ETV Bharat / bharat

Modi Slams Congress: ছোট রাজ্য বলে হিমাচলকে উপেক্ষা করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় কংগ্রেস, অভিযোগ নরেন্দ্র মোদির - বিজেপি

আগামী 12 নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন (HP Assembly Polls) ৷ শনিবার ওই রাজ্যে ভোটের প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেখানেই নির্বাচনী সভা থেকে নিশানা করেন কংগ্রেসকে (Congress) ৷

pm-narendra-modi-says-congress-ignored-himachal-pradesh-because-it-is-small-state-made-false-promises
Modi Slams Congress: ছোট রাজ্য বলে হিমাচলকে উপেক্ষা করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় কংগ্রেস, অভিযোগ নরেন্দ্র মোদির
author img

By

Published : Nov 5, 2022, 6:55 PM IST

সুরেন্দ্রনগর (হিমাচল প্রদেশ), 5 নভেম্বর: ছোট রাজ্য বলে হিমাচল প্রদেশকে (Himachal Pradesh) গুরুত্ব দেয় না কংগ্রেস (Congress) ৷ শনিবার এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ আগামী 12 নভেম্বর ওই রাজ্যে বিধানসভার নির্বাচন (HP Assembly Polls) ৷ তার আগে এদিন সেখানে ভোটের প্রচারে যান গেরুয়া শিবিরের এই নেতা ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

এদিন হিমাচলের বাসিন্দাদের প্রতি তাঁর বার্তা, আগামী 12 নভেম্বর যাঁরা ভোট দেবেন, তাঁদের প্রতিটি ভোটই হিমাচল প্রদেশের আগামী 25 বছরের উন্নয়নের জন্য হবে ৷ বিজেপিকে (BJP) ভোট দিয়ে স্থায়িত্ব ও প্রগতির পথ প্রশস্ত করার নতুন রেওয়াজ শুরু করার আর্জি জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, টানা দু’বার একই দলের সরকার কখনও হিমাচল প্রদেশে হয়নি ৷ সেই কথাই কার্যত মোদি এখানে তুলেছেন ৷ আর বিজেপিকে আরও একবার ক্ষমতায় ফেরানোর নতুন রেওয়াজের কথা বলেছেন ৷ তাই অনুন্নয়নের অভিযোগ তুলে কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন কংগ্রেসকে ৷ কংগ্রেস ক্ষমতায় এলে হিমাচল প্রদেশের উন্নয়ন থমকে যাবে বলেও দাবি করেছেন ৷

তাঁর দাবি, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কংগ্রেসের পুরনো কৌশল ৷ কিন্তু বিজেপি সেই পথে হাঁটে না ৷ ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করে ৷ নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি তুলে ধরেন জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারার অবলুপ্তি ঘটানো এবং রাম মন্দির তৈরির প্রসঙ্গ ৷ এগুলি বিজেপির নির্বাচনী ইস্তাহারে বারবার থেকেছে ৷ সময় মতো সেগুলো যে কার্যকরও হয়েছে, সেটাই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রীর আরও দাবি, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত স্বনির্ভর হোক এটা চায় না ৷ তাই স্বাধীন ভারতে কংগ্রেসের প্রথম দুর্নীতিই ছিল প্রতিরক্ষা ক্ষেত্রে ৷ কংগ্রেস সবসময় প্রতিরক্ষা চুক্তি থেকে কমিশন চায় বলেও তিনি এদিন দাবি করেন ৷ এসব করে কংগ্রেস মানুষের জীবন নিয়ে খেলে ৷

সুরেন্দ্রনগর হিমাচল প্রদেশের মান্ডি জেলার মধ্যে পড়ে৷ যেখানকার ভূমিপুত্র ওই রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (HP CM Jairam Thakur) ৷ ফলে সেখানে ভোটের প্রচার বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই প্রধানমন্ত্রী নিজেই হাজির হন প্রচারে ৷ সেই প্রচার সভা থেকে কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি হিমাচল প্রদেশের কথাও তুলে ধরেছেন তিনি ৷ ভারতের স্বাধীনতার শতবর্ষে হিমাচল প্রদেশ গঠনের 100 বছর পূরণ হবে ৷ সেই কারণে আগামী 25 বছর ওই রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ এই কথাও এদিন সভা থেকে হিমাচলবাসীকে মনে করিয়ে দেন মোদি ৷

