ETV Bharat / bharat

PM Narendra Modi: '2047 সালের মধ্যে উন্নত দেশ হয়ে উঠবে ভারত', দাবি প্রধানমন্ত্রীর - ভারত দুনিয়ায় উন্নত দেশ হয়ে উঠবে

পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে মোদি সরকার ৷ এটি অর্থনীতির চালিকা শক্তি ৷ আগামী দিনে এর উপর নির্ভর করেই ভারত বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi said that infrastructure is the key factor) ৷

Prime Minister Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Mar 4, 2023, 5:39 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ: পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিচ্ছে ভারত ৷ তাতে 2047 সালের মধ্যে ভারত দুনিয়ায় উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরিকাঠামো এবং বিনিয়োগের উপর বাজেট-পরবর্তী ওয়েবিনার (Post Budget Webinar) চলছে ৷ সেখানে প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেট পরিকাঠামো সেক্টরকে যথেষ্ট জোর দেওয়া হয়েছে ৷ তিনি বলেন, "অর্থনীতির চালিকা শক্তি পরিকাঠামো উন্নয়ন ৷ এই পথে চলে 2047 সালে ভারত উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে ৷" পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের উপরেও জোর দেন মোদি ৷ এ প্রসঙ্গে তিনি জানান, এটি উন্নয়নের গতি বাড়াতে সাহায্য করবে ৷

এদিন ওয়েবিনারে মোদি জানান, 2014 সালের আগে জাতীয় সড়ক নির্মাণের গড় বার্ষিক পরিমাণ যা ছিল, তার তুলনায় এখন প্রায় দ্বিগুণ হয়েছে ৷ এ নিয়ে ইউপিএ জমানার কংগ্রেস সরকারকে আক্রমণ করেন মোদি ৷ তিনি জানান, এটা দুর্ভাগ্যজনক যে, স্বাধীনতা-পরবর্তী সময়ে আধুনিক পরিকাঠামোর সম্প্রসারণ হয়নি ৷ রাজ্য সরকারগুলিরও আধুনিক পরিকাঠামোকে গুরুত্ব দেওয়া উচিত ৷ এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকার বিষয়টি তুলে ধরেন তিনি ৷ রাস্তা, রেল, বন্দর এবং বিমানবন্দরের মতো সব সেক্টরে আধুনিক পরিকাঠামো উন্নয়নকে উৎসাহিত করছে মোদি সরকার, শনিবার দাবি করেন প্রধানমন্ত্রী ৷ এতে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে এবং জিনিসপত্র পরিবহণের খরচ কমবে ৷

তরুণদের উন্নতির প্রসঙ্গও বাদ যায়নি মোদির বক্তৃতায় ৷ তিনি জানান, পরিকাঠামো যদি শক্তপোক্ত হয়, তাহলে তরুণরাও এগিয়ে আসবে ৷ তাই কারিগরি উন্নয়ন, প্রজেক্ট ডেভেলপমেন্ট এবং শিল্পোন্নয়নকে লক্ষ্য করা প্রয়োজন ৷ 2023-24 অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরিকাঠামোয় খরচ 33 শতাংশ বাড়িয়ে 10 লক্ষ কোটি টাকা ধার্য করেছেন ৷ তিনি বলেন, "পরপর তিন বছর মূলধন বিনিয়োগ 33 শতাংশ বৃদ্ধি করে 10 লক্ষ কোটি টাকা করা হল ৷ এটা জিডিপির 3.3 শতাংশ৷ 2019-20 সালে যা খরচ হয়েছিল, তার প্রায় 3 গুণ ৷"

আরও পড়ুন: ব্যবসায়িক ক্ষেত্রে গ্রিন এনার্জির সম্ভাবনা সোনার খনির চেয়ে কম নয়, দাবি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 4 মার্চ: পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিচ্ছে ভারত ৷ তাতে 2047 সালের মধ্যে ভারত দুনিয়ায় উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরিকাঠামো এবং বিনিয়োগের উপর বাজেট-পরবর্তী ওয়েবিনার (Post Budget Webinar) চলছে ৷ সেখানে প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেট পরিকাঠামো সেক্টরকে যথেষ্ট জোর দেওয়া হয়েছে ৷ তিনি বলেন, "অর্থনীতির চালিকা শক্তি পরিকাঠামো উন্নয়ন ৷ এই পথে চলে 2047 সালে ভারত উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে ৷" পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের উপরেও জোর দেন মোদি ৷ এ প্রসঙ্গে তিনি জানান, এটি উন্নয়নের গতি বাড়াতে সাহায্য করবে ৷

এদিন ওয়েবিনারে মোদি জানান, 2014 সালের আগে জাতীয় সড়ক নির্মাণের গড় বার্ষিক পরিমাণ যা ছিল, তার তুলনায় এখন প্রায় দ্বিগুণ হয়েছে ৷ এ নিয়ে ইউপিএ জমানার কংগ্রেস সরকারকে আক্রমণ করেন মোদি ৷ তিনি জানান, এটা দুর্ভাগ্যজনক যে, স্বাধীনতা-পরবর্তী সময়ে আধুনিক পরিকাঠামোর সম্প্রসারণ হয়নি ৷ রাজ্য সরকারগুলিরও আধুনিক পরিকাঠামোকে গুরুত্ব দেওয়া উচিত ৷ এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকার বিষয়টি তুলে ধরেন তিনি ৷ রাস্তা, রেল, বন্দর এবং বিমানবন্দরের মতো সব সেক্টরে আধুনিক পরিকাঠামো উন্নয়নকে উৎসাহিত করছে মোদি সরকার, শনিবার দাবি করেন প্রধানমন্ত্রী ৷ এতে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে এবং জিনিসপত্র পরিবহণের খরচ কমবে ৷

তরুণদের উন্নতির প্রসঙ্গও বাদ যায়নি মোদির বক্তৃতায় ৷ তিনি জানান, পরিকাঠামো যদি শক্তপোক্ত হয়, তাহলে তরুণরাও এগিয়ে আসবে ৷ তাই কারিগরি উন্নয়ন, প্রজেক্ট ডেভেলপমেন্ট এবং শিল্পোন্নয়নকে লক্ষ্য করা প্রয়োজন ৷ 2023-24 অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরিকাঠামোয় খরচ 33 শতাংশ বাড়িয়ে 10 লক্ষ কোটি টাকা ধার্য করেছেন ৷ তিনি বলেন, "পরপর তিন বছর মূলধন বিনিয়োগ 33 শতাংশ বৃদ্ধি করে 10 লক্ষ কোটি টাকা করা হল ৷ এটা জিডিপির 3.3 শতাংশ৷ 2019-20 সালে যা খরচ হয়েছিল, তার প্রায় 3 গুণ ৷"

আরও পড়ুন: ব্যবসায়িক ক্ষেত্রে গ্রিন এনার্জির সম্ভাবনা সোনার খনির চেয়ে কম নয়, দাবি প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.