ETV Bharat / bharat

PM Narendra Modi: কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে আনতে রাজস্থানে প্রয়োজন বিজেপির সরকারের, দাবি নরেন্দ্র মোদির - যোধপুর

PM Narendra Modi Slams Congress: চলতি বছরের শেষেই রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ তার আগে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর বক্তব্য, রাজস্থানে বিজেপির সরকার এলে তবেই কংগ্রেসের দুর্নীতি সামনে আনা যাবে ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By PTI

Published : Oct 5, 2023, 2:44 PM IST

যোধপুর, 5 অক্টোবর: সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন ৷ তার আগে ওই রাজ্যের যোধপুর থেকে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে আনতে রাজস্থানে বিজেপির সরকার প্রয়োজন ৷

বৃহস্পতিবার যোধপুরে এক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ৷ সেই সভা থেকে তিনি ভোটমুখী রাজস্থানের জন্য 5 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর বক্তৃতা দিতে গিয়ে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ প্রধানমন্ত্রী বলেন, "পাঁচ বছরে কংগ্রেস সরকার এক কদমও এগোয়নি । এখানে 'কুরসির খেলা' 24 ঘণ্টা চলতে থাকে... ৷’’

এর পরই তিনি তোলেন লাল ডায়েরির প্রসঙ্গ৷ মোদি বলেন, ‘‘লাল ডায়েরির কথা শুনেছেন ? লোকে বলে যে ডায়েরিতে কংগ্রেসের দুর্নীতির সব কথা লেখা রয়েছে । আমাকে বলুন, ডায়েরির গোপনীয়তা কি প্রকাশ্যে আসা উচিত নয় ?...অসাধুদের কি শাস্তি দেওয়া উচিত নয় ?...কংগ্রেস সরকার কি ডায়েরির গোপনীয়তা প্রকাশ্যে আসতে দেবে ?’’ সেই কারণেই রাজস্থানের মানুষের কাছে তাঁর আহ্বান, ‘‘সত্য সামনে নিয়ে আসার জন্য আপনাকে বিজেপি সরকার গঠন করতে হবে ।"

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "In five years, Congress Government did not walk even one step. The 'kursi ka khel' continued here round the clock...Have you heard about 'Lal Diary'? People say that the diary contains every misdeed of Congress' corruption.… pic.twitter.com/ebIuD3dOf1

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি কংগ্রেসের বিরুদ্ধে শুধু দুর্নীতি নয়, হিংসা ছড়ানো এবং উন্নয়ন না করার অভিযোগ করেছেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "কেন্দ্রের বিজেপি সরকার রাজস্থানের উন্নয়নের জন্য তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছে । কিন্তু এখানকার অবস্থা বেদনাদায়ক... দুর্নীতি ও হিংসার ক্ষেত্রে কংগ্রেস রাজস্থানকে দেশের শীর্ষে নিয়ে এসেছে । নারী ও দলিতদের প্রতি অত্যাচারের ক্ষেত্রে রাজস্থানকে এক নম্বরে পরিণত করেছে । কংগ্রেস মাদক ব্যবসাকে ছাড় দিয়েছে... ৷"

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "The BJP Government at the Centre is making every effort on its part for the development of Rajasthan. But it is painful to see the condition here...Congress has brought Rajasthan to the top of the country in terms of… pic.twitter.com/hveq2VSylL

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবারই উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসে আরও 100 টাকা করে দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সেই বিষয়টিও এ দিন উঠে এসেছে প্রধানমন্ত্রীর ভাষণে ৷ এই মূল্যহ্রাসকে রাজস্থানের জন্য দিল্লি থেকে আনা তাঁর উপহার বলেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাছাড়া তিনি রাজস্থানের পর্যটন নিয়েও কথা বলেছেন ৷ বিজেপি সরকার ক্ষমতায় এসে রাজস্থানকে পর্যটনে এক নম্বরে নিয়ে যেতে চায় বলেও তিনি জানিয়েছেন ৷

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "For the BJP Government, your health is our priority. On one side, we are providing free treatment facilities to poor families under the Ayushman Bharat scheme and on the other side, we are building modern hospitals in record… pic.twitter.com/MAOt0wy7ow

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া রাজস্থানকে তিনি আরও উন্নয়নের পথে নিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, সকলে মিলে রাজস্থানকে আরও উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে ৷ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন রাজস্থানে কী কী কাজ হয়েছে, সেই বিষয়েও উল্লেখ করেন নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, 2014 সাল পর্যন্ত রাজস্থানে মাত্র 600 কিলোমিটার রেললাইন বিদ্যুতায়িত করা হয়েছিল ৷ অথচ গত ন’বছরে 3 হাজার 700 কিলোমিটারেরও বেশি রেলপথ বিদ্যুতায়িত হয়েছে ।

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "It is the resolution of BJP to make Rajasthan the number 1 state in Tourism...Who can make that happen?...Modi can't do that, your vote can do that. With the power of your vote, BJP will form the Govt in Rajasthan and it will… pic.twitter.com/AqyQrzRRZ1

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন রাজস্থানের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস করেন ৷ তাই এ দিন ভাষণে সেই বিষয়টি উল্লেখও করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "বিজেপি সরকারের জন্য, আপনার স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার । একদিকে, আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিচ্ছি এবং অন্যদিকে, আমরা রেকর্ড সংখ্যায় আধুনিক হাসপাতাল তৈরি করছি ৷"

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "Today, the people of Jodhpur, Marwar received several gifts simultaneously. I have already come prepared with a special gift right from Delhi. Yesterday, the BJP Govt decided that beneficiaries of Ujjwala Yojana will receive… pic.twitter.com/dfUcbRATLk

