ETV Bharat / bharat

PM Modi on Digital Transactions: ডিজিটাল লেনদেন শীঘ্রই নগদকে ছাড়িয়ে যাবে, আশাবাদী মোদি - ডিজিটাল ওয়ালেট

মঙ্গলবার ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ডিজিটাল লেনদেনের (India-Singapore Digital Transactions) জন্য ক্রস-বর্ডার কানেক্টিভিটি চালু হল ৷ এক ভার্চুয়াল অনুষ্ঠানে সিঙ্গাপুর ও ভারতের প্রধানমন্ত্রী এই পরিষেবার সূচনা করেন ৷ তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ডিজিটাল লেনদেন খুব তাড়াতাড়ি নগদকে ছাড়িয়ে যাবে (PM Modi on Digital Transactions) ৷

PM Modi on Digital Transactions
PM Modi on Digital Transactions
author img

By

Published : Feb 21, 2023, 5:10 PM IST

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মঙ্গলবার আশা প্রকাশ করেছেন যে দেশে ডিজিটাল লেনদেন (Digital Transactions) শীঘ্রই নগদকে ছাড়িয়ে যাবে ৷ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (Unified Payments Interface) বা ইউপিআই দেশের সবচেয়ে পছন্দের অর্থ প্রদানের ব্যবস্থা হয়ে উঠবে । ইউপিআই (UPI) ও সিঙ্গাপুরের পেনাও (PayNow)-এর মধ্যে ক্রস-বর্ডার কানেক্টিভিটি চালু করার পর একথা বলেন প্রধানমন্ত্রী ৷ তিনি আরও জানান, 2022 সালে ইউপিআই-এর মাধ্যমে প্রায় 74 বিলিয়ন লেনদেন হয়েছে ৷ 126 ট্রিলিয়ন টাকা লেনদেন হয়েছে সেখানে ৷ যা প্রায় 2 ট্রিলিয়ন সিঙ্গাপুর ডলার ।

তিনি বলেন, "অনেক বিশেষজ্ঞ অনুমান করছেন যে খুব শীঘ্রই ভারতের ডিজিটাল ওয়ালেট (Digital Wallet) লেনদেন নগদ লেনদেনকে ছাড়িয়ে যাবে ৷ ইউপিআই-এর মাধ্যমে বিপুল সংখ্যক লেনদেন প্রমাণ করে যে এই দেশীয়ভাবে ডিজাইন করা পেমেন্ট সিস্টেমটি খুবই নিরাপদ ৷" এদিন যে ভার্চুয়াল অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী, সেখানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিএন লং (Singaporean PM Lee Hsien Loong)-ও উপস্থিত ছিলেন ৷

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ও সিঙ্গাপুরের মনিটারি অথরিটির ম্যানেজিং ডিরেক্টর রবি প্রতীকী লেনদেনের মাধ্যমে এই পরিষেবার সূচনা করেন ৷ এই পরিষেবা ভারত ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক বলে জানান তিনি ৷ তাঁর কথায়, এই পরিষেবার ফলে উভয় দেশের মানুষ মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করতে পারবেন ৷

সিঙ্গাপুর হল প্রথম দেশ যার সঙ্গে ক্রস-বর্ডার পারসন-টু-পারসন (P2P) পেমেন্ট সুবিধা চালু করা হয়েছে ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী জানান, এই পরিষেবা সিঙ্গাপুরে ভারতীয় প্রবাসীদের, বিশেষ করে অভিবাসী শ্রমিক ও ছাত্রদের সাহায্য করবে ৷ ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে আসবে ৷ আর সিঙ্গাপুর থেকে ভারতে তাৎক্ষণিক ও কম খরচে অর্থ স্থানান্তরের মাধ্যমে হয়ে উঠবে সাধারণ মানুষের কাছে ৷ এদিন ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের সুফলের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে ৷ এর ফলে দেশে এগিয়ে গিয়েছে ৷ তাঁর দাবি, এর ফলে দেশের প্রশাসনিক কাজ ও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কাজে গতি এনেছে ৷

