মুম্বই, 11 জানুয়ারি: অটল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার ভারতের দীর্ঘতম এই সমুদ্র সেতুর উদ্বোধন করবেন তিনি ৷ 22 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি যুক্ত করবে শিবদি ও নাভাশেভাকে ৷ এই সেতু চালু হয়ে গেলে মুম্বই থেকে নাভাশেভা যাঁরা যান, তাঁদের অনেক সুবিধা হবে ৷ কারণ, এখন মুম্বই থেকে নাভাশেভা যেতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে ৷ এই সেতু দিয়ে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট ৷ এতে যে সাধারণ যাতায়াতকারীদের অনেক সুবিধা হবে সেকথা ইতিমধ্যেই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷
এই মুম্বই ট্রান্স হারবার সিওয়ে-র মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার স্থলভাগে রয়েছে ৷ বাকিটা সমুদ্রের উপর ৷ তাই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকেও এই প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ ৷ 17টা আইফেল টাওয়ার ও 550টি বোয়িং বিমান তৈরি করতে যা লোহার প্রয়োজন তার সম পরিমাণ লোহা দিয়ে তৈরি হয়েছে এই সেতু ৷ খরচ হয়েছে 18 হাজার কোটি টাকা ৷ ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু হলেও বিশ্বে দৈর্ঘ্যের নিরিখে এর স্থান হতে চলেছে দ্বাদশ ৷
এই সেতু দু’টি বিখ্যাত বন্দর, মুম্বই পোর্ট ও জওহরলাল নেহরু পোর্টকে সংযুক্ত করবে ৷ এই সেতুর মাধ্যমে সংযুক্ত হবে মুম্বই, নভি মুম্বই, রায়গড়, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে ও মুম্বই-গোয়া হাইওয়ে ৷ সাত বছর সময় লেগেছে এই সেতুটি তৈরি করতে ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, এই সেতু মুম্বইয়ের জন্য সবচেয়ে বড় 'গেম চেঞ্জার' হতে চলেছে ৷
তিনি আরও জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সেতু নির্মাণে ৷ পুরো প্রকল্পটি পরিবেশ বান্ধব ৷ প্রকল্প নির্মাণের সময় পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়েছিল ৷ যত স্টিল এখানে ব্যবহার করা হয়েছে, সেই পরিমাণ স্টিল দিয়ে চারটে হাওড়া ব্রিজ তৈরি হয়ে যাবে ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সেতুর উদ্বোধন করবেন বলে একনাথ শিন্ডে জানিয়েছেন ৷
আরও পড়ুন: