নয়াদিল্লি, 20 এপ্রিল : দেশে করোনাভাইরাসের সাংঘাতিক সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী মাসে পর্তুগালে ষোড়শ বার্ষিক ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে হয়ত উপস্থিত থাকতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মে মাসে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক সফরসূচিও তিনি বাতিল করতে পারেন ৷ সরকারি একটি সূত্রে এমনই দাবি করা হয়েছে ৷
আগামী 8 মে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে ভারত-ইইউ সামিট হওয়ার কথা ৷ পর্তুগিজ একটি সংবাদপত্রের সূত্রে জানা গিয়েছে, ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
গত বছর জুলাই মাসে কোভিড মহামারির কারণে পঞ্চদশ বার্ষিক ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল ৷ সেখানে বক্তব্য রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ও 27 দেশের ইইউ-এর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য কৌশল তৈরির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: 23% টিকা নষ্ট ! কাঠগড়ায় শীর্ষে তামিলনাড়ু, ভালো পারফরম্যান্স বঙ্গের
সামনের মাসে ভারত-ইইউ সামিটের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরে যাওয়ার কথা ছিল ৷ কোভিড পরিস্থিতিতে সেই সফরও বাতিল করা হতে পারে বলে জানানো হয়েছে ৷ 2019 সালে শেষবার ফ্রান্সে গিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