ETV Bharat / bharat

PM Modi Birthday: আজ প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন, দীর্ঘায়ু কামনা করে টুইট রাষ্ট্রপতি মুর্মুর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ 72-এ পা রাখছেন ৷ তাঁর জন্মদিন উপলক্ষ্যে ভারতে নামিবিয়া থেকে চিতা আসছে ৷ রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করা হয়েছে ৷ শুভেচ্ছায় টুইটে ভরে গিয়েছে টুইটার (Narendra Modi 72 Birthday) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 17, 2022, 8:31 AM IST

Updated : Sep 17, 2022, 11:51 AM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: আজ প্রধানমন্ত্রীর জন্মদিন ৷ নরেন্দ্র মোদি 72 বছরে পা রাখলেন ৷ আজ দিনভর নানারকম কর্মসূচি রয়েছে ৷ সকাল 10.45 নাগাদ মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে 3টি চিতাকে কোয়ারান্টাইন এলাকায় ছাড়বেন (Namibia in the Kuno National Park in Madhya Pradesh) ৷ নামিবিয়া থেকে 8টি চিতা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে ৷ শনিবার সকালে তাদের ভারতে পৌঁছনোর কথা ৷ এছাড়া চারটি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi turns 72) ৷

সকাল সকাল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu twitter) ৷ তিনি টুইট করে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানাই ৷ আপনি অতুলনীয় পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা আর সৃজনশীলতার সঙ্গে রাষ্ট্রনির্মাণের অভিযান চালাচ্ছেন ৷ দেশ আপনার নেতৃত্বে এগিয়ে চলেছে ৷ আমি কামনা করি, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন ৷ আপনি দীর্ঘায়ু হোন ৷"

  • प्रधानमंत्री नरेन्द्र मोदी जी को जन्मदिवस की हार्दिक बधाई व शुभकामनाएं। मेरी कामना है कि आप के द्वारा अतुलनीय परिश्रम, कर्तव्यनिष्ठा और सृजनशीलता के साथ किया जा रहा राष्ट्रनिर्माण का अभियान, आप के नेतृत्व में आगे बढ़ता रहे। मेरी शुभेच्छा है कि ईश्वर आपको स्वस्थ और दीर्घायु बनाए।

    — President of India (@rashtrapatibhvn) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) মোদিকে শুভেচ্ছা জানিয়ে 3টি টুইট করেছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, "আজ প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিবসে সারা দেশে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে ৷ মানবতার সেবা এবং রক্ষায় রক্তদান খুবই গুরুত্বপূর্ণ ৷ আজ রক্তদান অমৃত মহোৎসব শুরু হচ্ছে ৷" তিনি সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আবেদন জানান ৷

  • आज प्रधानमंत्री मोदीजी के जन्मदिवस के अवसर पर कई तरह के आयोजन और कार्यक्रम देश भर में हो रहे हैं। मानवता की सेवा और रक्षा की दृष्टि से रक्तदान बहुत महत्वपूर्ण है। आज #RaktdaanAmritMahotsav की शुरुआत होने जा रही है। सभी से पुनः आग्रह करता हूं कि इस अभियान में ज़रूर हिस्सा लें।

    — Rajnath Singh (@rajnathsingh) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিতে চায় ভারত, এসসিও সম্মেলনে বললেন মোদি

উল্লেখ্য, 17 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে দেশজুড়ে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Tweet) আজ হায়দরাবাদে গিয়েছেন ৷ 'হায়দরাবাদ লিবারেশন ডে' উপলক্ষ্যে তিনি সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে যাবেন ৷

  • देश के सर्वप्रिय नेता व हम सभी के प्रेरणास्त्रोत प्रधानमंत्री @narendramodi जी को जन्मदिवस की शुभकामनाएं देता हूँ और ईश्वर से उनके उत्तम स्वास्थ्य व सुदीर्घ जीवन की कामना करता हूँ।
    मोदी जी ने अपनी भारत प्रथम की सोच व गरीब कल्याण के संकल्प से असंभव कार्यों को संभव करके दिखाया है।

    — Amit Shah (@AmitShah) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অমিত শাহ লেখেন, "দেশের সবচেয়ে প্রিয় নেতা তথা আমাদের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিবসে শুভকামনা ৷ ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দিন ৷ মোদিজি 'আমার ভারত প্রথম' এই চিন্তা করেন, গরিবদের কল্যাণের সংকল্পের জন্য অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন ৷"

  • Birthday wishes to PM Shri @narendramodi ji. Under his leadership, India is reaching new heights of development and setting an example for the world. He has dedicated his whole life for the nation and people's welfare. I pray for your happy and long life. #HappyBdayModiji pic.twitter.com/fnVxw7swLo

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতারাও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন,"প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ প্রতিনিয়ত উন্নয়নের নতুন নতুন শিখর স্পর্শ করছে । মোদিজি নিজের জীবন দেশ এবং দেশের মানুষের সেবায় উৎসর্গ করেছেন।"

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: আজ প্রধানমন্ত্রীর জন্মদিন ৷ নরেন্দ্র মোদি 72 বছরে পা রাখলেন ৷ আজ দিনভর নানারকম কর্মসূচি রয়েছে ৷ সকাল 10.45 নাগাদ মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে 3টি চিতাকে কোয়ারান্টাইন এলাকায় ছাড়বেন (Namibia in the Kuno National Park in Madhya Pradesh) ৷ নামিবিয়া থেকে 8টি চিতা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে ৷ শনিবার সকালে তাদের ভারতে পৌঁছনোর কথা ৷ এছাড়া চারটি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi turns 72) ৷

সকাল সকাল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu twitter) ৷ তিনি টুইট করে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানাই ৷ আপনি অতুলনীয় পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা আর সৃজনশীলতার সঙ্গে রাষ্ট্রনির্মাণের অভিযান চালাচ্ছেন ৷ দেশ আপনার নেতৃত্বে এগিয়ে চলেছে ৷ আমি কামনা করি, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন ৷ আপনি দীর্ঘায়ু হোন ৷"

  • प्रधानमंत्री नरेन्द्र मोदी जी को जन्मदिवस की हार्दिक बधाई व शुभकामनाएं। मेरी कामना है कि आप के द्वारा अतुलनीय परिश्रम, कर्तव्यनिष्ठा और सृजनशीलता के साथ किया जा रहा राष्ट्रनिर्माण का अभियान, आप के नेतृत्व में आगे बढ़ता रहे। मेरी शुभेच्छा है कि ईश्वर आपको स्वस्थ और दीर्घायु बनाए।

    — President of India (@rashtrapatibhvn) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) মোদিকে শুভেচ্ছা জানিয়ে 3টি টুইট করেছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, "আজ প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিবসে সারা দেশে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে ৷ মানবতার সেবা এবং রক্ষায় রক্তদান খুবই গুরুত্বপূর্ণ ৷ আজ রক্তদান অমৃত মহোৎসব শুরু হচ্ছে ৷" তিনি সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আবেদন জানান ৷

  • आज प्रधानमंत्री मोदीजी के जन्मदिवस के अवसर पर कई तरह के आयोजन और कार्यक्रम देश भर में हो रहे हैं। मानवता की सेवा और रक्षा की दृष्टि से रक्तदान बहुत महत्वपूर्ण है। आज #RaktdaanAmritMahotsav की शुरुआत होने जा रही है। सभी से पुनः आग्रह करता हूं कि इस अभियान में ज़रूर हिस्सा लें।

    — Rajnath Singh (@rajnathsingh) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিতে চায় ভারত, এসসিও সম্মেলনে বললেন মোদি

উল্লেখ্য, 17 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে দেশজুড়ে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Tweet) আজ হায়দরাবাদে গিয়েছেন ৷ 'হায়দরাবাদ লিবারেশন ডে' উপলক্ষ্যে তিনি সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে যাবেন ৷

  • देश के सर्वप्रिय नेता व हम सभी के प्रेरणास्त्रोत प्रधानमंत्री @narendramodi जी को जन्मदिवस की शुभकामनाएं देता हूँ और ईश्वर से उनके उत्तम स्वास्थ्य व सुदीर्घ जीवन की कामना करता हूँ।
    मोदी जी ने अपनी भारत प्रथम की सोच व गरीब कल्याण के संकल्प से असंभव कार्यों को संभव करके दिखाया है।

    — Amit Shah (@AmitShah) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অমিত শাহ লেখেন, "দেশের সবচেয়ে প্রিয় নেতা তথা আমাদের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিবসে শুভকামনা ৷ ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দিন ৷ মোদিজি 'আমার ভারত প্রথম' এই চিন্তা করেন, গরিবদের কল্যাণের সংকল্পের জন্য অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন ৷"

  • Birthday wishes to PM Shri @narendramodi ji. Under his leadership, India is reaching new heights of development and setting an example for the world. He has dedicated his whole life for the nation and people's welfare. I pray for your happy and long life. #HappyBdayModiji pic.twitter.com/fnVxw7swLo

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতারাও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন,"প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ প্রতিনিয়ত উন্নয়নের নতুন নতুন শিখর স্পর্শ করছে । মোদিজি নিজের জীবন দেশ এবং দেশের মানুষের সেবায় উৎসর্গ করেছেন।"

Last Updated : Sep 17, 2022, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.