ETV Bharat / bharat

PM Narendra Modi: প্রতিশ্রুতি দিলে তা পালন করে কেন্দ্র, দাবি প্রধানমন্ত্রীর

শনিবার অরুণাচল প্রদেশের ইটানগরে প্রথম গ্রিনফিল্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেখানেই তিনি জানান, প্রতিশ্রুতি দিলে তা পালন করে তাঁর সরকার ৷

PM Narendra Modi says Union Government Actually delivers what it has Promised
PM Narendra Modi: প্রতিশ্রুতি দিলে তা পালন করে কেন্দ্র, দাবি প্রধানমন্ত্রীর
author img

By

Published : Nov 19, 2022, 12:34 PM IST

ইটানগর (অরুণাচল প্রদেশ), 19 নভেম্বর: প্রতিশ্রুতি পালন করে তাঁর সরকার ৷ যে প্রকল্পের শিলান্যাস করা হয়, তার উদ্বোধনও করা হয় ৷ অযথা কোনও প্রকল্পকে ঝুলিয়ে রাখা হয় না ৷ কেন্দ্রীয় সরকারের কর্মসংস্কৃতিকে এভাবেই ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

শনিবার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ইটানগরে উদ্বোধন করা হয় ডোনি পোলো বিমানবন্দরের ৷ এটি ওই রাজ্য়ের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর (Greenfield Airport) ৷ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ তার পর কেন্দ্রীয় সরকারের কর্মসংস্কৃতি নিয়ে এই সার্টিফিকেট দেন তিনি ৷

2019 সালে এই বিমানবন্দরের শিলন্যাস করেছিলেন প্রধানমন্ত্রী ৷ 690 একর জায়গার উপর এই বিমানবন্দর গড়ে উঠেছে৷ খরচ হয়েছে 640 কোটি টাকা ৷ 2300 মিটারের রানওয়ে রয়েছে ৷ প্রতি ঘণ্টায় 200 জন যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন ৷ দিনে সব আবহাওয়াতেই এই বিমানবন্দরে বিমান ওঠা-নামা করতে পারবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) ডিরেক্টর দিলীপ সাজনানি ৷

এই বিমানবন্দর উত্তর পূর্ব ভারতের (North East India) সঙ্গে দেশের অন্য অংশের যোগাযোগ আরও সুগম করল ৷ অরুণাচল প্রদেশে পর্যটনের (Tourism) প্রসারে আরও সাহায্য করবে এই বিমানবন্দর ৷ সেই কারণে স্থানীয় সংস্কৃতির কথা মাথায় রেখে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে ৷ ডোনি অর্থাৎ সূর্য এবং পোলো অর্থাৎ চাঁদ ৷ স্থানীয় আদিবাসীরা দীর্ঘ সময় ধরে সূর্য ও চন্দ্রের উপাসনা করছেন ৷ সেই কারণেই এর নাম ডোনি পোলো বিমানবন্দর ৷

আরও পড়ুন: সন্ত্রাসের মদতদাতাদের শায়েস্তা করার ডাক মোদির, তীব্র আক্রমণ চিন-পাকিস্তানকে

এই বিমানবন্দরের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) ৷ তাঁর কথায়, আমাদের রাজ্যের রাজধানীতে একটা বিমানবন্দর থাকবে, এটাই ছিল আমাদের স্বপ্ন ৷ আজ প্রধানমন্ত্রীর জন্য আমাদের সেই সপ্ন বাস্তবায়িত হল ৷’’

অরুণাচল প্রদেশে এতদিন দু’টি বিমানবন্দর ছিল ৷ তার একটি ছিল পাসিঘাটে ৷ আর দ্বিতীয়টি তেজুতে ছিল ৷ কিন্তু রাজধানী ইটানগরে কোনও বিমানবন্দর ছিল না ৷ এই প্রথম সেখানে বিমানবন্দর তৈরি হল ৷ উত্তর পূর্ব ভারতে এখন সবমিলিয়ে 16টি বিমানবন্দর হয়ে গেল ৷

বিমানবন্দর ছাড়াও প্রধানমন্ত্রী এদিন অরুণাচল প্রদেশে একটি 600 মেগাওয়াটের কামেং হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের উদ্বোধন করেছেন ৷ এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করতে খরচ হয়েছে 8450 কোটি টাকা ৷

এদিন প্রধানমন্ত্রীর আরও কর্মসূচি রয়েছে ৷ এদিনই তিনি উদ্বোধন করবেন কাশী তামিল সঙ্গমম নামে একটি উৎসবের ৷ যা উত্তরপ্রদেশের বারাণসীতে আগামী একমাস ধরে চলবে ৷ মূলত কাশী ও তামিলনাড়ুর মধ্যে বন্ধনকে আরও মজবুত করতেই এই উদ্যোগ ৷ দক্ষিণ ভারতের ওই রাজ্য থেকে 2500 অতিথি সেখানে উপস্থিত হচ্ছেন ৷

