ETV Bharat / bharat

PM Narendra Modi: নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি - মোদির মুখে সংসদের ‘সাফল্যের’ কথা

PM Narendra Modi's Speech at Central Hall: মঙ্গলবার নতুন সংসদ ভবনে শুরু হতে চলেছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ তার আগে পুরনো ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান ৷ সেখানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের সাফল্যের কথা তুলে ধরেন ৷ দেশের সাফল্যের কথা তুলে ধরেন ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 12:16 PM IST

Updated : Sep 19, 2023, 12:44 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে শেষবার ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে বারবার উঠে এল নতুন ভারতের কথা ৷ আগামীতে ভারতের লক্ষ্যের কথা ৷ পাশাপাশি সংসদের দুই কক্ষ ও সেন্ট্রাল হলে কী কী বিল পাশ হয়েছে, সেই বিষয়ও উল্লেখ করলেন তিনি ৷ সেই তালিকায় তিন তালাক রদে আইন তৈরি থেকে সংবিধানের ধারা 370 এর অবলুপ্তির প্রসঙ্গও তুললেন তিনি ৷ শাহ বানো মামলার প্রসঙ্গ টেনে কৌশলে খোঁচা দিলেন কংগ্রেসকেও ৷

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন ৷ প্রথমদিন সংসদের পুরনো ভবনে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসে ৷ সেটাই ছিল পুরনো সংসদ ভবনে বসা শেষ অধিবেশন ৷ আজ, মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে বসবে উচ্চ ও নিম্নকক্ষের অধিবেশন ৷ তার আগে সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান হয় ৷ সেই অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • #WATCH | Special Session of Parliament | PM Narendra Modi says, "Today, we are going to have the beginning of a new future in the new Parliament building. Today, we are going to the new building with the determination to fulfil the resolve of a developed India." pic.twitter.com/FNuI8c4lzz

    — ANI (@ANI) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী পুরনো ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার বিষয়কে নতুন ভবিষ্যতের সূচনা বলে উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ, আমরা নতুন সংসদ ভবনে একটি নতুন ভবিষ্যতের সূচনা করতে যাচ্ছি । আজ, আমরা একটি উন্নত ভারতের সংকল্প পূরণ করার দৃঢ় সংকল্প নিয়ে নতুন ভবনে যাচ্ছি ।"

আরও পড়ুন: ভারতের নতুন সংসদ ভবনের নাম 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া'

এছাড়া অন্য সংসদ সদস্যদের কাছে তাঁর আবেদন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে ৷ পাশাপাশি সংসদের পুরনো ভবনের গরিমা, ইতিহাসের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "1952 সাল থেকে সারা বিশ্বের 41টি রাষ্ট্রপ্রধান আমাদের সেন্ট্রাল হলে সাংসদদের সামনে ভাষণ দিয়েছেন এবং গত সাত দশকে সংসদে 4 হাজারেরও বেশি আইন পাশ হয়েছে ৷

  • #WATCH | Special Session of Parliament | Prime Minister Narendra Modi says, "...Muslim mothers and sisters got justice because of this Parliament, law opposing 'triple talaq' was unitedly passed from here. In the last few years, Parliament has also passed laws giving justice to… pic.twitter.com/gnOY7JDtu3

    — ANI (@ANI) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গেই তিনি তিন তালাক রদে থেকে সংবিধানের ধারা 370 অবলুপ্তির কথা বলেন ৷ আরও বেশ কয়েকটি আইন পাশের প্রসঙ্গ তোলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "...এই সংসদের কারণে মুসলিম মা-বোনেরা ন্যায়বিচার পেয়েছেন, এখান থেকে 'তিন তালাক' রদে আইন ঐক্যবদ্ধভাবে পাশ করা হয়েছিল । গত কয়েক বছরে সংসদও রূপান্তরকামীদের ন্যায়বিচারের জন্য আইন পাশ করেছে । আমরা ঐক্যবদ্ধভাবে আইন পাশ করেছি, যেগুলো বিশেষভাবে প্রতিবন্ধীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দেবে । এটা আমাদের সৌভাগ্য যে আমরা সংসদ থেকে 370 ধারা বাতিল করার সুযোগ পেয়েছি... ৷"

