ETV Bharat / bharat

মোদির হাতে শুক্রবার ভারতের দীর্ঘতম সমুদ্র ব্রিজ অটল সেতুর উদ্বোধন, দেখুন ভিডিয়ো - অটল সেতু

Atal Setu: অটল সেতু, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু ৷ শুক্রবার সেটির উদ্বোধন হবে ৷ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Atal Setu
Atal Setu
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 8:41 PM IST

Updated : Jan 12, 2024, 8:30 AM IST

তৈরি দেশের দীর্ঘতম সমুদ্র ব্রিজ অটল সেতু

মুম্বই, 11 জানুয়ারি: অটল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার ভারতের দীর্ঘতম এই সমুদ্র সেতুর উদ্বোধন করবেন তিনি ৷ 22 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি যুক্ত করবে শিবদি ও নাভাশেভাকে ৷ এই সেতু চালু হয়ে গেলে মুম্বই থেকে নাভাশেভা যাঁরা যান, তাঁদের অনেক সুবিধা হবে ৷ কারণ, এখন মুম্বই থেকে নাভাশেভা যেতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে ৷ এই সেতু দিয়ে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট ৷ এতে যে সাধারণ যাতায়াতকারীদের অনেক সুবিধা হবে সেকথা ইতিমধ্যেই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷

এই মুম্বই ট্রান্স হারবার সিওয়ে-র মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার স্থলভাগে রয়েছে ৷ বাকিটা সমুদ্রের উপর ৷ তাই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকেও এই প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ ৷ 17টা আইফেল টাওয়ার ও 550টি বোয়িং বিমান তৈরি করতে যা লোহার প্রয়োজন তার সম পরিমাণ লোহা দিয়ে তৈরি হয়েছে এই সেতু ৷ খরচ হয়েছে 18 হাজার কোটি টাকা ৷ ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু হলেও বিশ্বে দৈর্ঘ্যের নিরিখে এর স্থান হতে চলেছে দ্বাদশ ৷

এই সেতু দু’টি বিখ্যাত বন্দর, মুম্বই পোর্ট ও জওহরলাল নেহরু পোর্টকে সংযুক্ত করবে ৷ এই সেতুর মাধ্যমে সংযুক্ত হবে মুম্বই, নভি মুম্বই, রায়গড়, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে ও মুম্বই-গোয়া হাইওয়ে ৷ সাত বছর সময় লেগেছে এই সেতুটি তৈরি করতে ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, এই সেতু মুম্বইয়ের জন্য সবচেয়ে বড় 'গেম চেঞ্জার' হতে চলেছে ৷

তিনি আরও জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সেতু নির্মাণে ৷ পুরো প্রকল্পটি পরিবেশ বান্ধব ৷ প্রকল্প নির্মাণের সময় পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়েছিল ৷ যত স্টিল এখানে ব্যবহার করা হয়েছে, সেই পরিমাণ স্টিল দিয়ে চারটে হাওড়া ব্রিজ তৈরি হয়ে যাবে ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সেতুর উদ্বোধন করবেন বলে একনাথ শিন্ডে জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. সবরমতীতে চোখ ধাঁধানো অটল সেতু, আমেদাবাদে আজ উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
  2. আগামী 25 বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী মোদি
  3. 2047 এর মধ্যে ভারতের 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার পথে কেউ বাধা হতে পারবে না, মত আম্বানির

তৈরি দেশের দীর্ঘতম সমুদ্র ব্রিজ অটল সেতু

মুম্বই, 11 জানুয়ারি: অটল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার ভারতের দীর্ঘতম এই সমুদ্র সেতুর উদ্বোধন করবেন তিনি ৷ 22 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি যুক্ত করবে শিবদি ও নাভাশেভাকে ৷ এই সেতু চালু হয়ে গেলে মুম্বই থেকে নাভাশেভা যাঁরা যান, তাঁদের অনেক সুবিধা হবে ৷ কারণ, এখন মুম্বই থেকে নাভাশেভা যেতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে ৷ এই সেতু দিয়ে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট ৷ এতে যে সাধারণ যাতায়াতকারীদের অনেক সুবিধা হবে সেকথা ইতিমধ্যেই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷

এই মুম্বই ট্রান্স হারবার সিওয়ে-র মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার স্থলভাগে রয়েছে ৷ বাকিটা সমুদ্রের উপর ৷ তাই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকেও এই প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ ৷ 17টা আইফেল টাওয়ার ও 550টি বোয়িং বিমান তৈরি করতে যা লোহার প্রয়োজন তার সম পরিমাণ লোহা দিয়ে তৈরি হয়েছে এই সেতু ৷ খরচ হয়েছে 18 হাজার কোটি টাকা ৷ ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু হলেও বিশ্বে দৈর্ঘ্যের নিরিখে এর স্থান হতে চলেছে দ্বাদশ ৷

এই সেতু দু’টি বিখ্যাত বন্দর, মুম্বই পোর্ট ও জওহরলাল নেহরু পোর্টকে সংযুক্ত করবে ৷ এই সেতুর মাধ্যমে সংযুক্ত হবে মুম্বই, নভি মুম্বই, রায়গড়, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে ও মুম্বই-গোয়া হাইওয়ে ৷ সাত বছর সময় লেগেছে এই সেতুটি তৈরি করতে ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, এই সেতু মুম্বইয়ের জন্য সবচেয়ে বড় 'গেম চেঞ্জার' হতে চলেছে ৷

তিনি আরও জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সেতু নির্মাণে ৷ পুরো প্রকল্পটি পরিবেশ বান্ধব ৷ প্রকল্প নির্মাণের সময় পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়েছিল ৷ যত স্টিল এখানে ব্যবহার করা হয়েছে, সেই পরিমাণ স্টিল দিয়ে চারটে হাওড়া ব্রিজ তৈরি হয়ে যাবে ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সেতুর উদ্বোধন করবেন বলে একনাথ শিন্ডে জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. সবরমতীতে চোখ ধাঁধানো অটল সেতু, আমেদাবাদে আজ উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
  2. আগামী 25 বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী মোদি
  3. 2047 এর মধ্যে ভারতের 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার পথে কেউ বাধা হতে পারবে না, মত আম্বানির
Last Updated : Jan 12, 2024, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.