বেঙ্গালুরু, 26 অগস্ট: "মহাকাশ বিজ্ঞানের কল্যাণে ঘূর্ণিঝড়ের খবর আগে পেয়ে মানুষের প্রাণ বাঁচে। রক্ষা পায় তাদের সম্পত্তিও ৷ সেই সম্পত্তির মোট পরিমাণ হয়তো মহাকাশ গবেষণার খরচের থেকেও বেশি "। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার তিনি বেঙ্গালুরুর ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক কমপ্লেক্সে বক্তৃতা দেন ৷ প্রায় 40 মিনিটের ভাষণে প্রশাসনিক কাজকর্ম, দেশের কৃষক ও মৎস্যজীবীদের জীবনে, প্রত্যন্ত গ্রামেগঞ্জে মহাকাশ প্রযুক্তি ও বিজ্ঞানের অবদানের কথা তুলে ধরেন ৷ এই অনুষ্ঠান থেকেই তিনি দেশের স্পেস ইন্ডাস্ট্রি প্রসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি করেন। তিনি বলেন, "আজ, বহু বিশেষজ্ঞ বলছেন, আগামী সপ্তাহগুলিতে ভারতের স্পেস ইন্ডাস্ট্রি 8 বিলিয়ন থেকে 16 বিলিয়ন ডলারে পৌঁছবে ৷"
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসনিক কাজে মহাকাশ বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে বলেন, "প্রধানমন্ত্রী হওয়ার পর আমি যুগ্মসচিব স্তরের আধিকারিক এবং মহাকাশ বিজ্ঞানীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিলাম ৷ এর উদ্দেশ্য ছিল, শাসনব্যবস্থায় স্বচ্ছতা আনা ৷ প্রশাসনিক ব্যবস্থাপনায় স্পেস সেক্টরের শক্তি কতটা ব্যবহার করা যায তা নিয়েই আলোচনা হয়েছিল সেখানে ৷"
-
VIDEO | “Today, several experts are saying that in the coming years, India's space industry will grow from 8 billion dollars to 16 billion dollars,” says PM Modi as he addresses ISRO scientists in Bengaluru on the successful landing of Chandrayaan-3 on Moon's surface. pic.twitter.com/n3FBuxYjQZ
— Press Trust of India (@PTI_News) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | “Today, several experts are saying that in the coming years, India's space industry will grow from 8 billion dollars to 16 billion dollars,” says PM Modi as he addresses ISRO scientists in Bengaluru on the successful landing of Chandrayaan-3 on Moon's surface. pic.twitter.com/n3FBuxYjQZ
— Press Trust of India (@PTI_News) August 26, 2023VIDEO | “Today, several experts are saying that in the coming years, India's space industry will grow from 8 billion dollars to 16 billion dollars,” says PM Modi as he addresses ISRO scientists in Bengaluru on the successful landing of Chandrayaan-3 on Moon's surface. pic.twitter.com/n3FBuxYjQZ
— Press Trust of India (@PTI_News) August 26, 2023
আরও পড়ুন: বিক্রমের অবতরণ-স্থলের নাম দিলেন 'শিবশক্তি', ইসরোয় বিজ্ঞানীদের শুভেচ্ছা মোদির
স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গেও মহাকাশ বিজ্ঞানের সম্পর্ক রয়েছে বলে জানান তিনি ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "দেশে স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয় থেকে শুরু করে কোটি কোটি বাড়ি তৈরি হচ্ছে ৷ এই সবকিছুর নজরদারি, কাজের অগ্রগতিতে মহাকাশ বিজ্ঞান খুব সাহায্য করেছে ৷ দেশের মধ্যে দূর-দূরান্তে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে স্পেস সেক্টরের বড় ভূমিকা রয়েছে ৷ অমৃত মহোৎসবের আওতায় জেলায় জেলায় অমৃত সরোবর তৈরি হয়েছে ৷ সেগুলি নজরদারিও করছে মহাকাশ বিজ্ঞান ৷"
তিনি জানান, মহাকাশ বিজ্ঞানের অন্যতম লক্ষ্য দৈনন্দিন জীবন ও শাসন ব্যবস্থাকে সহজ করে তোলা ৷ দেশের কৃষি ক্ষেত্রেও মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি আবহাওয়ায় পূর্বাভাস দিয়ে কৃষকদের সহায়তা করছে ৷ কৃষকরা সহজেই আবহাওয়ার সম্পর্কে জানতে পারেন ৷ কোটি কোটি মৎস্যজীবীও পূর্বাভাস পান ৷ এমনকী ঘূর্ণিঝড় আসার আগেই তার গতিপথ সম্পর্কে জানা যায় ৷ এতে বহু মানুষের জীবন বাঁচে। বাঁচে তাদের সম্পত্তিও ৷ এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদি বলেন, "ঘূর্ণিঝড়ের হাত থেকে যে পরিমাণ সম্পত্তি বেঁচে যায়, তা একসঙ্গে যোগ করলে হয়তো তা মহাকাশ গবেষণার খরচের চেয়ে বেশি হবে ৷"
-
VIDEO | “India's chest of knowledge and science is buried under the era of slavery. In the ‘Aazadi Ka Amrit Kaal’, we have to excavate this chest,” says PM Modi as he addresses ISRO scientists in Bengaluru on the successful landing of Chandrayaan-3 on Moon's surface. pic.twitter.com/I4SjN51SHI
— Press Trust of India (@PTI_News) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | “India's chest of knowledge and science is buried under the era of slavery. In the ‘Aazadi Ka Amrit Kaal’, we have to excavate this chest,” says PM Modi as he addresses ISRO scientists in Bengaluru on the successful landing of Chandrayaan-3 on Moon's surface. pic.twitter.com/I4SjN51SHI
— Press Trust of India (@PTI_News) August 26, 2023VIDEO | “India's chest of knowledge and science is buried under the era of slavery. In the ‘Aazadi Ka Amrit Kaal’, we have to excavate this chest,” says PM Modi as he addresses ISRO scientists in Bengaluru on the successful landing of Chandrayaan-3 on Moon's surface. pic.twitter.com/I4SjN51SHI
— Press Trust of India (@PTI_News) August 26, 2023
আরও পড়ুন: 'জয় জওয়ান, জয় বিজ্ঞান', গ্রিস থেকে সোজা বেঙ্গালুরুতে নেমে মন্তব্য মোদির
এর আগে শনিবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দরে নামে সংক্ষিপ্ত বক্তৃতা দেন মোদি ৷ তারপরই শহরের রাস্তায় রোড শো করে ইসরোর টেলেমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে কার্যালয়ে যান ৷ সেখানে ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ এবং মিশন চন্দ্রযান-3-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি।