ETV Bharat / bharat

Modi Special Selfie: বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীর সঙ্গে 'স্পেশাল সেলফি' মোদির

কর্মব্যস্ততার মধ্যেও খোশ মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী ৷ শনিবার চেন্নাইয়ে এক বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীর সঙ্গে স্পেশাল সেলফি তুললেন নরেন্দ্র মোদি ৷ সেটি পোস্ট করে বিশেষ বার্তাও দিলেন টুইটারে ৷

PM Modi special selfie
নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 9, 2023, 10:28 AM IST

Updated : Apr 9, 2023, 11:07 AM IST

চেন্নাই (তামিলনাড়ু), 9 এপ্রিল: এখন সেলফি রাজনৈতিক প্রচার ও নেতাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ৷ প্রায়শই নেতা-মন্ত্রীদের অনুরাগী বা দলের কর্মীদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় ৷ এই ব্যাপারে কারও থেকে পিছিয়ে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কখনও বলি-তারকা কখনও আবার অন্য কারও সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী । সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনাও হয় বিস্তর । কিন্তু শনিবার এক বিশেষ সেলফির সাক্ষী হলেন তিনি।

পাশাপাশি এদিন বিজেপি কর্মীরাও প্রধানমন্ত্রীর এক অন্য রূপের সাক্ষী হলেন । বাক্যবাণে প্রতিপক্ষকে বিদ্ধ করা মোদি সম্পূর্ণ বিপরীত রূপে ধরা দিলেন এদিন ৷ প্রধানমন্ত্রী বিশেষভাবে সক্ষম এক বিজেপি কর্মীর আবদার মেটালেন ৷ তাঁর সঙ্গে তুললেন সেলফি এবং বিশেষ সেলফি বলে তা পোস্ট করলেন নিজের টুইটার হ্যান্ডেলে ৷

ওই বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীর নাম থিরু এস মণিকন্দন ৷ তিনি ইরোডের বিজেপি বুথের সভাপতি ৷ বিজেপির একজন সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও থিরু এস মণিকন্দন হয়তো কোনওদিন কল্পনা করতে পারেননি দলের শীর্ষ নেতা অর্থাৎ নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে সেলফি তুলবেন ৷ শুধু সেলফি তোলা নয়, তাঁর প্রশংসা করে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টও করবেন তাও জানা ছিল না মণিকন্দনের ৷

  • A special selfie…

    In Chennai I met Thiru S. Manikandan. He is a proud @BJP4TamilNadu Karyakarta from Erode, serving as a booth president. A person with disability, he runs his own shop and the most motivating aspect is - he gives a substantial part of his daily profits to BJP! pic.twitter.com/rBinyDVHYA

    — Narendra Modi (@narendramodi) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর পোস্ট করা সেই সেলফিতে দেখা যাচ্ছে, তিনি ওই বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীর সঙ্গে মিষ্টি হেসে সেলফি তুলছেন ৷ থিরু এস মণিকন্দনের ভূয়সী প্রশংসা করে মোদি টুইটে লিখেছেন, "একটি বিশেষ সেলফি ৷ চেন্নাইয়ে আমি থিরু এস মণিকন্দনের সঙ্গে দেখা করেছি । তিনি তামিলনাড়ুর ইরোডের একজন সক্রিয় বিজেপি কর্মী ৷ তিনি একজন বুথ সভাপতি হিসেবে কাজ করছেন । বিশেষভাবে সক্ষম হওয়ার সত্বেও তিনি নিজের দোকান চালান এবং সবচেয়ে অনুপ্রেরণামূলক দিক হল- তিনি তাঁর প্রতিদিনের আয়ের কিছুটা লাভের অংশ বিজেপিতে দেন ৷"

দলের প্রতি মণিকন্দনের একনিষ্ঠতার প্রশংসা করে প্রধানমন্ত্রী অন্য একটি টুইট করেছেন ৷ তাতে তিনি জানিয়েছেন, থিরু এস মণিকন্দনের জীবনযাত্রা এবং বিজেপির আদর্শের প্রতি একনিষ্ঠতা অনুপ্রেরণাদায়ক । মোদি লেখেন, "আমি এমন একটি দলের কর্মী হতে পেরে খুব গর্বিত বোধ করছি যেখানে থিরু এস মণিকন্দনের মতো মানুষ রয়েছেন । তাঁর জীবনযাত্রা অনুপ্রেরণা দেয় । আমাদের দল ও আদর্শের প্রতি তাঁর একনিষ্ঠতা সমানভাবে অনুপ্রাণিতও করে । তাঁর ভবিষ্যতের জীবনের জন্য আমার শুভেচ্ছা রইল ।"