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রান্নার গ্যাসে আরও 100 টাকা ভরতুকি ঘোষণা কেন্দ্রের

যোধপুর, 5 অক্টোবর: সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন ৷ তার আগে ওই রাজ্যের যোধপুর থেকে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে আনতে রাজস্থানে বিজেপির সরকার প্রয়োজন ৷

বৃহস্পতিবার যোধপুরে এক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ৷ সেই সভা থেকে তিনি ভোটমুখী রাজস্থানের জন্য 5 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর বক্তৃতা দিতে গিয়ে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ প্রধানমন্ত্রী বলেন, "পাঁচ বছরে কংগ্রেস সরকার এক কদমও এগোয়নি । এখানে 'কুরসির খেলা' 24 ঘণ্টা চলতে থাকে... ৷’’

এর পরই তিনি তোলেন লাল ডায়েরির প্রসঙ্গ৷ মোদি বলেন, ‘‘লাল ডায়েরির কথা শুনেছেন ? লোকে বলে যে ডায়েরিতে কংগ্রেসের দুর্নীতির সব কথা লেখা রয়েছে । আমাকে বলুন, ডায়েরির গোপনীয়তা কি প্রকাশ্যে আসা উচিত নয় ?...অসাধুদের কি শাস্তি দেওয়া উচিত নয় ?...কংগ্রেস সরকার কি ডায়েরির গোপনীয়তা প্রকাশ্যে আসতে দেবে ?’’ সেই কারণেই রাজস্থানের মানুষের কাছে তাঁর আহ্বান, ‘‘সত্য সামনে নিয়ে আসার জন্য আপনাকে বিজেপি সরকার গঠন করতে হবে ।"

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "In five years, Congress Government did not walk even one step. The 'kursi ka khel' continued here round the clock...Have you heard about 'Lal Diary'? People say that the diary contains every misdeed of Congress' corruption.… pic.twitter.com/ebIuD3dOf1

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি কংগ্রেসের বিরুদ্ধে শুধু দুর্নীতি নয়, হিংসা ছড়ানো এবং উন্নয়ন না করার অভিযোগ করেছেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "কেন্দ্রের বিজেপি সরকার রাজস্থানের উন্নয়নের জন্য তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছে । কিন্তু এখানকার অবস্থা বেদনাদায়ক... দুর্নীতি ও হিংসার ক্ষেত্রে কংগ্রেস রাজস্থানকে দেশের শীর্ষে নিয়ে এসেছে । নারী ও দলিতদের প্রতি অত্যাচারের ক্ষেত্রে রাজস্থানকে এক নম্বরে পরিণত করেছে । কংগ্রেস মাদক ব্যবসাকে ছাড় দিয়েছে... ৷"

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "The BJP Government at the Centre is making every effort on its part for the development of Rajasthan. But it is painful to see the condition here...Congress has brought Rajasthan to the top of the country in terms of… pic.twitter.com/hveq2VSylL

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবারই উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসে আরও 100 টাকা করে দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সেই বিষয়টিও এ দিন উঠে এসেছে প্রধানমন্ত্রীর ভাষণে ৷ এই মূল্যহ্রাসকে রাজস্থানের জন্য দিল্লি থেকে আনা তাঁর উপহার বলেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাছাড়া তিনি রাজস্থানের পর্যটন নিয়েও কথা বলেছেন ৷ বিজেপি সরকার ক্ষমতায় এসে রাজস্থানকে পর্যটনে এক নম্বরে নিয়ে যেতে চায় বলেও তিনি জানিয়েছেন ৷

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "For the BJP Government, your health is our priority. On one side, we are providing free treatment facilities to poor families under the Ayushman Bharat scheme and on the other side, we are building modern hospitals in record… pic.twitter.com/MAOt0wy7ow

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া রাজস্থানকে তিনি আরও উন্নয়নের পথে নিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, সকলে মিলে রাজস্থানকে আরও উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে ৷ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন রাজস্থানে কী কী কাজ হয়েছে, সেই বিষয়েও উল্লেখ করেন নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, 2014 সাল পর্যন্ত রাজস্থানে মাত্র 600 কিলোমিটার রেললাইন বিদ্যুতায়িত করা হয়েছিল ৷ অথচ গত ন’বছরে 3 হাজার 700 কিলোমিটারেরও বেশি রেলপথ বিদ্যুতায়িত হয়েছে ।

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "It is the resolution of BJP to make Rajasthan the number 1 state in Tourism...Who can make that happen?...Modi can't do that, your vote can do that. With the power of your vote, BJP will form the Govt in Rajasthan and it will… pic.twitter.com/AqyQrzRRZ1

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন রাজস্থানের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস করেন ৷ তাই এ দিন ভাষণে সেই বিষয়টি উল্লেখও করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "বিজেপি সরকারের জন্য, আপনার স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার । একদিকে, আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিচ্ছি এবং অন্যদিকে, আমরা রেকর্ড সংখ্যায় আধুনিক হাসপাতাল তৈরি করছি ৷"

  • #WATCH | Jodhpur, Rajasthan | PM Narendra Modi says, "Today, the people of Jodhpur, Marwar received several gifts simultaneously. I have already come prepared with a special gift right from Delhi. Yesterday, the BJP Govt decided that beneficiaries of Ujjwala Yojana will receive… pic.twitter.com/dfUcbRATLk

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রান্নার গ্যাসে আরও 100 টাকা ভরতুকি ঘোষণা কেন্দ্রের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.