ETV Bharat / bharat

আজ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠক, একাধিক মন্ত্রকের কাজের মূল্যায়নের সম্ভাবনা - কেন্দ্রীয় মন্ত্রিসভা

আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠক ৷ যেখানে একাধিক মন্ত্রকের কাজ নিয়ে মূল্যায়ন হবে বলে জানা গিয়েছে ৷ সেই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও বুধবার সন্ধ্যার বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর ৷

pm narendra modi-to-chair-council-of-ministers-meeting-on-wednesday
বুধবার কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের বৈঠক, হতে পারে একাধিক মন্ত্রকের কাজের মূল্যায়ন
author img

By

Published : Jun 29, 2021, 3:31 PM IST

Updated : Jun 30, 2021, 8:07 AM IST

নয়াদিল্লি, 30 জুন : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা ৷ সংবাদ সংস্থা পিটিআই এর তরফে এমনটাই জানানো হয়েছে ৷ যে বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে ৷ সেই সঙ্গে বেশ কয়েকটি মন্ত্রকের কাজের মূল্যায়ন হতে পারে বলে জানানো হয়েছে ৷ বুধবার সন্ধ্যায় ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে খবর ৷

ওই সূত্রের তরফে জানানো হয়েছে, সড়ক এবং পরিবহণ মন্ত্রকের কাজের মূল্যায়ন হবে ওই বৈঠকে ৷ সেই সঙ্গে অসামরিক বিমান এবং টেলিকম মন্ত্রকের কাজের মূল্যায়ন হতে পারে বুধবারের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে ৷ দেশের করোনা পরিস্থিতি এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী ৷ মন্ত্রিপরিষদের এই বৈঠকের আগে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্য এবং রাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন ৷ যেখানে সকল পূর্ণ এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের থেকে তাঁদের মন্ত্রকের কাজের খতিয়ান নেন মোদি ৷ সেই বৈঠকের এক সপ্তাহের মাথায় মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের

প্রসঙ্গত, মন্ত্রিসভার সদস্য এবং রাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে করা প্রধানমন্ত্রীর বৈঠক তাঁর সরকারি বাসভবনে হয়েছিল ৷ যে বৈঠকের অধিংকাশগুলিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপস্থিত ছিলেন বলে খবর ৷ এই পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের এই বৈঠকের বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিজেপির নেতারা ৷ কারণ এই বৈঠক ঠিক সেই সময় করা হচ্ছে যখন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের কানাঘুষো শুরু হয়েছে ৷ প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের অন্দরে জোর গুঞ্জন শুরু হয়েছে যে, প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন আনতে পারেন ৷ যেখানে বিজেপির বহু শীর্ষ স্থানীয় নেতা তাঁদের মন্ত্রিত্ব খোয়াতে পারেন ৷ এমনকি বেশ কিছু নতুন মুখ মন্ত্রিসভায় আসতে পারে ৷ তবে, পুরো বিষয়টাই অনুমানের উপর রয়েছে ৷ যা নিয়ে কেন্দ্র সরকার বা বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

নয়াদিল্লি, 30 জুন : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা ৷ সংবাদ সংস্থা পিটিআই এর তরফে এমনটাই জানানো হয়েছে ৷ যে বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে ৷ সেই সঙ্গে বেশ কয়েকটি মন্ত্রকের কাজের মূল্যায়ন হতে পারে বলে জানানো হয়েছে ৷ বুধবার সন্ধ্যায় ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে খবর ৷

ওই সূত্রের তরফে জানানো হয়েছে, সড়ক এবং পরিবহণ মন্ত্রকের কাজের মূল্যায়ন হবে ওই বৈঠকে ৷ সেই সঙ্গে অসামরিক বিমান এবং টেলিকম মন্ত্রকের কাজের মূল্যায়ন হতে পারে বুধবারের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে ৷ দেশের করোনা পরিস্থিতি এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী ৷ মন্ত্রিপরিষদের এই বৈঠকের আগে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্য এবং রাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন ৷ যেখানে সকল পূর্ণ এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের থেকে তাঁদের মন্ত্রকের কাজের খতিয়ান নেন মোদি ৷ সেই বৈঠকের এক সপ্তাহের মাথায় মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের

প্রসঙ্গত, মন্ত্রিসভার সদস্য এবং রাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে করা প্রধানমন্ত্রীর বৈঠক তাঁর সরকারি বাসভবনে হয়েছিল ৷ যে বৈঠকের অধিংকাশগুলিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপস্থিত ছিলেন বলে খবর ৷ এই পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের এই বৈঠকের বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিজেপির নেতারা ৷ কারণ এই বৈঠক ঠিক সেই সময় করা হচ্ছে যখন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের কানাঘুষো শুরু হয়েছে ৷ প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের অন্দরে জোর গুঞ্জন শুরু হয়েছে যে, প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন আনতে পারেন ৷ যেখানে বিজেপির বহু শীর্ষ স্থানীয় নেতা তাঁদের মন্ত্রিত্ব খোয়াতে পারেন ৷ এমনকি বেশ কিছু নতুন মুখ মন্ত্রিসভায় আসতে পারে ৷ তবে, পুরো বিষয়টাই অনুমানের উপর রয়েছে ৷ যা নিয়ে কেন্দ্র সরকার বা বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

Last Updated : Jun 30, 2021, 8:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.