ETV Bharat / bharat

Independence Day 2023: স্বাধীনতার শতবর্ষের সময় ভারত উন্নত দেশে পরিণত হবে, দাবি প্রধানমন্ত্রীর - স্বাধীনতার শতবর্ষ

PM Narendra Modi on India as Developed Nation: মঙ্গলবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে উন্নত দেশ তৈরির সংকল্পের কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, স্বাধীনতার শতবর্ষের সময় ভারত উন্নত দেশে পরিণত হবে ৷

Photo : PMO X Account
ছবি সৌজন্যে : পিএমও এক্স অ্যাকাউন্ট
author img

By

Published : Aug 15, 2023, 6:49 PM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে উন্নত ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, ভারত যখন 2047 সালে স্বাধীনতার শতবর্ষ পালন করবে, তখন ভারত উন্নত দেশে পরিণত হবে ৷ তাই দেশের 140 কোটি মানুষের প্রতি তাঁর বার্তা, কোনও ভারতীয় যেন স্বপ্ন দেখা বন্ধ না করে দেয় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এটা কেবল একটি স্বপ্ন নয়, 1.4 বিলিয়ন নাগরিকের সংকল্প । সেই সংকল্প পূরণের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য, তবে আমাদের জাতীয় চরিত্র সবচেয়ে উল্লেখযোগ্য শক্তি । যে দেশগুলি এগিয়েছে, তাদের অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে ৷ প্রতি ক্ষেত্রেই সেই দেশগুলির জাতীয় চরিত্র এক ৷ আমাদের অবশ্যই আমাদের জাতীয় চরিত্রকে আরও শক্তিশালী করতে হবে ও এগিয়ে যেতে হবে ।"

তিনি ভারতের অগ্রগতির জন্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও বৈচিত্রের কথা তুলে ধরেন ৷ তাছাড়া জানান যে ভারতের নীতি খুব স্পষ্ট ৷ তার পরও বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে হবে ৷ তাই তিনি দেশের মানুষের সাহায্য চান ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৷

তিনি বলেন, "অমৃত কালে 2047 সালে যখন দেশ স্বাধীনতার 100 বছর উদযাপন করবে, তখন তেরঙা হওয়া উচিত একটি উন্নত ভারতের । আমাদের থামলে হবে না, পিছু হটলে চলবে না এবং এর জন্য প্রয়োজন সম্ভাব্যতা, পারদর্শিতা ও নিরপেক্ষতা ।" ঐক্য ও বৈচিত্রকে সঙ্গী করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের অবদান রাখা উচিত বলেও তিনি উল্লেখ করেন ৷ তিনি দেশীয় সামগ্রীর উপর জোর দেওয়ার কথা বলেন ৷

তিনি সরাসরি না বললেও কংগ্রেসের সমালোচনা করেননি ৷ কিন্তু ঘুরিয়ে তোপ দেগেছেন কংগ্রেসের বিরুদ্ধে ৷ তিনি স্বাধীনতার পরবর্তী 75 বছরের কথা তুলে ধরেছেন ৷ সেই সময় সম্ভাবনা থাকলেও ভারতের সঠিক অগ্রগতি হয়নি বলেও দাবি করেছেন ৷ কিন্তু পরে পরিস্থিতি বদলেছে ৷ তাই ভারত এগিয়ে চলেছে বলে জানিয়েছেন ৷ সেই কারণে স্বাধীনতার শতবর্ষের সময় ভারতকে উন্নত দেশে পরিণত করতে সকলকে উদ্যোগ নিতে হবে ৷

আরও পড়ুন: 'ভারতকে থামানো যাবে না', স্বাধীনতা দিবসে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ভারতের স্বপ্নপূরণের জন্য তিনিও বদ্ধপরিকর ৷ কারণ, ভারতবাসীর স্বপ্ন তিনি ভেঙে যেতে দেখতে পারবেন না ৷ তাছাড়া তিনি জানিয়েছেন, স্বাধীনতার শতবর্ষে উন্নত দেশ হয়ে উঠবে, কারণ দেশের স্বাধীনতা আনতে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের আশীর্বাদ রয়েছে ভারতের উপর ৷

নয়াদিল্লি, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে উন্নত ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, ভারত যখন 2047 সালে স্বাধীনতার শতবর্ষ পালন করবে, তখন ভারত উন্নত দেশে পরিণত হবে ৷ তাই দেশের 140 কোটি মানুষের প্রতি তাঁর বার্তা, কোনও ভারতীয় যেন স্বপ্ন দেখা বন্ধ না করে দেয় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এটা কেবল একটি স্বপ্ন নয়, 1.4 বিলিয়ন নাগরিকের সংকল্প । সেই সংকল্প পূরণের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য, তবে আমাদের জাতীয় চরিত্র সবচেয়ে উল্লেখযোগ্য শক্তি । যে দেশগুলি এগিয়েছে, তাদের অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে ৷ প্রতি ক্ষেত্রেই সেই দেশগুলির জাতীয় চরিত্র এক ৷ আমাদের অবশ্যই আমাদের জাতীয় চরিত্রকে আরও শক্তিশালী করতে হবে ও এগিয়ে যেতে হবে ।"

তিনি ভারতের অগ্রগতির জন্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও বৈচিত্রের কথা তুলে ধরেন ৷ তাছাড়া জানান যে ভারতের নীতি খুব স্পষ্ট ৷ তার পরও বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে হবে ৷ তাই তিনি দেশের মানুষের সাহায্য চান ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৷

তিনি বলেন, "অমৃত কালে 2047 সালে যখন দেশ স্বাধীনতার 100 বছর উদযাপন করবে, তখন তেরঙা হওয়া উচিত একটি উন্নত ভারতের । আমাদের থামলে হবে না, পিছু হটলে চলবে না এবং এর জন্য প্রয়োজন সম্ভাব্যতা, পারদর্শিতা ও নিরপেক্ষতা ।" ঐক্য ও বৈচিত্রকে সঙ্গী করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের অবদান রাখা উচিত বলেও তিনি উল্লেখ করেন ৷ তিনি দেশীয় সামগ্রীর উপর জোর দেওয়ার কথা বলেন ৷

তিনি সরাসরি না বললেও কংগ্রেসের সমালোচনা করেননি ৷ কিন্তু ঘুরিয়ে তোপ দেগেছেন কংগ্রেসের বিরুদ্ধে ৷ তিনি স্বাধীনতার পরবর্তী 75 বছরের কথা তুলে ধরেছেন ৷ সেই সময় সম্ভাবনা থাকলেও ভারতের সঠিক অগ্রগতি হয়নি বলেও দাবি করেছেন ৷ কিন্তু পরে পরিস্থিতি বদলেছে ৷ তাই ভারত এগিয়ে চলেছে বলে জানিয়েছেন ৷ সেই কারণে স্বাধীনতার শতবর্ষের সময় ভারতকে উন্নত দেশে পরিণত করতে সকলকে উদ্যোগ নিতে হবে ৷

আরও পড়ুন: 'ভারতকে থামানো যাবে না', স্বাধীনতা দিবসে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ভারতের স্বপ্নপূরণের জন্য তিনিও বদ্ধপরিকর ৷ কারণ, ভারতবাসীর স্বপ্ন তিনি ভেঙে যেতে দেখতে পারবেন না ৷ তাছাড়া তিনি জানিয়েছেন, স্বাধীনতার শতবর্ষে উন্নত দেশ হয়ে উঠবে, কারণ দেশের স্বাধীনতা আনতে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের আশীর্বাদ রয়েছে ভারতের উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.