ETV Bharat / bharat

India versus Bharat Row: জি20 শীর্ষ সম্মেলনে মোদি 'ভারত' নেমপ্লেট ব্যবহার করায় ক্ষুব্ধ ‘ইন্ডিয়া’র নেতারা - G20 Summit in Delhi

INDIA bloc Slams PM Narendra Modi on India versus Bharat Row: শনিবার নয়াদিল্লিতে শুরু হওয়া জি20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশের নামের জায়গায় ভারত লেখা নেমপ্লেট ব্যবহার করায় ক্ষুব্ধ বিরোধীরা ৷ তারা এই নিয়ে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে ৷

India versus Bharat Row
India versus Bharat Row
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 1:44 PM IST

Updated : Sep 9, 2023, 3:16 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনের আসরেও পৌঁছে গেল ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক ৷ এতদিন এই ধরনের যে কোনও বহুদেশীয় সম্মেলনে ভারতের প্রতিনিধির সামনে ইন্ডিয়া লেখা থাকত ৷ কিন্তু শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে জি20 শীর্ষ সম্মেলন শুরুর পর দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে দেশের নাম হিসেবে লেখা ভারত ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে খুশি নয় বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট ৷ তাই তারা এই নিয়ে সমালোচনায় সরব হয়েছে ৷

প্রাক্তন সাংসদ এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হান্নান মোল্লা ইটিভি ভারতকে বলেন, "বিজেপি সরকার স্বৈরাচারী হয়ে উঠেছে । তারা যা খুশি তাই করে । ভারত ও ইন্ডিয়ার মধ্যে বিতর্কের মধ্যে (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদির ভারত নেমপ্লেট ব্যবহার করার পদক্ষেপ দেখায় যে এই দল গণতন্ত্রকে এবং সেই সঙ্গে বিরোধীদেরও সম্মান করে না ৷"

লোকসভার কংগ্রেস সাংসদ আবদুল খালেক এটাকে ক্ষমতাসীন বিজেপির উপহাস বলে অভিহিত করেছেন । তিনি বলেন, “বিশ্ব আমাদের দেশকে ইন্ডিয়া বলে জানে । সংবিধানেও বিশেষভাবে ইন্ডিয়ার উল্লেখ আছে । নির্বাচনে পরাজয় ঢাকতে এটা বিজেপি সরকারের একটা চক্রান্ত ৷”

আরও পড়ুন: 'ভারত আপনাদের স্বাগত জানাচ্ছে', জি-20 শীর্ষ সম্মেলনে ইঙ্গিতবহ মন্তব্য মোদির

অন্যদিকে, বিদেশি প্রতিনিধিদের জন্য তৈরি জি20 পুস্তিকাতেও ‘ভারত’ ব্যবহার করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে - "ভারত, গণতন্ত্রের জননী" । ভারত দেশের সরকারি নাম । এটি সংবিধানে উল্লেখ করা হয়েছে এবং 1946-48 সালের আলোচনায়ও উল্লেখ করা হয়েছে ৷”

উল্লেখ্য, সংবিধানের এক নম্বর অনুচ্ছেদে লেখা আছে ‘ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস’ ৷ বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানে ভারত ও ইন্ডিয়া দু’টি নামকেই মান্যতা দেওয়া হয়েছে ৷ কিন্তু এই এতদিন কোনও বিতর্ক হয়নি ৷ সম্প্রতি জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ নৈশভোজের আমন্ত্রণপত্র সামনে আসার পর এই নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ ওই আমন্ত্রণপত্রে রাষ্ট্রপতি ভবনের তরফে দ্রৌপদী মুর্মুকে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ বলে উল্লেখ করা হয় ৷ এতদিন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লেখা হত ৷

এই নিয়ে বিরোধীরা হইচই শুরু করে ৷ তাদের দাবি, সংবিধানের প্রস্তাবনা (প্রিঅ্যাম্বল)-এ ‘উই দ্য পিপল অফ ইন্ডিয়া’ লেখা আছে ৷ তাই সরকারিভাবে দেশের নাম ইন্ডিয়া ৷ বিজেপি সেই নাম বদলাতে চাইছে ৷ কোনও কোনও মহল থেকে দাবি করা হয়, আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদে যে বিশেষ অধিবেশন বসতে চলেছে, সেখানে নাম বদলের বিষয়টি মোদি সরকার পাশ করাতে পারে ৷ বিরোধীদের অভিযোগ, যেহেতু তারা ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে ৷ তাই ভয় পেয়ে বিজেপি দেশের নাম বদলাতে চাইছে ৷

আরও পড়ুন: ভারতের সভাপতিত্বে স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

