ETV Bharat / bharat

আজ 4 রাজ্য, 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ; বাংলা-সহ 4 ভাষায় টুইট মোদির

author img

By

Published : Apr 6, 2021, 8:17 AM IST

Updated : Apr 6, 2021, 8:26 AM IST

আজ 4 রাজ্য ও একটি 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ ৷ মানুষকে ভোটদানের আর্জি জানিয়ে বাংলা-সহ 4 ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Narendra Modi's Appeal In Four Languages As 4 States including bengal and 1 Union Territory Vote Today
আজ 4 রাজ্য 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট, বাংলা-সহ 4 ভাষায় টুইট মোদির

নয়াদিল্লি, 6 এপ্রিল: চার রাজ্যে আজ ভোট ৷ চারটি ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সক্কাল সক্কাল তিনি বাংলা, মালায়লম, তামিল ও ইংরেজিতে টুইট করে মানুষের কাছে ভোটদানের আবেদন জানিয়েছেন তিনি ৷ আজ ভোট রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ৷

আজ বাংলায় তৃতীয় দফার এবং অসমে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ ৷ সকালে টুইট করে মোদি বাংলার জনগণের উদ্দেশে লিখেছেন, "পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !" তাঁর বাকি তিন ভাষায় টুইটের বয়ানও প্রায় এক ৷

  • পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !

    — Narendra Modi (@narendramodi) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট দেবেন 20 কোটিরও বেশি মানুষ ৷ বাংলা ও অসম ছাড়া বাকি তিনটি জায়গায় আজ প্রথম দফার ভোটগ্রহণ ৷ বাংলায় আজ ভোট হচ্ছে 31টি আসনে ৷ অসমে শেষ দফায় 40টি আসনে ভোট হচ্ছে ৷

তামিলনাড়ুতে আজ একটি দফাতেই ভোট হচ্ছে 234টি আসনে ৷ শাসক দল এআইএডিএমকে লড়ছে 191টি আসনে ৷ শরিক পিএমকে-কে 23টি ও বিজেপিকে মাত্র 20টি আসন ছেড়েছে তারা ৷

অপরদিকে, 188টি আসনে লড়ছে ডিএমকে ৷ তারা শরিক কংগ্রেসকে ছেড়েছে 25টি আসন ৷ এক দফার ভোট কেরালাতেও ৷ 140টি আসনের মধ্যে শাসক সিপিএম লড়ছে 77টি আসনে, শরিক সিপিআই লড়ছে 211 আসনে ৷ এছাড়াও রয়েছে জেডিএস ও এনসিপি-র মতো ছোট কয়েকটি শরিক ৷ ইউডিএফ-এর কংগ্রেস লড়ছে 932টি আসনে ৷ বিজেপি লড়ছে 113টি আসনে ৷

বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি থাকা পুদুচেরিতে 30টি আসনের মধ্যে 14টিতে লড়ছে কংগ্রেস ও তাদের শরিক ডিএমকে লড়ছে 13টি আসনে ৷ এ ছাড়াও তাদের ছোট কয়েকটি শরিক রয়েছে ৷ আর বিজেপি লড়ছে 9টি আসনে, বাকি আসনে লড়ছে তাদের শরিক এআইএডিএমকে ৷

নয়াদিল্লি, 6 এপ্রিল: চার রাজ্যে আজ ভোট ৷ চারটি ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সক্কাল সক্কাল তিনি বাংলা, মালায়লম, তামিল ও ইংরেজিতে টুইট করে মানুষের কাছে ভোটদানের আবেদন জানিয়েছেন তিনি ৷ আজ ভোট রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ৷

আজ বাংলায় তৃতীয় দফার এবং অসমে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ ৷ সকালে টুইট করে মোদি বাংলার জনগণের উদ্দেশে লিখেছেন, "পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !" তাঁর বাকি তিন ভাষায় টুইটের বয়ানও প্রায় এক ৷

  • পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !

    — Narendra Modi (@narendramodi) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট দেবেন 20 কোটিরও বেশি মানুষ ৷ বাংলা ও অসম ছাড়া বাকি তিনটি জায়গায় আজ প্রথম দফার ভোটগ্রহণ ৷ বাংলায় আজ ভোট হচ্ছে 31টি আসনে ৷ অসমে শেষ দফায় 40টি আসনে ভোট হচ্ছে ৷

তামিলনাড়ুতে আজ একটি দফাতেই ভোট হচ্ছে 234টি আসনে ৷ শাসক দল এআইএডিএমকে লড়ছে 191টি আসনে ৷ শরিক পিএমকে-কে 23টি ও বিজেপিকে মাত্র 20টি আসন ছেড়েছে তারা ৷

অপরদিকে, 188টি আসনে লড়ছে ডিএমকে ৷ তারা শরিক কংগ্রেসকে ছেড়েছে 25টি আসন ৷ এক দফার ভোট কেরালাতেও ৷ 140টি আসনের মধ্যে শাসক সিপিএম লড়ছে 77টি আসনে, শরিক সিপিআই লড়ছে 211 আসনে ৷ এছাড়াও রয়েছে জেডিএস ও এনসিপি-র মতো ছোট কয়েকটি শরিক ৷ ইউডিএফ-এর কংগ্রেস লড়ছে 932টি আসনে ৷ বিজেপি লড়ছে 113টি আসনে ৷

বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি থাকা পুদুচেরিতে 30টি আসনের মধ্যে 14টিতে লড়ছে কংগ্রেস ও তাদের শরিক ডিএমকে লড়ছে 13টি আসনে ৷ এ ছাড়াও তাদের ছোট কয়েকটি শরিক রয়েছে ৷ আর বিজেপি লড়ছে 9টি আসনে, বাকি আসনে লড়ছে তাদের শরিক এআইএডিএমকে ৷

Last Updated : Apr 6, 2021, 8:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.