়ার এই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর উপস্থিত ছিলেন ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি (PM Kisan Samman Nidhi) নামে এই প্রকল্পে এখনও পর্যন্ত 9টি কিস্তি দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সব মিলিয়ে দেওয়া হল 1.37 লক্ষ কোটি টাকা ৷ এখনও পর্যন্ত 11 কোটি উপভোক্তা টাকা পেয়েছেন ৷

আরও পড়ুন : Rahul's Twitter account : বাতিল নাকি লকড ? রাহুলের টুইটার অ্যাকাউন্ট ঘিরে ধোঁয়াশা

এছাড়া কেন্দ্রীয় সরকার 2.28 কোটি উপভোক্তাদের পিএম-কিষানের সঙ্গে কিষান ক্রেডিট কার্ড যোজনা যুক্ত করে দিয়েছে ৷ ফলে ওই কৃষকরা এখনও পর্যন্ত 2.32 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন ৷ তিনি জানান, কোভিড-19 সংক্রান্ত সমস্যার পরও কৃষকরা ভাল কাজ করেছেন এবং গত বছর ফলনও রেকর্ড পরিমাণ হয়েছে ৷ আগামী বছরগুলিতে ফল আরও ভাল হবে ৷

ভোজ্য তেল ও ডাল উৎপাদনের ক্ষেত্রে আমদানির নির্ভরতা কমাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ৷ এদিনের অনুষ্ঠানে কৃষিমন্ত্রকের দুই রাষ্ট্রমন্ত্রী কৈলাস চৌধুরী এবং শোভা কারান্ডালাজে উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন কেন্দ্রীয় কৃষি সচিব সঞ্জয় আগরওয়াল ও বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও আধিকারিকরা ৷

আরও পড়ুন : Modi on Article 370: 370 ধারা বিলোপে অভূতপূর্ব শান্তি এসেছে ভূস্বর্গে : মোদি

নয়াদিল্লি, 9 অগস্ট : ফের অনুদান পেলেন দেশের কৃষকরা ৷ সোমবার পিএম-কিষান (PM-KISAN) প্রকল্পের অধীনে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এবার টাকা পেলেন দেশের 9.75 কোটি উপভোক্তা ৷ দেওয়া হল 19 হাজার 500 কোটি টাকা ৷ এদিন কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর ভার্চুয়াল মাধ্যমে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : যন্তর-মন্তরে ব়্যালি থেকে মানহানিকর স্লোগান, মামলা দিল্লি পুলিশের

2019 সালের ফেব্রুয়ারি মাসের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ ডিসেম্বর-2018 থেকে মার্চ-2019 এর সময়কালে কৃষকদের এই প্রকল্পে প্রথম কিস্তি দেওয়া হয় ৷ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় ৷ বছরে ছ’হাজার টাকা দেওয়া হয় কৃষকদের ৷ বছরে তিনটি কিস্তিতে দু’হাজার টাকা করে দেওয়া হয় উপভোক্তাদের ৷

কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা দেওয়ার এই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর উপস্থিত ছিলেন ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি (PM Kisan Samman Nidhi) নামে এই প্রকল্পে এখনও পর্যন্ত 9টি কিস্তি দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সব মিলিয়ে দেওয়া হল 1.37 লক্ষ কোটি টাকা ৷ এখনও পর্যন্ত 11 কোটি উপভোক্তা টাকা পেয়েছেন ৷

আরও পড়ুন : Rahul's Twitter account : বাতিল নাকি লকড ? রাহুলের টুইটার অ্যাকাউন্ট ঘিরে ধোঁয়াশা

এছাড়া কেন্দ্রীয় সরকার 2.28 কোটি উপভোক্তাদের পিএম-কিষানের সঙ্গে কিষান ক্রেডিট কার্ড যোজনা যুক্ত করে দিয়েছে ৷ ফলে ওই কৃষকরা এখনও পর্যন্ত 2.32 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন ৷ তিনি জানান, কোভিড-19 সংক্রান্ত সমস্যার পরও কৃষকরা ভাল কাজ করেছেন এবং গত বছর ফলনও রেকর্ড পরিমাণ হয়েছে ৷ আগামী বছরগুলিতে ফল আরও ভাল হবে ৷

ভোজ্য তেল ও ডাল উৎপাদনের ক্ষেত্রে আমদানির নির্ভরতা কমাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ৷ এদিনের অনুষ্ঠানে কৃষিমন্ত্রকের দুই রাষ্ট্রমন্ত্রী কৈলাস চৌধুরী এবং শোভা কারান্ডালাজে উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন কেন্দ্রীয় কৃষি সচিব সঞ্জয় আগরওয়াল ও বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও আধিকারিকরা ৷

আরও পড়ুন : Modi on Article 370: 370 ধারা বিলোপে অভূতপূর্ব শান্তি এসেছে ভূস্বর্গে : মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.