ETV Bharat / bharat

বড়দিনে কিষান সম্মান নিধির পরবর্তী কিস্তির ঘোষণা প্রধানমন্ত্রীর - কিষান সম্মান নিধির পরবর্তী কিস্তি

বড়দিনের আবহে বেলা 12টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সে কৃষকদের উদ্দেশ্যে ভাষণে নতুন কিস্তির বরাদ্দ ঘোষণা করবেন নরেন্দ্র মোদি ৷ যে ভাষণের প্রচারে দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে পালটা কৃষক জমায়েতে করতে চলেছে দল বিজেপি ৷

PM to release PM-KISAN instalment worth Rs 18K cr today
PM to release PM-KISAN instalment worth Rs 18K cr today
author img

By

Published : Dec 25, 2020, 8:33 AM IST

Updated : Dec 25, 2020, 8:36 PM IST

দিল্লি, 25 ডিসেম্বর : নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলনে উত্তপ্ত দেশ ৷ এর মধ্যেই আজ পিএম কিষান সম্মান নিধির পরবর্তী কিস্তির বরাদ্দ 18 হাজার কোটি টাকার কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বড়দিনে কৃষকদের উদ্দেশ্যে এই ঘোষণা করবেন তিনি ৷ যে ভাষণের প্রচারে দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে পালটা কৃষক জমায়েত করতে চলেছে বিজেপি ৷

আজ বড়দিন উৎসবের আবহে বেলা 12টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সে নিজের ভাষণে নতুন কিস্তির বরাদ্দ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, যেদিন সিঙ্ঘু সীমান্তের কৃষকদের আন্দোলন 30 দিনে পড়বে ৷ উল্লেখ্য, এটি পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের 7ম কিস্তি, যার সুবিধা পাবেন দেশের সমস্ত কৃষক ৷

আরও পড়ুন: কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে, প্রধানমন্ত্রীর নিশানায় বিরোধীরা

প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, 18 হাজার কোটি টাকারও বেশি অনুদান পাবে দেশের 9 কোটি কৃষক পরিবার ৷ বরাদ্দ ঘোষণা ছাড়াও ভিডিয়ো কনফারেন্সে 6টি রাজ্যের কৃষকদের সঙ্গে তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি কথা বলবেন নরেন্দ্র মোদি ৷ শুক্রবারের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারও ৷

আরও পড়ুন: "সংস্কারে উপকৃত হচ্ছেন কৃষকরা", বাণিজ্যিক সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী

এদিকে মোদির ভাষণকে কেন্দ্র করে পালটা কৃষক জমায়েত চাইছে বিজেপি ৷ প্রতিটি ব্লকে কৃষক, আমজনতাকে জমা করে বড় স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা প্রচারের পরিকল্পনা করা হয়েছে ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ থাকবেন দক্ষিণ দিল্লির মেহরৌলির কিষানগড় গোশালার জমায়েতে । দিল্লির নজফগড়ের কাকরোলায় থাকবেন রাজনাথ সিংহ । শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী নন, বিজেপির সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিদের কাছে নির্দেশ গিয়েছে, বড়দিনে কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা শুনতে কোনও না-কোনও জমায়েতে উপস্থিত থাকতেই হবে ।

দিল্লি, 25 ডিসেম্বর : নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলনে উত্তপ্ত দেশ ৷ এর মধ্যেই আজ পিএম কিষান সম্মান নিধির পরবর্তী কিস্তির বরাদ্দ 18 হাজার কোটি টাকার কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বড়দিনে কৃষকদের উদ্দেশ্যে এই ঘোষণা করবেন তিনি ৷ যে ভাষণের প্রচারে দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে পালটা কৃষক জমায়েত করতে চলেছে বিজেপি ৷

আজ বড়দিন উৎসবের আবহে বেলা 12টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সে নিজের ভাষণে নতুন কিস্তির বরাদ্দ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, যেদিন সিঙ্ঘু সীমান্তের কৃষকদের আন্দোলন 30 দিনে পড়বে ৷ উল্লেখ্য, এটি পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের 7ম কিস্তি, যার সুবিধা পাবেন দেশের সমস্ত কৃষক ৷

আরও পড়ুন: কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে, প্রধানমন্ত্রীর নিশানায় বিরোধীরা

প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, 18 হাজার কোটি টাকারও বেশি অনুদান পাবে দেশের 9 কোটি কৃষক পরিবার ৷ বরাদ্দ ঘোষণা ছাড়াও ভিডিয়ো কনফারেন্সে 6টি রাজ্যের কৃষকদের সঙ্গে তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি কথা বলবেন নরেন্দ্র মোদি ৷ শুক্রবারের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারও ৷

আরও পড়ুন: "সংস্কারে উপকৃত হচ্ছেন কৃষকরা", বাণিজ্যিক সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী

এদিকে মোদির ভাষণকে কেন্দ্র করে পালটা কৃষক জমায়েত চাইছে বিজেপি ৷ প্রতিটি ব্লকে কৃষক, আমজনতাকে জমা করে বড় স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা প্রচারের পরিকল্পনা করা হয়েছে ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ থাকবেন দক্ষিণ দিল্লির মেহরৌলির কিষানগড় গোশালার জমায়েতে । দিল্লির নজফগড়ের কাকরোলায় থাকবেন রাজনাথ সিংহ । শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী নন, বিজেপির সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিদের কাছে নির্দেশ গিয়েছে, বড়দিনে কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা শুনতে কোনও না-কোনও জমায়েতে উপস্থিত থাকতেই হবে ।

Last Updated : Dec 25, 2020, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.