আরও পড়ুন: ব্যাঘ্র সংরক্ষণের 50 বছর, বন্দিপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী

চেন্নাই (তামিলনাড়ু), 9 এপ্রিল: এখন সেলফি রাজনৈতিক প্রচার ও নেতাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ৷ প্রায়শই নেতা-মন্ত্রীদের অনুরাগী বা দলের কর্মীদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় ৷ এই ব্যাপারে কারও থেকে পিছিয়ে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কখনও বলি-তারকা কখনও আবার অন্য কারও সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী । সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনাও হয় বিস্তর । কিন্তু শনিবার এক বিশেষ সেলফির সাক্ষী হলেন তিনি।

পাশাপাশি এদিন বিজেপি কর্মীরাও প্রধানমন্ত্রীর এক অন্য রূপের সাক্ষী হলেন । বাক্যবাণে প্রতিপক্ষকে বিদ্ধ করা মোদি সম্পূর্ণ বিপরীত রূপে ধরা দিলেন এদিন ৷ প্রধানমন্ত্রী বিশেষভাবে সক্ষম এক বিজেপি কর্মীর আবদার মেটালেন ৷ তাঁর সঙ্গে তুললেন সেলফি এবং বিশেষ সেলফি বলে তা পোস্ট করলেন নিজের টুইটার হ্যান্ডেলে ৷

ওই বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীর নাম থিরু এস মণিকন্দন ৷ তিনি ইরোডের বিজেপি বুথের সভাপতি ৷ বিজেপির একজন সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও থিরু এস মণিকন্দন হয়তো কোনওদিন কল্পনা করতে পারেননি দলের শীর্ষ নেতা অর্থাৎ নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে সেলফি তুলবেন ৷ শুধু সেলফি তোলা নয়, তাঁর প্রশংসা করে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টও করবেন তাও জানা ছিল না মণিকন্দনের ৷

  • A special selfie…

    In Chennai I met Thiru S. Manikandan. He is a proud @BJP4TamilNadu Karyakarta from Erode, serving as a booth president. A person with disability, he runs his own shop and the most motivating aspect is - he gives a substantial part of his daily profits to BJP! pic.twitter.com/rBinyDVHYA

    — Narendra Modi (@narendramodi) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর পোস্ট করা সেই সেলফিতে দেখা যাচ্ছে, তিনি ওই বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীর সঙ্গে মিষ্টি হেসে সেলফি তুলছেন ৷ থিরু এস মণিকন্দনের ভূয়সী প্রশংসা করে মোদি টুইটে লিখেছেন, "একটি বিশেষ সেলফি ৷ চেন্নাইয়ে আমি থিরু এস মণিকন্দনের সঙ্গে দেখা করেছি । তিনি তামিলনাড়ুর ইরোডের একজন সক্রিয় বিজেপি কর্মী ৷ তিনি একজন বুথ সভাপতি হিসেবে কাজ করছেন । বিশেষভাবে সক্ষম হওয়ার সত্বেও তিনি নিজের দোকান চালান এবং সবচেয়ে অনুপ্রেরণামূলক দিক হল- তিনি তাঁর প্রতিদিনের আয়ের কিছুটা লাভের অংশ বিজেপিতে দেন ৷"

দলের প্রতি মণিকন্দনের একনিষ্ঠতার প্রশংসা করে প্রধানমন্ত্রী অন্য একটি টুইট করেছেন ৷ তাতে তিনি জানিয়েছেন, থিরু এস মণিকন্দনের জীবনযাত্রা এবং বিজেপির আদর্শের প্রতি একনিষ্ঠতা অনুপ্রেরণাদায়ক । মোদি লেখেন, "আমি এমন একটি দলের কর্মী হতে পেরে খুব গর্বিত বোধ করছি যেখানে থিরু এস মণিকন্দনের মতো মানুষ রয়েছেন । তাঁর জীবনযাত্রা অনুপ্রেরণা দেয় । আমাদের দল ও আদর্শের প্রতি তাঁর একনিষ্ঠতা সমানভাবে অনুপ্রাণিতও করে । তাঁর ভবিষ্যতের জীবনের জন্য আমার শুভেচ্ছা রইল ।"

আরও পড়ুন: ব্যাঘ্র সংরক্ষণের 50 বছর, বন্দিপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী

Last Updated : Apr 9, 2023, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.