ETV Bharat / bharat

Covid Vaccination : বাড়ি বাড়ি টিকাকরণে জোর দিতে পরামর্শ মোদির - Narendra Modi

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানেই তিনি পরামর্শ দেন এখন বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা দেওয়ার কাজ করতে হবে ৷ প্রয়োজনে ধর্মগুরুদের সাহায্য নিতে হবে ৷

pm narendra modi urges for door to door covid vaccination
Covid Vaccination : বাড়ি বাড়ি টিকাকরণে জোর দিতে পরামর্শ মোদির
author img

By

Published : Nov 3, 2021, 5:08 PM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর : দেশের সব নাগরিককে করোনার ভ্যাকসিন দিতে এবার ‘ডোর-টু-ডোর’ যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বুধবার তিনি একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে করোনার টিকাকরণ (Covid Vaccination) নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই পরামর্শ দেন ৷ মোদি জানান, এখন বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা (Covid Vaccine) দেওয়ার কাজ করতে হবে ৷ এর জন্য প্রয়োজনে ধর্মগুরুদের সাহায্য নেওয়ার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Corona in India : দীপাবলির আগে করোনা সংক্রমণ বেড়ে 11 হাজারে, কমল মৃত্যু

কিন্তু বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকাকরণ করতে গেলে পরিকাঠামো পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন ৷ সেই পরিকাঠামোর অন্যতম অঙ্গ হল লোকবল ৷ কীভাবে সেই লোকবল মিলবে, তাও বাতলে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর পরামর্শ, এর জন্য প্রয়োজনে ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি (NCC) ও ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস (NSS)-এর সাহায্য নিতে বলেছেন ৷

দেশের যে সমস্ত রাজ্যে এখনও করোনার টিকাকরণ 50 শতাংশের নিচে, সেই রাজ্যগুলিকে নিয়েই এদিনের বৈঠক বসেছিল ৷ সেখানে মহারাষ্ট্র-সহ বেশ কয়েকটি রাজ্য মোদির কাছে ‘ডোর-টু-ডোর’ টিকাকরণের ছাড়পত্র দেওয়ার আবেদন জানান ৷ তার পরই মোদি এই পরামর্শ দেন ৷ তিনি বলেন, ‘‘এতদিন আমরা টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি ৷ এবার বাড়ি বাড়িতে টিকা নিয়ে পৌঁছে যেতে হবে ৷’’

আরও পড়ুন : India-Israel : 'ইজ়রায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি', মোদিকে দলে নিতে চান ইজ়রায়েলি প্রধানমন্ত্রী

একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শ, 25 জনের ছোট ছোট দল তৈরি করা হোক প্রতিটি গ্রামে, শহরে যাওয়া হোক ৷ আরও মানুষকে সচেতন করতে হবে ৷ এখন করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী ৷ তাই এই সময় টিকা নেওয়ার ক্ষেত্রে একটা গাছাড়া মনোভাব দেখা যেতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী ৷ তাই দ্বিতীয় টিকা দেওয়ার বিষয়টির উপর সমান নজরদারি চালানো উচিত বলে তিনি মনে করেন ৷

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 3 নভেম্বর : দেশের সব নাগরিককে করোনার ভ্যাকসিন দিতে এবার ‘ডোর-টু-ডোর’ যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বুধবার তিনি একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে করোনার টিকাকরণ (Covid Vaccination) নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই পরামর্শ দেন ৷ মোদি জানান, এখন বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা (Covid Vaccine) দেওয়ার কাজ করতে হবে ৷ এর জন্য প্রয়োজনে ধর্মগুরুদের সাহায্য নেওয়ার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Corona in India : দীপাবলির আগে করোনা সংক্রমণ বেড়ে 11 হাজারে, কমল মৃত্যু

কিন্তু বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকাকরণ করতে গেলে পরিকাঠামো পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন ৷ সেই পরিকাঠামোর অন্যতম অঙ্গ হল লোকবল ৷ কীভাবে সেই লোকবল মিলবে, তাও বাতলে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর পরামর্শ, এর জন্য প্রয়োজনে ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি (NCC) ও ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস (NSS)-এর সাহায্য নিতে বলেছেন ৷

দেশের যে সমস্ত রাজ্যে এখনও করোনার টিকাকরণ 50 শতাংশের নিচে, সেই রাজ্যগুলিকে নিয়েই এদিনের বৈঠক বসেছিল ৷ সেখানে মহারাষ্ট্র-সহ বেশ কয়েকটি রাজ্য মোদির কাছে ‘ডোর-টু-ডোর’ টিকাকরণের ছাড়পত্র দেওয়ার আবেদন জানান ৷ তার পরই মোদি এই পরামর্শ দেন ৷ তিনি বলেন, ‘‘এতদিন আমরা টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি ৷ এবার বাড়ি বাড়িতে টিকা নিয়ে পৌঁছে যেতে হবে ৷’’

আরও পড়ুন : India-Israel : 'ইজ়রায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি', মোদিকে দলে নিতে চান ইজ়রায়েলি প্রধানমন্ত্রী

একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শ, 25 জনের ছোট ছোট দল তৈরি করা হোক প্রতিটি গ্রামে, শহরে যাওয়া হোক ৷ আরও মানুষকে সচেতন করতে হবে ৷ এখন করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী ৷ তাই এই সময় টিকা নেওয়ার ক্ষেত্রে একটা গাছাড়া মনোভাব দেখা যেতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী ৷ তাই দ্বিতীয় টিকা দেওয়ার বিষয়টির উপর সমান নজরদারি চালানো উচিত বলে তিনি মনে করেন ৷

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.