নয়াদিল্লি, 12 জানুয়ারি : দেশে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ ৷ দৈনিক সংক্রমণ 2 লাখের গণ্ডি ছোঁয়ার অপেক্ষায় ৷ একইসঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও ৷ মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, দিল্লির মতো রাজ্যগুলির সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগের ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে বৈঠক ৷ মুখ্যমন্ত্রীদের কাছে সংশ্লিষ্ট রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেবেন প্রধানমন্ত্রী ( modi to hold meeting with Cms) ৷
দেশের কোভিড পরিস্থিতি (Covid surge in India) সম্পর্কে তথ্য নিতে গত 9 জানুয়ারি পর্যালোচনা বৈঠক করেন মোদি ৷ উচ্চপর্যায়ের ওই বৈঠকে দেশের করোনা পরিস্থিতি ছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো, দেশে টিকাকরণে অগ্রগতি, ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে আলোচনা হয়েছে ৷ স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে ওই বৈঠকে জেলাস্তরের স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী ৷ প্রতিটি রাজ্যের করোনা পরিস্থিতি বুঝতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকার কথা বলেন তিনি ৷ অবশেষে বৃহস্পতিবার বিকেলে হতে চলেছে সেই বৈঠক (Meeting with Cms) ৷
বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 94 হাজার 720 জন (COVID cases increased in India in last 24 hours) ৷ গতকালের তুলনায় এদিন সংক্রমণ বেড়েছে 15.8 শতাংশ ৷ সোমবার গোটা দেশে মোট 146 জন করোনা রোগী মারা যান ৷ এদিন পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছেন 4 হাজার 868 জন ৷