আরও পড়ুন: বেঙ্গালুরু বিমানবন্দরে ঝাঁ চকচকে টার্মিনালের উদ্বোধন মোদির

ইটানগর (অরুণাচল প্রদেশ), 19 নভেম্বর: প্রতিশ্রুতি পালন করে তাঁর সরকার ৷ যে প্রকল্পের শিলান্যাস করা হয়, তার উদ্বোধনও করা হয় ৷ অযথা কোনও প্রকল্পকে ঝুলিয়ে রাখা হয় না ৷ কেন্দ্রীয় সরকারের কর্মসংস্কৃতিকে এভাবেই ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

শনিবার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ইটানগরে উদ্বোধন করা হয় ডোনি পোলো বিমানবন্দরের ৷ এটি ওই রাজ্য়ের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর (Greenfield Airport) ৷ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ তার পর কেন্দ্রীয় সরকারের কর্মসংস্কৃতি নিয়ে এই সার্টিফিকেট দেন তিনি ৷

2019 সালে এই বিমানবন্দরের শিলন্যাস করেছিলেন প্রধানমন্ত্রী ৷ 690 একর জায়গার উপর এই বিমানবন্দর গড়ে উঠেছে৷ খরচ হয়েছে 640 কোটি টাকা ৷ 2300 মিটারের রানওয়ে রয়েছে ৷ প্রতি ঘণ্টায় 200 জন যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন ৷ দিনে সব আবহাওয়াতেই এই বিমানবন্দরে বিমান ওঠা-নামা করতে পারবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) ডিরেক্টর দিলীপ সাজনানি ৷

এই বিমানবন্দর উত্তর পূর্ব ভারতের (North East India) সঙ্গে দেশের অন্য অংশের যোগাযোগ আরও সুগম করল ৷ অরুণাচল প্রদেশে পর্যটনের (Tourism) প্রসারে আরও সাহায্য করবে এই বিমানবন্দর ৷ সেই কারণে স্থানীয় সংস্কৃতির কথা মাথায় রেখে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে ৷ ডোনি অর্থাৎ সূর্য এবং পোলো অর্থাৎ চাঁদ ৷ স্থানীয় আদিবাসীরা দীর্ঘ সময় ধরে সূর্য ও চন্দ্রের উপাসনা করছেন ৷ সেই কারণেই এর নাম ডোনি পোলো বিমানবন্দর ৷

আরও পড়ুন: সন্ত্রাসের মদতদাতাদের শায়েস্তা করার ডাক মোদির, তীব্র আক্রমণ চিন-পাকিস্তানকে

এই বিমানবন্দরের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) ৷ তাঁর কথায়, আমাদের রাজ্যের রাজধানীতে একটা বিমানবন্দর থাকবে, এটাই ছিল আমাদের স্বপ্ন ৷ আজ প্রধানমন্ত্রীর জন্য আমাদের সেই সপ্ন বাস্তবায়িত হল ৷’’

অরুণাচল প্রদেশে এতদিন দু’টি বিমানবন্দর ছিল ৷ তার একটি ছিল পাসিঘাটে ৷ আর দ্বিতীয়টি তেজুতে ছিল ৷ কিন্তু রাজধানী ইটানগরে কোনও বিমানবন্দর ছিল না ৷ এই প্রথম সেখানে বিমানবন্দর তৈরি হল ৷ উত্তর পূর্ব ভারতে এখন সবমিলিয়ে 16টি বিমানবন্দর হয়ে গেল ৷

বিমানবন্দর ছাড়াও প্রধানমন্ত্রী এদিন অরুণাচল প্রদেশে একটি 600 মেগাওয়াটের কামেং হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের উদ্বোধন করেছেন ৷ এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করতে খরচ হয়েছে 8450 কোটি টাকা ৷

এদিন প্রধানমন্ত্রীর আরও কর্মসূচি রয়েছে ৷ এদিনই তিনি উদ্বোধন করবেন কাশী তামিল সঙ্গমম নামে একটি উৎসবের ৷ যা উত্তরপ্রদেশের বারাণসীতে আগামী একমাস ধরে চলবে ৷ মূলত কাশী ও তামিলনাড়ুর মধ্যে বন্ধনকে আরও মজবুত করতেই এই উদ্যোগ ৷ দক্ষিণ ভারতের ওই রাজ্য থেকে 2500 অতিথি সেখানে উপস্থিত হচ্ছেন ৷

আরও পড়ুন: বেঙ্গালুরু বিমানবন্দরে ঝাঁ চকচকে টার্মিনালের উদ্বোধন মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.