ETV Bharat / bharat

PM Modi on Quit India: বিরোধীদের বিঁধে ভারত ছাড়ো আন্দোলন নিয়ে টুইট প্রধানমন্ত্রী মোদির - Mahatma Gandhi

আজ ভারত ছাড়ো আন্দোলনের 81 বছর পূর্তি ৷ মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি ইন্ডিয়া জোটকেও ঘুরপথে কটাক্ষ করলেন তিনি ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 9, 2023, 12:19 PM IST

Updated : Aug 9, 2023, 12:31 PM IST

নয়াদিল্লি, 9 অগস্ট: আজকের দিনে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধি ৷ এই দিনটির স্মরণে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে সব দেশপ্রেমী এই ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানান তিনি ৷ প্রধানমন্ত্রী লেখেন, "মহাত্মা গান্ধিজির নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল ৷ ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে ভারত ছাড়ো আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ৷" 1942 সালের আন্দোলনের সঙ্গে আজকের ভারতের তুলনা টেনে তিনি লেখেন, "আজ, ভারতে একটাই আওয়াজ ৷ দুর্নীতি কুইট ইন্ডিয়া ৷ পরিবারবাদ কুইট ইন্ডিয়া ৷ তোষণের রাজনীতি কুইট ইন্ডিয়া ৷"

  • Tributes to the greats who took part in the Quit India Movement. Under the leadership of Gandhi Ji, this Movement played a major role in freeing India from colonial rule. Today, India is saying in one voice:

    Corruption Quit India.

    Dynasty Quit India.

    Appeasement Quit India. pic.twitter.com/w6acXBoNq1

    — Narendra Modi (@narendramodi) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে 6 অগস্ট 508টি রেল স্টেশনের সংস্কারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় এই একই কথা শোনা গিয়েছিল ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, তিনি ঘুরপথে বিরোধী ইন্ডিয়া জোটকেই আক্রমণ করেছিলেন ৷ এদিকে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিবৃতি চেয়ে আসছে ইন্ডিয়া জোট-সহ অন্য বিরোধী দলগুলিও ৷ পাশাপাশি এই প্রশ্নেই লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীদের । তার আগে আবারও এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।

  • VIDEO | BJP MPs hold demonstration with 'corruption quit India', 'family rule quit India' and 'appeasement quit India' placards in Parliament premises. pic.twitter.com/zWnTybJapR

    — Press Trust of India (@PTI_News) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সংসদ চত্বরে গান্ধি মূর্তিতে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্য দলগুলির সাংসদরা শ্রদ্ধা জানান ৷ অন্যদিকে, বিজেপি সাংসদরাও মহাত্মা গান্ধির মূর্তির সামনে জমায়েত করেন ৷ তাঁদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, 'করাপশন কুইট ইন্ডিয়া', 'ডাইনাস্টিক পলিটিক্সি কুইট ইন্ডিয়া', 'অ্যাপিজমেন্ট কুইট ইন্ডিয়া' ৷ বিজেপি সাংসদরা স্লোগান দিতে থাকেন, ভ্রষ্টাচার ভারত ছাড়ো, পরিবারবাদ ভারত ছোড়ো, তোষণ ভারত ছোড়ো ৷

কুইট ইন্ডিয়া প্রসঙ্গে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "আজ ভারত অমৃত কালে প্রবেশ করল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কথা বলেছেন ৷ দেশে পরিবারের রাজনীতি চলছে ৷ দুর্নীতির বাজে গন্ধ ছড়াচ্ছে ৷ তোষণের রাজনীতি করা হচ্ছে ৷ এই তিনটি বিষয়ে কুইট ইন্ডিয়া বলেছেন তিনি ৷"

আরও পড়ুন: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির

নয়াদিল্লি, 9 অগস্ট: আজকের দিনে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধি ৷ এই দিনটির স্মরণে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে সব দেশপ্রেমী এই ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানান তিনি ৷ প্রধানমন্ত্রী লেখেন, "মহাত্মা গান্ধিজির নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল ৷ ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে ভারত ছাড়ো আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ৷" 1942 সালের আন্দোলনের সঙ্গে আজকের ভারতের তুলনা টেনে তিনি লেখেন, "আজ, ভারতে একটাই আওয়াজ ৷ দুর্নীতি কুইট ইন্ডিয়া ৷ পরিবারবাদ কুইট ইন্ডিয়া ৷ তোষণের রাজনীতি কুইট ইন্ডিয়া ৷"

  • Tributes to the greats who took part in the Quit India Movement. Under the leadership of Gandhi Ji, this Movement played a major role in freeing India from colonial rule. Today, India is saying in one voice:

    Corruption Quit India.

    Dynasty Quit India.

    Appeasement Quit India. pic.twitter.com/w6acXBoNq1

    — Narendra Modi (@narendramodi) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে 6 অগস্ট 508টি রেল স্টেশনের সংস্কারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় এই একই কথা শোনা গিয়েছিল ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, তিনি ঘুরপথে বিরোধী ইন্ডিয়া জোটকেই আক্রমণ করেছিলেন ৷ এদিকে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিবৃতি চেয়ে আসছে ইন্ডিয়া জোট-সহ অন্য বিরোধী দলগুলিও ৷ পাশাপাশি এই প্রশ্নেই লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীদের । তার আগে আবারও এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।

  • VIDEO | BJP MPs hold demonstration with 'corruption quit India', 'family rule quit India' and 'appeasement quit India' placards in Parliament premises. pic.twitter.com/zWnTybJapR

    — Press Trust of India (@PTI_News) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সংসদ চত্বরে গান্ধি মূর্তিতে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্য দলগুলির সাংসদরা শ্রদ্ধা জানান ৷ অন্যদিকে, বিজেপি সাংসদরাও মহাত্মা গান্ধির মূর্তির সামনে জমায়েত করেন ৷ তাঁদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, 'করাপশন কুইট ইন্ডিয়া', 'ডাইনাস্টিক পলিটিক্সি কুইট ইন্ডিয়া', 'অ্যাপিজমেন্ট কুইট ইন্ডিয়া' ৷ বিজেপি সাংসদরা স্লোগান দিতে থাকেন, ভ্রষ্টাচার ভারত ছাড়ো, পরিবারবাদ ভারত ছোড়ো, তোষণ ভারত ছোড়ো ৷

কুইট ইন্ডিয়া প্রসঙ্গে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "আজ ভারত অমৃত কালে প্রবেশ করল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কথা বলেছেন ৷ দেশে পরিবারের রাজনীতি চলছে ৷ দুর্নীতির বাজে গন্ধ ছড়াচ্ছে ৷ তোষণের রাজনীতি করা হচ্ছে ৷ এই তিনটি বিষয়ে কুইট ইন্ডিয়া বলেছেন তিনি ৷"

আরও পড়ুন: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির

Last Updated : Aug 9, 2023, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.