ETV Bharat / bharat

PM Modi on Water Conservation: স্বাধীনতার শতবর্ষের অমৃতকালে ভারতের ওয়াটার ভিশন বড় অবদান রাখবে, মত প্রধানমন্ত্রীর - ওয়াটার ভিশন

নয়াদিল্লিতে বৃহস্পতিবার শুরু হয়েছে জল বিষয়ক এক সম্মেলন ৷ ওই সম্মেলনের প্রথমে দিনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেখানে তিনি জল সংরক্ষণের (Water Conversation) প্রয়োজনীয়তার কথা বলেন ৷ সাধারণ মানুষকে এই নিয়ে সচেতন হওয়ার বার্তাও দেন ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Jan 5, 2023, 12:55 PM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বৃহস্পতিবার জানিয়েছেন যে দেশ জল সুরক্ষায় (Water Security) উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ৷ আর 2047 সালের আগে এই অমৃতকালে (Amrit Kaal) তা বিশেষ অবদান রাখবে ৷ এদিন জল বিষয়ক অল ইন্ডিয়া অ্যানুয়াল স্টেট মিনিস্টার্স সম্মেলনে যোগ দেন ৷ সেখানেই ভাষণ দেওয়ার সময় একথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি আরও জানিয়েছেন, জল সংরক্ষণের (Water Conservation) জন্য রাজ্যগুলির প্রচেষ্টা দেশের সম্মিলিত লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে ।

তিনি বলেন, "ভারত জল সুরক্ষায় বড় অগ্রগতি করেছে । 2047 সালের দিকে আমাদের ওয়াটার ভিশন (Water Vision) অমৃতকালের জন্য একটি বড় অবদান রাখবে । দেশের প্রতিটি জেলায় 75 হাজার অমৃত সরোবর নির্মাণ করা হবে ৷ এখন পর্যন্ত 25 হাজার অমৃত সরোবর (Amrit Sarovar) তৈরি করা হয়েছে ৷" প্রধানমন্ত্রী আরও বলেন, "আমাদের সাংবিধানিক ব্যবস্থায়, জলের বিষয়টি রাজ্যগুলির নিয়ন্ত্রণে আসে ৷ জল সংরক্ষণের জন্য রাজ্যগুলির প্রচেষ্টা দেশের সম্মিলিত লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে ৷"

জল সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণের কথাও তিনি তুলে ধরেন ৷ তিনি বলেন, ‘‘জল সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি করতে হবে ৷ আমরা এই দিকে যত বেশি প্রচেষ্টা করব, তত বেশি প্রভাব তৈরি হবে ।’’ জল সংরক্ষণে প্রযুক্তির গুরুত্বও তিনি উল্লেখ করেন ৷ এই নিয়ে তিনি বলেন, "জল সংরক্ষণের কাজে জিও ম্যাপিং এবং জিও সেন্সিং-এর মতো প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । বিভিন্ন স্টার্টআপও এই কাজে সহযোগিতা করছে ।"

শুধু সরকার নয়, নাগরিকদেরও জল সংরক্ষণে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন ৷ বলেন, "জল সংরক্ষণের জন্য শুধুমাত্র সরকারের প্রচেষ্টাই যথেষ্ট নয় । জনগণের অংশগ্রহণও জরুরি ৷ সমাজের সবস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে হবে ৷ জল সংরক্ষণ সম্পর্কিত প্রচারাভিযানে আমাদেরকে জনগণ, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজকে সংযুক্ত করতে হবে ৷"

স্বচ্ছ ভারত অভিযানের কথাও এদিন বলেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, এই কর্মসূচির সাফল্য এসেছে মানুষ সচেতন হওয়ায় ৷ জল সংরক্ষণের ক্ষেত্রেও এটাই করতে হবে ৷ শিল্প ও কৃষিক্ষেত্রে জলের চাহিদা বরাবর বেশি থাকে ৷ সেই বিষয়টি বোঝেন প্রধানমন্ত্রী ৷ সেই চাহিদা পূরণ করেও শিল্প ও কৃষিক্ষেত্রগুলিকে জল সংরক্ষণের বার্তা দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: জল সংরক্ষণে দেশবাসীকে ফের শপথগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 5 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বৃহস্পতিবার জানিয়েছেন যে দেশ জল সুরক্ষায় (Water Security) উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ৷ আর 2047 সালের আগে এই অমৃতকালে (Amrit Kaal) তা বিশেষ অবদান রাখবে ৷ এদিন জল বিষয়ক অল ইন্ডিয়া অ্যানুয়াল স্টেট মিনিস্টার্স সম্মেলনে যোগ দেন ৷ সেখানেই ভাষণ দেওয়ার সময় একথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি আরও জানিয়েছেন, জল সংরক্ষণের (Water Conservation) জন্য রাজ্যগুলির প্রচেষ্টা দেশের সম্মিলিত লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে ।

তিনি বলেন, "ভারত জল সুরক্ষায় বড় অগ্রগতি করেছে । 2047 সালের দিকে আমাদের ওয়াটার ভিশন (Water Vision) অমৃতকালের জন্য একটি বড় অবদান রাখবে । দেশের প্রতিটি জেলায় 75 হাজার অমৃত সরোবর নির্মাণ করা হবে ৷ এখন পর্যন্ত 25 হাজার অমৃত সরোবর (Amrit Sarovar) তৈরি করা হয়েছে ৷" প্রধানমন্ত্রী আরও বলেন, "আমাদের সাংবিধানিক ব্যবস্থায়, জলের বিষয়টি রাজ্যগুলির নিয়ন্ত্রণে আসে ৷ জল সংরক্ষণের জন্য রাজ্যগুলির প্রচেষ্টা দেশের সম্মিলিত লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে ৷"

জল সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণের কথাও তিনি তুলে ধরেন ৷ তিনি বলেন, ‘‘জল সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি করতে হবে ৷ আমরা এই দিকে যত বেশি প্রচেষ্টা করব, তত বেশি প্রভাব তৈরি হবে ।’’ জল সংরক্ষণে প্রযুক্তির গুরুত্বও তিনি উল্লেখ করেন ৷ এই নিয়ে তিনি বলেন, "জল সংরক্ষণের কাজে জিও ম্যাপিং এবং জিও সেন্সিং-এর মতো প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । বিভিন্ন স্টার্টআপও এই কাজে সহযোগিতা করছে ।"

শুধু সরকার নয়, নাগরিকদেরও জল সংরক্ষণে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন ৷ বলেন, "জল সংরক্ষণের জন্য শুধুমাত্র সরকারের প্রচেষ্টাই যথেষ্ট নয় । জনগণের অংশগ্রহণও জরুরি ৷ সমাজের সবস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে হবে ৷ জল সংরক্ষণ সম্পর্কিত প্রচারাভিযানে আমাদেরকে জনগণ, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজকে সংযুক্ত করতে হবে ৷"

স্বচ্ছ ভারত অভিযানের কথাও এদিন বলেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, এই কর্মসূচির সাফল্য এসেছে মানুষ সচেতন হওয়ায় ৷ জল সংরক্ষণের ক্ষেত্রেও এটাই করতে হবে ৷ শিল্প ও কৃষিক্ষেত্রে জলের চাহিদা বরাবর বেশি থাকে ৷ সেই বিষয়টি বোঝেন প্রধানমন্ত্রী ৷ সেই চাহিদা পূরণ করেও শিল্প ও কৃষিক্ষেত্রগুলিকে জল সংরক্ষণের বার্তা দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: জল সংরক্ষণে দেশবাসীকে ফের শপথগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.