নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: ন'টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের 11টি রাজ্যের বিভিন্ন তীর্থস্থান-সহ পর্যটনস্থলগুলির মধ্যে দিয়ে যাবে বন্দেভারত এক্সপ্রেসগুলি ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গ-সহ রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, কেরল, ওড়িশা, ঝাড়খণ্ড, গুজরাতের পর্যটনস্থলগুলিকে জুড়বে বন্দে ভারত ৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমরা জানি, বিগত বছরগুলিতে বহু স্টেশনের কোনও উন্নয়ন হয়নি ৷ এর কাজ চলছে ৷ আজাদি কা অমৃত কালে যে স্টেশনগুলির উন্নয়ন হবে, তাদের নাম অমৃত ভারত স্টেশন রাখা হবে ৷" এ নিয়ে সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) একটি পোস্ট করেছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি বন্দেভারত এক্সপ্রেসের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷
-
9 more Vande Bharats… in few hours. pic.twitter.com/IvU5daCTBD
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">9 more Vande Bharats… in few hours. pic.twitter.com/IvU5daCTBD
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 24, 20239 more Vande Bharats… in few hours. pic.twitter.com/IvU5daCTBD
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 24, 2023
রবিবার দুপুর 12.30 মিনিটে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই সেমিহাইস্পিড বন্দেভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ন'টি বন্দেভারত এক্সপ্রেসের মধ্যে রয়েছে রাঁচি-হাওড়া, পটনা-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস ৷ বাকি- উদয়পুর-জয়পুর, তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই, হায়দরাবাদ-বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া-রেনিগুনটা-চেন্নাই, কাসারগড়-তিরুবনন্তপুরম, রৌরকেল্লা-ভুবনেশ্বর পুরী, এবং জামনগর-আমেদাবাদ ৷
একটি বিবৃতিতে রেল জানিয়েছে, এই ট্রেনগুলিতে বিশ্বমানের পরিষেবা পাবেন যাত্রীরা ৷ এই ট্রেনগুলি দ্রুত গতিতে গন্তব্য়ে পৌঁছে দেবে ৷ তাই কম সময় লাগবে ৷ যেমন রৌরকেল্লা-ভুবনেশ্বর পুরী এবং কাসারগড়-তিরুবনন্তপুরম বন্দেভারত এক্সপ্রেসে সংশ্লিষ্ট গন্তব্যে যাতায়াতে তিন ঘণ্টা কম সময় লাগবে ৷ হায়দরাবাদ আর বেঙ্গালুরুর মধ্যে আড়াই ঘণ্টা এবং তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাইতেও প্রায় আড়াই ঘণ্টা কম সময়ে যাতায়াত করা যাবে ৷
-
#WATCH | Prime Minister Narendra Modi virtually flags off nine Vande Bharat Express trains, to help improve connectivity across 11 states namely Rajasthan, Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Karnataka, Bihar, West Bengal, Kerala, Odisha, Jharkhand and Gujarat. pic.twitter.com/3R3XpUhEVQ
— ANI (@ANI) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Prime Minister Narendra Modi virtually flags off nine Vande Bharat Express trains, to help improve connectivity across 11 states namely Rajasthan, Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Karnataka, Bihar, West Bengal, Kerala, Odisha, Jharkhand and Gujarat. pic.twitter.com/3R3XpUhEVQ
— ANI (@ANI) September 24, 2023#WATCH | Prime Minister Narendra Modi virtually flags off nine Vande Bharat Express trains, to help improve connectivity across 11 states namely Rajasthan, Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Karnataka, Bihar, West Bengal, Kerala, Odisha, Jharkhand and Gujarat. pic.twitter.com/3R3XpUhEVQ
— ANI (@ANI) September 24, 2023
রাঁচি থেকে হাওড়া এবং পটনা থেকে হাওড়া যাতায়াতে বন্দেভারত এক্সপ্রেসের ক্ষেত্রে 60 মিনিট কম সময় লাগবে ৷ সর্বোচ্চ 160 কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ছুটতে পারে বন্দেভারত ৷ রাজস্থানের উদয়পুর-জয়পুরেও বন্দেভারতে আধ ঘণ্টা কম সময়ে যাতায়াত করা যাবে ৷ রৌরকেল্লা-ভুবনেশ্বর পুরী এবং তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই এক্সপ্রেসের মাধ্যমে তীর্থক্ষেত্র পুরী ও মাদুরাই পৌঁছনো সহজ হবে ৷ বিজয়ওয়াড়া বন্দেভারত এক্সপ্রেসে পর্যটকরা তিরুপতিতে যেতে পারবেন ৷ এই ট্রেনগুলিতে কবচ প্রযুক্তি রয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক ৷
আরও পড়ুন: গুয়াহাটিগামী বন্দেভারত দাঁড়াবে নিউ কোচবিহার স্টেশনেও, নয়া টাইম টেবিল ঘোষণা