ETV Bharat / bharat

Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-শাহের - লতা মঙ্গেশকরের জন্মদিন

আজ প্রবীণ গায়িকা লতা মঙ্গেশকর 92তম জন্মদিন ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, জলশক্তিমন্ত্রী ৷

লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকর
author img

By

Published : Sep 28, 2021, 10:51 AM IST

নয়া দিল্লি, 28 সেপ্টেম্বর : আজ লতা মঙ্গেশকরের 92 তম (Lata Mangeshkar) জন্মদিন ৷ 1929 সালে আজকের দিনে বর্তমান মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে আবেগ ভরা টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • Birthday greetings to respected Lata Didi. Her melodious voice reverberates across the world. She is respected for her humility & passion towards Indian culture. Personally, her blessings are a source of great strength. I pray for Lata Didi’s long & healthy life. @mangeshkarlata

    — Narendra Modi (@narendramodi) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে গায়িকাকে দিদি সম্বোধন করে মোদি লেখেন, "লতাদিদিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তাঁর সুমধুর কণ্ঠ সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে ৷ ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর বিনম্রতা আর অনুরাগের জন্য তিনি সম্মানিত ৷ ব্যক্তিগতভাবে বলি, তাঁর আশীর্বাদ একটা শক্তির উৎস ৷ আমি লতাদিদির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি ৷"

  • सादगी व सौम्यता की प्रतिमूर्ति स्वर कोकिला आदरणीय @mangeshkarlata दीदी को जन्मदिन की शुभकामनाएं प्रेषित करता हूँ।

    लता दीदी ने अपनी मधुर आवाज से भारतीय संगीत को पूरे विश्व में गुंजायमान किया है।

    आप सदैव स्वस्थ रहें व दीर्घायु हों ऐसी ईश्वर से प्रार्थना करता हूँ।

    — Amit Shah (@AmitShah) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "সৌম্যতার প্রতিমূর্তি কোকিলকণ্ঠী আদরণীয় দিদির জন্মদিনের শুভকামনা জানাই ৷ লতাদিদি নিজের সুরেলা গলায় ভারতীয় সঙ্গীতের গুঞ্জন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ৷ আপনি সবসময় সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন ৷ ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ৷"

  • अपने दिव्य और मधुर स्वर तथा अलौकिक व्यक्तित्व से प्रत्येक हृदय में अमिट स्थान बनाने वाली, आदरणीय दीदी @mangeshkarlata जी को जन्मदिन की हार्दिक बधाई!

    आप स्वस्थ रहें, दीर्घायु हों और आपकी स्नेहिल छाया हम सब पर सदैव बनी रहे, शुभकामनाएं!

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "আদরণীয় দিদি, আপনার মধুর স্বর, তথা অলৌকিক ব্যক্তিত্বে আপনি প্রত্যেকের হৃদয়ে অমর হয়ে রয়েছেন ৷ আপনার জন্মদিনে হার্দিক অভিনন্দন ! আপনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন ৷ আর আমাদের সবার উপর আপনার স্নেহময় ছায়া থাকুক সব সময়, শুভকামনা রইল ৷"

  • For almost three generations now, music means Lata Ji, melody means Lata Ji.

    Wishing a very Happy Birthday to Sh. @mangeshkarlata ji - an embodiment of Ma Saraswati herself.

    Prayers for your long life and great health.

    — Gajendra Singh Shekhawat (@gssjodhpur) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) ৷ টুইটে তিনি লিখেছেন, "প্রায় 3 প্রজন্ম ধরে আর এখনও পর্যন্ত, সঙ্গীত মানে লতাজি, সুর মানে লতাজি ৷ লতাজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷ আপনি স্বয়ং মা সরস্বতীর প্রতিমূর্তি ৷ আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি ৷"

নয়া দিল্লি, 28 সেপ্টেম্বর : আজ লতা মঙ্গেশকরের 92 তম (Lata Mangeshkar) জন্মদিন ৷ 1929 সালে আজকের দিনে বর্তমান মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে আবেগ ভরা টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • Birthday greetings to respected Lata Didi. Her melodious voice reverberates across the world. She is respected for her humility & passion towards Indian culture. Personally, her blessings are a source of great strength. I pray for Lata Didi’s long & healthy life. @mangeshkarlata

    — Narendra Modi (@narendramodi) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে গায়িকাকে দিদি সম্বোধন করে মোদি লেখেন, "লতাদিদিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তাঁর সুমধুর কণ্ঠ সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে ৷ ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর বিনম্রতা আর অনুরাগের জন্য তিনি সম্মানিত ৷ ব্যক্তিগতভাবে বলি, তাঁর আশীর্বাদ একটা শক্তির উৎস ৷ আমি লতাদিদির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি ৷"

  • सादगी व सौम्यता की प्रतिमूर्ति स्वर कोकिला आदरणीय @mangeshkarlata दीदी को जन्मदिन की शुभकामनाएं प्रेषित करता हूँ।

    लता दीदी ने अपनी मधुर आवाज से भारतीय संगीत को पूरे विश्व में गुंजायमान किया है।

    आप सदैव स्वस्थ रहें व दीर्घायु हों ऐसी ईश्वर से प्रार्थना करता हूँ।

    — Amit Shah (@AmitShah) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "সৌম্যতার প্রতিমূর্তি কোকিলকণ্ঠী আদরণীয় দিদির জন্মদিনের শুভকামনা জানাই ৷ লতাদিদি নিজের সুরেলা গলায় ভারতীয় সঙ্গীতের গুঞ্জন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ৷ আপনি সবসময় সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন ৷ ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ৷"

  • अपने दिव्य और मधुर स्वर तथा अलौकिक व्यक्तित्व से प्रत्येक हृदय में अमिट स्थान बनाने वाली, आदरणीय दीदी @mangeshkarlata जी को जन्मदिन की हार्दिक बधाई!

    आप स्वस्थ रहें, दीर्घायु हों और आपकी स्नेहिल छाया हम सब पर सदैव बनी रहे, शुभकामनाएं!

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "আদরণীয় দিদি, আপনার মধুর স্বর, তথা অলৌকিক ব্যক্তিত্বে আপনি প্রত্যেকের হৃদয়ে অমর হয়ে রয়েছেন ৷ আপনার জন্মদিনে হার্দিক অভিনন্দন ! আপনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন ৷ আর আমাদের সবার উপর আপনার স্নেহময় ছায়া থাকুক সব সময়, শুভকামনা রইল ৷"

  • For almost three generations now, music means Lata Ji, melody means Lata Ji.

    Wishing a very Happy Birthday to Sh. @mangeshkarlata ji - an embodiment of Ma Saraswati herself.

    Prayers for your long life and great health.

    — Gajendra Singh Shekhawat (@gssjodhpur) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) ৷ টুইটে তিনি লিখেছেন, "প্রায় 3 প্রজন্ম ধরে আর এখনও পর্যন্ত, সঙ্গীত মানে লতাজি, সুর মানে লতাজি ৷ লতাজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷ আপনি স্বয়ং মা সরস্বতীর প্রতিমূর্তি ৷ আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.