ETV Bharat / bharat

Meeting with Cms : সংক্রমণ দু'লাখ ছোঁয়ার অপেক্ষায়, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি

ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (modi to hold meeting with Cms) ৷

Meeting with Cms
Meeting with Cms
author img

By

Published : Jan 12, 2022, 10:38 PM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি : দেশে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ ৷ দৈনিক সংক্রমণ 2 লাখের গণ্ডি ছোঁয়ার অপেক্ষায় ৷ একইসঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও ৷ মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, দিল্লির মতো রাজ্যগুলির সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগের ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে বৈঠক ৷ মুখ্যমন্ত্রীদের কাছে সংশ্লিষ্ট রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেবেন প্রধানমন্ত্রী ( modi to hold meeting with Cms) ৷

দেশের কোভিড পরিস্থিতি (Covid surge in India) সম্পর্কে তথ্য নিতে গত 9 জানুয়ারি পর্যালোচনা বৈঠক করেন মোদি ৷ উচ্চপর্যায়ের ওই বৈঠকে দেশের করোনা পরিস্থিতি ছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো, দেশে টিকাকরণে অগ্রগতি, ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে আলোচনা হয়েছে ৷ স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে ওই বৈঠকে জেলাস্তরের স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী ৷ প্রতিটি রাজ্যের করোনা পরিস্থিতি বুঝতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকার কথা বলেন তিনি ৷ অবশেষে বৃহস্পতিবার বিকেলে হতে চলেছে সেই বৈঠক (Meeting with Cms) ৷

আরও পড়ুন : COVAXIN Booster against Omicron and Delta : ওমিক্রন, ডেল্টার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী কোভ্যাক্সিন বুস্টার, দাবি ভারত বায়োটেকের

বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 94 হাজার 720 জন (COVID cases increased in India in last 24 hours) ৷ গতকালের তুলনায় এদিন সংক্রমণ বেড়েছে 15.8 শতাংশ ৷ সোমবার গোটা দেশে মোট 146 জন করোনা রোগী মারা যান ৷ এদিন পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছেন 4 হাজার 868 জন ৷

নয়াদিল্লি, 12 জানুয়ারি : দেশে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ ৷ দৈনিক সংক্রমণ 2 লাখের গণ্ডি ছোঁয়ার অপেক্ষায় ৷ একইসঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও ৷ মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, দিল্লির মতো রাজ্যগুলির সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগের ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে বৈঠক ৷ মুখ্যমন্ত্রীদের কাছে সংশ্লিষ্ট রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেবেন প্রধানমন্ত্রী ( modi to hold meeting with Cms) ৷

দেশের কোভিড পরিস্থিতি (Covid surge in India) সম্পর্কে তথ্য নিতে গত 9 জানুয়ারি পর্যালোচনা বৈঠক করেন মোদি ৷ উচ্চপর্যায়ের ওই বৈঠকে দেশের করোনা পরিস্থিতি ছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো, দেশে টিকাকরণে অগ্রগতি, ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে আলোচনা হয়েছে ৷ স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে ওই বৈঠকে জেলাস্তরের স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী ৷ প্রতিটি রাজ্যের করোনা পরিস্থিতি বুঝতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকার কথা বলেন তিনি ৷ অবশেষে বৃহস্পতিবার বিকেলে হতে চলেছে সেই বৈঠক (Meeting with Cms) ৷

আরও পড়ুন : COVAXIN Booster against Omicron and Delta : ওমিক্রন, ডেল্টার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী কোভ্যাক্সিন বুস্টার, দাবি ভারত বায়োটেকের

বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 94 হাজার 720 জন (COVID cases increased in India in last 24 hours) ৷ গতকালের তুলনায় এদিন সংক্রমণ বেড়েছে 15.8 শতাংশ ৷ সোমবার গোটা দেশে মোট 146 জন করোনা রোগী মারা যান ৷ এদিন পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছেন 4 হাজার 868 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.