ভার্চুয়াল লঞ্চের আগে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফোন কল হয় ৷ যেখানে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন মোদি ও লি ৷ প্রধানমন্ত্রী মোদি ভারত ও সিঙ্গাপুরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লিকে ধন্যবাদ জানান ৷ আর ভারতের জি20 প্রেসিডেন্সির অধীনে তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানান ।

আরও পড়ুন: নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেন করতে এগুলি মেনে চলুন

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মঙ্গলবার আশা প্রকাশ করেছেন যে দেশে ডিজিটাল লেনদেন (Digital Transactions) শীঘ্রই নগদকে ছাড়িয়ে যাবে ৷ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (Unified Payments Interface) বা ইউপিআই দেশের সবচেয়ে পছন্দের অর্থ প্রদানের ব্যবস্থা হয়ে উঠবে । ইউপিআই (UPI) ও সিঙ্গাপুরের পেনাও (PayNow)-এর মধ্যে ক্রস-বর্ডার কানেক্টিভিটি চালু করার পর একথা বলেন প্রধানমন্ত্রী ৷ তিনি আরও জানান, 2022 সালে ইউপিআই-এর মাধ্যমে প্রায় 74 বিলিয়ন লেনদেন হয়েছে ৷ 126 ট্রিলিয়ন টাকা লেনদেন হয়েছে সেখানে ৷ যা প্রায় 2 ট্রিলিয়ন সিঙ্গাপুর ডলার ।

তিনি বলেন, "অনেক বিশেষজ্ঞ অনুমান করছেন যে খুব শীঘ্রই ভারতের ডিজিটাল ওয়ালেট (Digital Wallet) লেনদেন নগদ লেনদেনকে ছাড়িয়ে যাবে ৷ ইউপিআই-এর মাধ্যমে বিপুল সংখ্যক লেনদেন প্রমাণ করে যে এই দেশীয়ভাবে ডিজাইন করা পেমেন্ট সিস্টেমটি খুবই নিরাপদ ৷" এদিন যে ভার্চুয়াল অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী, সেখানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিএন লং (Singaporean PM Lee Hsien Loong)-ও উপস্থিত ছিলেন ৷

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ও সিঙ্গাপুরের মনিটারি অথরিটির ম্যানেজিং ডিরেক্টর রবি প্রতীকী লেনদেনের মাধ্যমে এই পরিষেবার সূচনা করেন ৷ এই পরিষেবা ভারত ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক বলে জানান তিনি ৷ তাঁর কথায়, এই পরিষেবার ফলে উভয় দেশের মানুষ মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করতে পারবেন ৷

সিঙ্গাপুর হল প্রথম দেশ যার সঙ্গে ক্রস-বর্ডার পারসন-টু-পারসন (P2P) পেমেন্ট সুবিধা চালু করা হয়েছে ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী জানান, এই পরিষেবা সিঙ্গাপুরে ভারতীয় প্রবাসীদের, বিশেষ করে অভিবাসী শ্রমিক ও ছাত্রদের সাহায্য করবে ৷ ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে আসবে ৷ আর সিঙ্গাপুর থেকে ভারতে তাৎক্ষণিক ও কম খরচে অর্থ স্থানান্তরের মাধ্যমে হয়ে উঠবে সাধারণ মানুষের কাছে ৷ এদিন ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের সুফলের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে ৷ এর ফলে দেশে এগিয়ে গিয়েছে ৷ তাঁর দাবি, এর ফলে দেশের প্রশাসনিক কাজ ও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কাজে গতি এনেছে ৷

ভার্চুয়াল লঞ্চের আগে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফোন কল হয় ৷ যেখানে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন মোদি ও লি ৷ প্রধানমন্ত্রী মোদি ভারত ও সিঙ্গাপুরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লিকে ধন্যবাদ জানান ৷ আর ভারতের জি20 প্রেসিডেন্সির অধীনে তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানান ।

আরও পড়ুন: নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেন করতে এগুলি মেনে চলুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.