ETV Bharat / bharat

রাম যেভাবে মানুষকে এক করতেন, সেভাবেই অযোধ্যার উন্নয়ন করতে হবে : মোদি - latest news today

অযোধ্যায় তৈরি হচ্ছে রামমন্দির ৷ তাই অযোধ্যায় উন্নয়নে জোর দিতে চায় কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকার ৷ সেই কারণে অযোধ্যার উন্নয়ন নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সূত্রের খবর, বৈঠকে তিনি বলেছেন যে শ্রীরাম যেভাবে মানুষকে এক করতে, সেভাবেই অযোধ্যার উন্নয়ন করতে হবে ৷

pm narendra modi said ayodhya development should follow the way lord ram had bring people together
শ্রীরাম যেভাবে মানুষকে এক করতেন, সেভাবেই অযোধ্যার উন্নয়ন করতে হবে : মোদি
author img

By

Published : Jun 26, 2021, 4:51 PM IST

নয়াদিল্লি, 26 জুন : আগামী প্রজন্ম যেন জীবনে অন্তত একবার অযোধ্যা ভ্রমণের ইচ্ছে প্রকাশ করেন ৷ এই বিষয়টিকে মাথায় রেখেই উন্নয়ন করতে হবে রামের জন্মভূমিতে (Ram Janmabhoomi) ৷ এমনটাই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শনিবার অযোধ্যার (Ayodhya) উন্নয়ন নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে তিনি এই কথা জানিয়েছেন ৷ সরকারের একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ৷

  • PM said that the way Lord Ram had ability to bring people together, development works of Ayodhya should be guided by spirit of healthy public participation.He called for skills of talented youth to be leveraged in this development: Govt sources from Ayodhya Development plan meet

    — ANI (@ANI) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই সূত্র জানিয়েছে যে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, অযোধ্যার উন্নয়ন এমন ভাবে যার সঙ্গে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের মিল থাকে ৷ আর এতে যেন সকলের লাভ হয় ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেভাবে ভগবান রামের সকলকে একত্র করার শক্তি ছিল, সেভাবে মানুষের স্বাস্থ্যকর অংশগ্রহণের কথা মাথায় রেখেই অযোধ্যার উন্নয়নের পরিকল্পনা করতে হবে ৷ আর তার মধ্যে বর্তমান যুব সমাজকেও জড়িয়ে নিতে হবে ৷

আরও পড়ুন : Modi-Yogi meet : অযোধ্যার উন্নয়ন নিয়ে যোগীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির

প্রসঙ্গত, 2019 সালের শেষে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের অনুমতি দেয় ৷ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার রামমন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গড়ে দেয় ৷ 2020 সালের 5 অগস্ট রামমন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে ৷ তাই সেখানকার উন্নয়নের দিকটিও মাথায় রাখছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার ৷

  • PM said that the coming generations should feel the desire to visit Ayodhya at least once in their lifetime. PM pointed that developmental works in Ayodhya will continue in the foreseeable future: Govt sources from Ayodhya Development plan meeting

    — ANI (@ANI) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই নিয়েই এদিন ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) উপস্থিত ছিলেন ৷ তিনি বৈঠকে অযোধ্যার উন্নয়ন সংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা পেশ করেছেন বলে জানা গিয়েছে ৷ সেই পরিকল্পনার মধ্যে অযোধ্যার পর্যটনের বিষয়টিও রয়েছে ৷ তার কারণ, রামমন্দির নির্মাণ হওয়ার পর সেখানে তীর্থযাত্রীদের ভিড় বাড়তে শুরু করবে ৷ ফলে রামমন্দিরকে ঘিরেই ওই পর্যটন শিল্প আরও বৃদ্ধি পাবে ৷

আরও পড়ুন : মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর

তাই অযোধ্যায় একটি আন্তর্জাতিক বিমানবন্দরও তৈরি হতে চলেছে ৷ যোগী আদিত্যানাথ সংবাদসংস্থাকে আগেই সেই তথ্য দিয়েছিলেন ৷ এছাড়া এদিনের বৈঠকে অযোধ্যার রাস্তা, পরিবহণ সংক্রান্ত পরিকাঠামো তৈরির পরিকল্পনার কথা যোগী পেশ করেছেন বলে জানা গিয়েছে ৷

আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election) ৷ তার আগে অযোধ্যায় উন্নয়নের কাজের গতি যে বিজেপি বাড়াতে চায়, তা এদিনের বৈঠক থেকেই স্পষ্ট ৷ কারণ, রামমন্দির আন্দোলন বরাবর বিজেপিকে রাজনৈতিক লাভ দিয়েছে ৷

আরও পড়ুন : আইন ভেঙেছে টুইটার, অ্যাকাউন্ট সাময়িক বন্ধ নিয়ে সরব রবিশঙ্কর

নয়াদিল্লি, 26 জুন : আগামী প্রজন্ম যেন জীবনে অন্তত একবার অযোধ্যা ভ্রমণের ইচ্ছে প্রকাশ করেন ৷ এই বিষয়টিকে মাথায় রেখেই উন্নয়ন করতে হবে রামের জন্মভূমিতে (Ram Janmabhoomi) ৷ এমনটাই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শনিবার অযোধ্যার (Ayodhya) উন্নয়ন নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে তিনি এই কথা জানিয়েছেন ৷ সরকারের একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ৷

  • PM said that the way Lord Ram had ability to bring people together, development works of Ayodhya should be guided by spirit of healthy public participation.He called for skills of talented youth to be leveraged in this development: Govt sources from Ayodhya Development plan meet

    — ANI (@ANI) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই সূত্র জানিয়েছে যে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, অযোধ্যার উন্নয়ন এমন ভাবে যার সঙ্গে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের মিল থাকে ৷ আর এতে যেন সকলের লাভ হয় ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেভাবে ভগবান রামের সকলকে একত্র করার শক্তি ছিল, সেভাবে মানুষের স্বাস্থ্যকর অংশগ্রহণের কথা মাথায় রেখেই অযোধ্যার উন্নয়নের পরিকল্পনা করতে হবে ৷ আর তার মধ্যে বর্তমান যুব সমাজকেও জড়িয়ে নিতে হবে ৷

আরও পড়ুন : Modi-Yogi meet : অযোধ্যার উন্নয়ন নিয়ে যোগীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির

প্রসঙ্গত, 2019 সালের শেষে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের অনুমতি দেয় ৷ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার রামমন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গড়ে দেয় ৷ 2020 সালের 5 অগস্ট রামমন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে ৷ তাই সেখানকার উন্নয়নের দিকটিও মাথায় রাখছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার ৷

  • PM said that the coming generations should feel the desire to visit Ayodhya at least once in their lifetime. PM pointed that developmental works in Ayodhya will continue in the foreseeable future: Govt sources from Ayodhya Development plan meeting

    — ANI (@ANI) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই নিয়েই এদিন ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) উপস্থিত ছিলেন ৷ তিনি বৈঠকে অযোধ্যার উন্নয়ন সংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা পেশ করেছেন বলে জানা গিয়েছে ৷ সেই পরিকল্পনার মধ্যে অযোধ্যার পর্যটনের বিষয়টিও রয়েছে ৷ তার কারণ, রামমন্দির নির্মাণ হওয়ার পর সেখানে তীর্থযাত্রীদের ভিড় বাড়তে শুরু করবে ৷ ফলে রামমন্দিরকে ঘিরেই ওই পর্যটন শিল্প আরও বৃদ্ধি পাবে ৷

আরও পড়ুন : মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর

তাই অযোধ্যায় একটি আন্তর্জাতিক বিমানবন্দরও তৈরি হতে চলেছে ৷ যোগী আদিত্যানাথ সংবাদসংস্থাকে আগেই সেই তথ্য দিয়েছিলেন ৷ এছাড়া এদিনের বৈঠকে অযোধ্যার রাস্তা, পরিবহণ সংক্রান্ত পরিকাঠামো তৈরির পরিকল্পনার কথা যোগী পেশ করেছেন বলে জানা গিয়েছে ৷

আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election) ৷ তার আগে অযোধ্যায় উন্নয়নের কাজের গতি যে বিজেপি বাড়াতে চায়, তা এদিনের বৈঠক থেকেই স্পষ্ট ৷ কারণ, রামমন্দির আন্দোলন বরাবর বিজেপিকে রাজনৈতিক লাভ দিয়েছে ৷

আরও পড়ুন : আইন ভেঙেছে টুইটার, অ্যাকাউন্ট সাময়িক বন্ধ নিয়ে সরব রবিশঙ্কর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.