নয়াদিল্লি, 10 এপ্রিল : সোমবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi and Joe Biden meeting) ৷ ভার্চুয়াল বৈঠকে এই দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হবেন ৷ জানা গিয়েছে, এই বৈঠকে ইউক্রেন পরিস্থিতি ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয় আলোচনায় উঠবে ৷
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি রবিবার জানিয়েছেন, "প্রেসিডেন্ট বাইডেন সোমবার ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন ৷ দুই দেশের সরকার, অর্থনীতি ও নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা হবে এই বৈঠকে ৷" দুই নেতার আলোচনায় বিশ্ব অর্থনীতি, আবহাওয়ার পরিবর্তন, করোনা পরিস্থিতি, সুরক্ষা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রসঙ্গে আলোচনা হবে বলে হোয়াইট হাউস জানিয়েছে ৷
আরও পড়ুন : 'শুরু হল আরেক স্বাধীনতা যুদ্ধ', বিদেশি ষড়যন্ত্রের তত্ত্বে অনড় ক্ষমতাচ্যুত ইমরান
ইউক্রেনে রাশিয়ার হামলা এবং রাশিয়া সম্পর্কে ভারত যে অবস্থান নিয়েছে সেই প্রেক্ষিতে জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদির এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ রাশিয়া ও আমেরিকার এই চূড়ান্ত বিবাদ পর্বে বর্তমানে ভারসাম্যের অবস্থানই নিচ্ছে নরেন্দ্র মোদি সরকার ৷ মার্কিন আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে ভারত ৷ এই পরিস্থিতিতে সোমবারের বৈঠকের দিকে তাকিয়ে কূটনৈতিক মহল ৷