আরও পড়ুন: মোদির নেতৃত্বে দেশের ভবিষ্যতে সমান হবেন সব নারী, এই মুহূর্তের জন্য গর্বিত: মানেকা

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে শেষবার ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে বারবার উঠে এল নতুন ভারতের কথা ৷ আগামীতে ভারতের লক্ষ্যের কথা ৷ পাশাপাশি সংসদের দুই কক্ষ ও সেন্ট্রাল হলে কী কী বিল পাশ হয়েছে, সেই বিষয়ও উল্লেখ করলেন তিনি ৷ সেই তালিকায় তিন তালাক রদে আইন তৈরি থেকে সংবিধানের ধারা 370 এর অবলুপ্তির প্রসঙ্গও তুললেন তিনি ৷ শাহ বানো মামলার প্রসঙ্গ টেনে কৌশলে খোঁচা দিলেন কংগ্রেসকেও ৷

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন ৷ প্রথমদিন সংসদের পুরনো ভবনে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসে ৷ সেটাই ছিল পুরনো সংসদ ভবনে বসা শেষ অধিবেশন ৷ আজ, মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে বসবে উচ্চ ও নিম্নকক্ষের অধিবেশন ৷ তার আগে সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান হয় ৷ সেই অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • #WATCH | Special Session of Parliament | PM Narendra Modi says, "Today, we are going to have the beginning of a new future in the new Parliament building. Today, we are going to the new building with the determination to fulfil the resolve of a developed India." pic.twitter.com/FNuI8c4lzz

    — ANI (@ANI) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী পুরনো ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার বিষয়কে নতুন ভবিষ্যতের সূচনা বলে উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ, আমরা নতুন সংসদ ভবনে একটি নতুন ভবিষ্যতের সূচনা করতে যাচ্ছি । আজ, আমরা একটি উন্নত ভারতের সংকল্প পূরণ করার দৃঢ় সংকল্প নিয়ে নতুন ভবনে যাচ্ছি ।"

আরও পড়ুন: ভারতের নতুন সংসদ ভবনের নাম 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া'

এছাড়া অন্য সংসদ সদস্যদের কাছে তাঁর আবেদন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে ৷ পাশাপাশি সংসদের পুরনো ভবনের গরিমা, ইতিহাসের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "1952 সাল থেকে সারা বিশ্বের 41টি রাষ্ট্রপ্রধান আমাদের সেন্ট্রাল হলে সাংসদদের সামনে ভাষণ দিয়েছেন এবং গত সাত দশকে সংসদে 4 হাজারেরও বেশি আইন পাশ হয়েছে ৷

  • #WATCH | Special Session of Parliament | Prime Minister Narendra Modi says, "...Muslim mothers and sisters got justice because of this Parliament, law opposing 'triple talaq' was unitedly passed from here. In the last few years, Parliament has also passed laws giving justice to… pic.twitter.com/gnOY7JDtu3

    — ANI (@ANI) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গেই তিনি তিন তালাক রদে থেকে সংবিধানের ধারা 370 অবলুপ্তির কথা বলেন ৷ আরও বেশ কয়েকটি আইন পাশের প্রসঙ্গ তোলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "...এই সংসদের কারণে মুসলিম মা-বোনেরা ন্যায়বিচার পেয়েছেন, এখান থেকে 'তিন তালাক' রদে আইন ঐক্যবদ্ধভাবে পাশ করা হয়েছিল । গত কয়েক বছরে সংসদও রূপান্তরকামীদের ন্যায়বিচারের জন্য আইন পাশ করেছে । আমরা ঐক্যবদ্ধভাবে আইন পাশ করেছি, যেগুলো বিশেষভাবে প্রতিবন্ধীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দেবে । এটা আমাদের সৌভাগ্য যে আমরা সংসদ থেকে 370 ধারা বাতিল করার সুযোগ পেয়েছি... ৷"

আরও পড়ুন: মোদির নেতৃত্বে দেশের ভবিষ্যতে সমান হবেন সব নারী, এই মুহূর্তের জন্য গর্বিত: মানেকা

Last Updated : Sep 19, 2023, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.