ETV Bharat / bharat

করোনা পরিস্থিতি পর্যালোচনায় আজ মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মোদি - coronavirus news

দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর মন্ত্রিসভার সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে চলেছেন মোদি ৷ সকাল 11টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করবেন তিনি ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 30, 2021, 10:02 AM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল : দেশে করোনার গ্রাফ উর্ধ্বমুখী ৷ এই পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সকাল 11টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ মূলত, করোনা পরিস্থিতি নিয়েই এই বৈঠকে আলোচনা হবে বলে খবর ৷

দেশে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ দৈনিক প্রায় সাড়ে তিন লাখের বেশি আক্রান্ত হচ্ছে দেশে ৷ বাড়ছে মৃত্যুও ৷ তার মধ্যে অক্সিজেনের অভাব ৷ বেড নেই ৷ অক্সিজেনের অভাবে বিভিন্ন রাজ্যে বহু মানুষ মারা যাচ্ছেন ৷ কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না ৷ এই নিয়ে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকেও বসেন মোদি ৷ এবার এই পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি ৷ দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর মন্ত্রিসভার সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে চলেছেন মোদি ৷

আরও পড়ুন, কোভিডে প্রয়াত প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি

দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3 লাখ 86 হাজার 452 জন ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 498 জনের ৷ একদিনে সুস্থ হয়েছে 2 লাখ 97 হাজার 540 জন ৷

নয়াদিল্লি, 30 এপ্রিল : দেশে করোনার গ্রাফ উর্ধ্বমুখী ৷ এই পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সকাল 11টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ মূলত, করোনা পরিস্থিতি নিয়েই এই বৈঠকে আলোচনা হবে বলে খবর ৷

দেশে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ দৈনিক প্রায় সাড়ে তিন লাখের বেশি আক্রান্ত হচ্ছে দেশে ৷ বাড়ছে মৃত্যুও ৷ তার মধ্যে অক্সিজেনের অভাব ৷ বেড নেই ৷ অক্সিজেনের অভাবে বিভিন্ন রাজ্যে বহু মানুষ মারা যাচ্ছেন ৷ কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না ৷ এই নিয়ে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকেও বসেন মোদি ৷ এবার এই পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি ৷ দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর মন্ত্রিসভার সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে চলেছেন মোদি ৷

আরও পড়ুন, কোভিডে প্রয়াত প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি

দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3 লাখ 86 হাজার 452 জন ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 498 জনের ৷ একদিনে সুস্থ হয়েছে 2 লাখ 97 হাজার 540 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.