সিন্ধুদুর্গ (মহারাষ্ট্র), 4 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ঘোষণা করেছেন যে ভারতীয় সংস্কৃতি অনুসারে ভারতীয় নৌবাহিনীতে পদের নামকরণ করা হবে ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে প্রতিরক্ষা বাহিনীতে মহিলাদের শক্তি বৃদ্ধি করা হবে । তিনি জানান, নৌবাহিনীর অফিসারদের যে এপলেট (কাঁধে থাকা স্ট্র্যাপ) পরেন, তাতে এখন থেকে ছত্রপতি শিবাজি মহারাজের সেনাবাহিনীর প্রতীক থাকবে ।
মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে 'নৌসেনা দিবস 2023' উদযাপনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, "আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করে আমি আনন্দিত হয়ে ঘোষণা করছি যে ভারতীয় সংস্কৃতি অনুসারে ভারতীয় নৌবাহিনীতে পদের নাম পরিবর্তন করা হবে ৷ প্রতিরক্ষা বাহিনীতে মহিলাদের নিয়োগ বৃদ্ধির কাজও করা হচ্ছে । নৌবাহিনীর জাহাজের প্রথম মহিলা কমান্ডিং অফিসার নিয়োগের জন্য আমি নৌবাহিনীকে অভিনন্দন জানাতে চাই ।"
প্রধানমন্ত্রী মোদি জানান যে তিনি ইতিমধ্যেই ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহ্যের সঙ্গে নৌবাহিনীর পতাকা সংযুক্ত করার সুযোগ পেয়েছেন এবং এখন নৌবাহিনীর অফিসাররা যে এপলেট পরেন, সেখানে মারাঠা শাসকের সেনাবাহিনীর প্রতীক বহন করবে । তিনি বলেন, "আমাদের নির্ভরতার মানসিকতাকে পিছনে ফেলে শিবাজি মহারাজের অনুপ্রেরণা নিয়ে জাতি এগিয়ে চলেছে । তাই এখন থেকে নতুন এপলেট শিবাজি মহারাজের প্রতীক বহন করবে ৷"
প্রধানমন্ত্রী আরও জানান, মানুষ এখন হতাশাবাদের রাজনীতিকে পরাজিত করে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছে । এই ব্রত ভারতের প্রাপ্য গর্ব পুনরুদ্ধার করবে । তিনি বলেন, "আমাদের ইতিহাস 1000 বছরের পুরনো দাসত্ব ও পরাজয়ের নয় ৷ বরং তা হল বিজয়, জ্ঞান, সংস্কৃতি এবং নৌ দক্ষতার ইতিহাস ৷"
একই সঙ্গে 1660 সালে মারাঠা শাসক দ্বারা তৈরি করা এই সিন্ধুদুর্গ দুর্গ থেকে নৌবাহিনীর পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানানোর সুযোগ পাওয়ার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন ৷ বলেন, "আমি সিন্ধুদুর্গ ফোর্ট থেকে নৌবাহিনী দিবসের শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি ।’’
পাশাপাশি মোদি জানিয়েছেন যে ছত্রপতি শিবাজি মহারাজ সমুদ্রের শক্তির গুরুত্ব জানতেন ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘ছত্রপতি শিবাজি মহারাজ সমুদ্রের শক্তির গুরুত্ব জানতেন এবং বিশ্বাস করতেন যে যিনি সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই সবচেয়ে শক্তিশালী ।"
এর আগে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান যে এক দশক আগে নৌবাহিনীকে উপেক্ষা করা হয়েছিল ৷ কারণ, তখন বিশ্বাস করা হত যে দেশ কেবল স্থলভাগেই আক্রান্ত হতে পারে ৷ মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতায় আসার পরই নৌবাহিনী, সেনা এবং বিমান বাহিনীর সমস্ত শাখার উপর নজর দেন ।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ভারতীয় নৌবাহিনী স্বদেশীকরণের দিকে অগ্রসর হচ্ছে এবং সম্প্রতি প্রথম দেশীয় বিমানবাহী রণতরী প্রধানমন্ত্রী মোদী উদ্বোধনও করা হয়েছে । আগে বেশিরভাগ যন্ত্রপাতি আমদানি করা হত ৷ এখন ভারত ক্রেতা থেকে নির্মাতা হয়েছে ৷
আরও পড়ুন: