বারাণসী, 13 নভেম্বর : কাশী বিশ্বনাথ মন্দিরের পুননির্মাণের উদ্বোধনে গিয়ে গঙ্গায় স্নান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi takes a holy dip in Ganga before inaugurating Kashi Viswanath Dham) ৷ গেরুয়া বসনে হাতে ঘট নিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতেই তিনি স্নান করেন এদিন ৷ পরে ওই ঘটে নেওয়া জল নিয়ে তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে ‘জলাভিষেক’ করেন ৷
উত্তরপ্রদেশের বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় ক্ষেত্র ৷ সেখানেই অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরের পুননির্মাণ করা হয়েছে ৷ দুপুরে তিনি নতুন করে তৈরি করা কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করেন ৷ ললিতা ঘাট থেকে দু’তলা অলকানন্দা ক্রুজে চেপে তিনি সেখানে যান ৷ সন্ধ্যায় রো-রো ভেসেলে চেপে তাঁর সন্ধ্যারতি দেখার কথা ৷
বারাণসীতে সোমবার সকালে পৌঁছান তিনি ৷ এখানে তাঁর দু’দিন থাকার কথা ৷ এদিন সকালে সেখানে পৌঁছেই মোদি যান কাল ভৈরব মন্দিরে ৷ সেখানে মহাদেবের ভক্তরা তো ছিলেনই ৷ মোদি ভক্তরাও ছিলেন ৷ কারণ, প্রধানমন্ত্রী সেখানে পৌঁছতেই তাঁকে উদ্দেশ্য করে পুষ্পবৃষ্টি করা হয় ৷ ভিড় থেকে আওয়াজ ওঠে মোদি-মোদি ও হর হর মহাদেব স্লোগান ৷
এই দু’দিনের সফরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের একটি সম্মেলনে অংশ নেবেন ৷ সেখানে অসম, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ তাছাড়া বিহার ও নাগাল্যান্ডের উপ-মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা ৷ জানা গিয়েছে, ওই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসনিক কাজকে সঠিক ভাবে করার দিশা দেবেন ৷