বিজেপির তরফে পালটা ভারত নামের স্বপক্ষে একাধিক যুক্তি সাজানো হয়েছে ৷ কিন্তু শনিবার জি20-র মঞ্চে দেশের নাম ভারত হিসেবে তুলে ধরায় বিশেষজ্ঞরা মনে করছেন যে এখন থেকে কেন্দ্রের মোদি সরকার বিশ্বের কাছে দেশকে ভারত হিসেবেই পরিচিত করতে চাইছে ৷

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনের আসরেও পৌঁছে গেল ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক ৷ এতদিন এই ধরনের যে কোনও বহুদেশীয় সম্মেলনে ভারতের প্রতিনিধির সামনে ইন্ডিয়া লেখা থাকত ৷ কিন্তু শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে জি20 শীর্ষ সম্মেলন শুরুর পর দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে দেশের নাম হিসেবে লেখা ভারত ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে খুশি নয় বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট ৷ তাই তারা এই নিয়ে সমালোচনায় সরব হয়েছে ৷

প্রাক্তন সাংসদ এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হান্নান মোল্লা ইটিভি ভারতকে বলেন, "বিজেপি সরকার স্বৈরাচারী হয়ে উঠেছে । তারা যা খুশি তাই করে । ভারত ও ইন্ডিয়ার মধ্যে বিতর্কের মধ্যে (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদির ভারত নেমপ্লেট ব্যবহার করার পদক্ষেপ দেখায় যে এই দল গণতন্ত্রকে এবং সেই সঙ্গে বিরোধীদেরও সম্মান করে না ৷"

লোকসভার কংগ্রেস সাংসদ আবদুল খালেক এটাকে ক্ষমতাসীন বিজেপির উপহাস বলে অভিহিত করেছেন । তিনি বলেন, “বিশ্ব আমাদের দেশকে ইন্ডিয়া বলে জানে । সংবিধানেও বিশেষভাবে ইন্ডিয়ার উল্লেখ আছে । নির্বাচনে পরাজয় ঢাকতে এটা বিজেপি সরকারের একটা চক্রান্ত ৷”

আরও পড়ুন: 'ভারত আপনাদের স্বাগত জানাচ্ছে', জি-20 শীর্ষ সম্মেলনে ইঙ্গিতবহ মন্তব্য মোদির

অন্যদিকে, বিদেশি প্রতিনিধিদের জন্য তৈরি জি20 পুস্তিকাতেও ‘ভারত’ ব্যবহার করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে - "ভারত, গণতন্ত্রের জননী" । ভারত দেশের সরকারি নাম । এটি সংবিধানে উল্লেখ করা হয়েছে এবং 1946-48 সালের আলোচনায়ও উল্লেখ করা হয়েছে ৷”

উল্লেখ্য, সংবিধানের এক নম্বর অনুচ্ছেদে লেখা আছে ‘ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস’ ৷ বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানে ভারত ও ইন্ডিয়া দু’টি নামকেই মান্যতা দেওয়া হয়েছে ৷ কিন্তু এই এতদিন কোনও বিতর্ক হয়নি ৷ সম্প্রতি জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ নৈশভোজের আমন্ত্রণপত্র সামনে আসার পর এই নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ ওই আমন্ত্রণপত্রে রাষ্ট্রপতি ভবনের তরফে দ্রৌপদী মুর্মুকে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ বলে উল্লেখ করা হয় ৷ এতদিন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লেখা হত ৷

এই নিয়ে বিরোধীরা হইচই শুরু করে ৷ তাদের দাবি, সংবিধানের প্রস্তাবনা (প্রিঅ্যাম্বল)-এ ‘উই দ্য পিপল অফ ইন্ডিয়া’ লেখা আছে ৷ তাই সরকারিভাবে দেশের নাম ইন্ডিয়া ৷ বিজেপি সেই নাম বদলাতে চাইছে ৷ কোনও কোনও মহল থেকে দাবি করা হয়, আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদে যে বিশেষ অধিবেশন বসতে চলেছে, সেখানে নাম বদলের বিষয়টি মোদি সরকার পাশ করাতে পারে ৷ বিরোধীদের অভিযোগ, যেহেতু তারা ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে ৷ তাই ভয় পেয়ে বিজেপি দেশের নাম বদলাতে চাইছে ৷

আরও পড়ুন: ভারতের সভাপতিত্বে স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

বিজেপির তরফে পালটা ভারত নামের স্বপক্ষে একাধিক যুক্তি সাজানো হয়েছে ৷ কিন্তু শনিবার জি20-র মঞ্চে দেশের নাম ভারত হিসেবে তুলে ধরায় বিশেষজ্ঞরা মনে করছেন যে এখন থেকে কেন্দ্রের মোদি সরকার বিশ্বের কাছে দেশকে ভারত হিসেবেই পরিচিত করতে চাইছে ৷

Last Updated : Sep 9, 2023, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.