নয়াদিল্লি, 26 অগস্ট: রোজগার মেলা থেকে নিয়োগপত্র বিলি করবেন প্রধানমন্ত্রী মোদি ৷ আগামী সোমবার ওই অনুষ্ঠান হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে ৷ সেদিন নতুন কাজে যোগদানকারী 51 হাজার চাকরি প্রাপককে নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী ৷
বিএসএফ জানিয়েছে, চাকরির মাধ্যমে ক্ষমতায়নের অষ্টম ধাপের নিয়োগপত্র বিলির কাজ হবে ৷ পঞ্জাবের জলন্ধরে হবে এই রোজগার মেলার অনুষ্ঠান ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ সীমান্ত সুরক্ষাবাহিনীর তরফে আরও জানানো হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ওইদিনই জলন্ধরে উপস্থিত থেকে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ করবেন ৷
এর আগে গত 22 জুলাই একটি রোজগার মেলার আয়োজন কেন্দ্রীয় সরকারের তরফে করা হয় ৷ সেই অনুষ্ঠানে 70 হাজার নয়া চাকরি প্রাপককে নিয়োগপত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেদিনও তিনি ভিডিয়ো কনফারেন্সেরে মাধ্যমে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷
সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‘স্বাধীনতার অমৃত মহোৎসবের এই সময় দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে ৷ তাই সরকারি কর্মচারী হিসেবে কাজ করা আলাদা সম্মানের ৷ এই দেশের মানুষ শপথ নিয়েছে যে ভারতকে তারা উন্নত দেশ তৈরি করবেই ৷’’
তিনি সেদিন আরও জানিয়েছিলেন যে ভারতের জন্য পরবর্তী 25 বছর খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ, আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতৈক শক্তিশালী দেশ হয়ে উঠবে ৷ বিশেষজ্ঞরাই একথা বলছেন ৷ এর অর্থ দেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে ৷ মাথাপিছু রোজগারও বৃদ্ধি পাবে ৷
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আয়োজিত এই রোজগার মেলা এখনও পর্যন্ত দেশের 44টি জায়গায় অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার পঞ্জাবের জলন্ধরে 45তম রোজগার মেলা অনুষ্ঠিত হতে চলেছে ৷ এই মেলা থেকে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারি চাকরির নিয়োগপত্রও দেওয়া হয় ৷ গত বছর অক্টোবরে প্রথমবার রোজগার মেলা অনুষ্ঠিত হয় ৷ সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একলপ্তে 10 লক্ষ চাকরি প্রাপককে নিয়োগপত্র দিয়েছিলেন ৷
আরও পড়ুন: বিক্রমের অবতরণ-স্থলের নাম দিলেন 'শিবশক্তি', ইসরোয় বিজ্ঞানীদের শুভেচ্ছা মোদির