আরও পড়ুন: ভোটের প্রচার শুরুর আগে 'সৎসঙ্গে' মোদি

সুরেন্দ্রনগর (হিমাচল প্রদেশ), 5 নভেম্বর: ছোট রাজ্য বলে হিমাচল প্রদেশকে (Himachal Pradesh) গুরুত্ব দেয় না কংগ্রেস (Congress) ৷ শনিবার এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ আগামী 12 নভেম্বর ওই রাজ্যে বিধানসভার নির্বাচন (HP Assembly Polls) ৷ তার আগে এদিন সেখানে ভোটের প্রচারে যান গেরুয়া শিবিরের এই নেতা ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

এদিন হিমাচলের বাসিন্দাদের প্রতি তাঁর বার্তা, আগামী 12 নভেম্বর যাঁরা ভোট দেবেন, তাঁদের প্রতিটি ভোটই হিমাচল প্রদেশের আগামী 25 বছরের উন্নয়নের জন্য হবে ৷ বিজেপিকে (BJP) ভোট দিয়ে স্থায়িত্ব ও প্রগতির পথ প্রশস্ত করার নতুন রেওয়াজ শুরু করার আর্জি জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, টানা দু’বার একই দলের সরকার কখনও হিমাচল প্রদেশে হয়নি ৷ সেই কথাই কার্যত মোদি এখানে তুলেছেন ৷ আর বিজেপিকে আরও একবার ক্ষমতায় ফেরানোর নতুন রেওয়াজের কথা বলেছেন ৷ তাই অনুন্নয়নের অভিযোগ তুলে কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন কংগ্রেসকে ৷ কংগ্রেস ক্ষমতায় এলে হিমাচল প্রদেশের উন্নয়ন থমকে যাবে বলেও দাবি করেছেন ৷

তাঁর দাবি, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কংগ্রেসের পুরনো কৌশল ৷ কিন্তু বিজেপি সেই পথে হাঁটে না ৷ ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করে ৷ নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি তুলে ধরেন জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারার অবলুপ্তি ঘটানো এবং রাম মন্দির তৈরির প্রসঙ্গ ৷ এগুলি বিজেপির নির্বাচনী ইস্তাহারে বারবার থেকেছে ৷ সময় মতো সেগুলো যে কার্যকরও হয়েছে, সেটাই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রীর আরও দাবি, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত স্বনির্ভর হোক এটা চায় না ৷ তাই স্বাধীন ভারতে কংগ্রেসের প্রথম দুর্নীতিই ছিল প্রতিরক্ষা ক্ষেত্রে ৷ কংগ্রেস সবসময় প্রতিরক্ষা চুক্তি থেকে কমিশন চায় বলেও তিনি এদিন দাবি করেন ৷ এসব করে কংগ্রেস মানুষের জীবন নিয়ে খেলে ৷

সুরেন্দ্রনগর হিমাচল প্রদেশের মান্ডি জেলার মধ্যে পড়ে৷ যেখানকার ভূমিপুত্র ওই রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (HP CM Jairam Thakur) ৷ ফলে সেখানে ভোটের প্রচার বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই প্রধানমন্ত্রী নিজেই হাজির হন প্রচারে ৷ সেই প্রচার সভা থেকে কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি হিমাচল প্রদেশের কথাও তুলে ধরেছেন তিনি ৷ ভারতের স্বাধীনতার শতবর্ষে হিমাচল প্রদেশ গঠনের 100 বছর পূরণ হবে ৷ সেই কারণে আগামী 25 বছর ওই রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ এই কথাও এদিন সভা থেকে হিমাচলবাসীকে মনে করিয়ে দেন মোদি ৷

আরও পড়ুন: ভোটের প্রচার শুরুর আগে 'সৎসঙ্গে' মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.