ETV Bharat / bharat

বাংলা-সহ দেশের 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে 19000 কোটি টাকা ট্রান্সফার মোদির - নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অষ্টম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে টাকা ট্রান্সফার করেন মোদি ৷

PM narendra Modi releases eighth instalment of financial benefit under PM-KISAN scheme
কৃষক সম্মান নিধির অষ্টম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠালেন মোদি
author img

By

Published : May 14, 2021, 12:14 PM IST

Updated : May 14, 2021, 12:30 PM IST

নয়াদিল্লি, 14 মে: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অষ্টম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে টাকা ট্রান্সফার করেন তিনি ৷ বাংলা-সহ দেশের 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হল 19,000 কোটি টাকা ৷ এ দিন কোভিডের বিরুদ্ধের লড়াইয়ের কথা তুলে ধরে মানুষকে সতর্ক করেন প্রধানমন্ত্রী ৷

এ দিন প্রধানমন্ত্রী জানান, "অক্ষয় তৃতীয়ার দিনে প্রায় 19,000 কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ এই প্রকল্পের সুবিধেভোগী কৃষকের সংখ্যা 10 কোটির কাছে পৌঁছে গেল ৷ এ বার প্রথম পশ্চিমবঙ্গের কৃষকরাও এর সুবিধে পাবেন ৷" কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে মোদি বলেন, "কোভিড 19-এর কঠিন চ্যালেঞ্জের সময়ে কৃষকরা কৃষি ও উদ্যানপালনে প্রতি বছর নয়া রেকর্ড করেছে ৷ গত বছরের তুলনায় এ বছর 10 শতাংশ বেশি গম এমএসপি-তে কেনা হয়েছে ৷"

এ দিন বিনামূল্যে রেশনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানান, মে ও জুন মাসে 80 কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে ৷ এই রেশন পেতে মানুষের যাতে কোনও সমস্যা না-হয়, তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার 2 কোটি কিষান ক্রেডিট কার্ড ইস্যু করেছে কেন্দ্র ৷

আরও পড়ুন: ভারতের আবার উত্থান : চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ

টাকা ট্রান্সফারের পর এ দিন সুবিধেভোগী কৃষকদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ অন্ধ্রপ্রদেশের এক কৃষক এক ফালি পরিত্যক্ত জমিতেই অরগ্যানিক ফার্মিং করছেন ৷ তাঁকে মোদি বলেন, "আপনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷ আপনার আত্মবিশ্বাস আপনার দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরেছে ৷" সারা বছর তাঁর জমিতে তিন রকমের ফসল ফলান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ওই কৃষক ৷

মেঘালয়ের এক কৃষকের সঙ্গেও কথা বলেন মোদি ৷ ওই কৃষক অরগ্যানিক ফার্মিঙের একটি বিজ়নেস মডেল তৈরি করেছেন ৷ প্রধানমন্ত্রী তাঁকে বলেন, দেশজুড়ে 10,000 ফার্মার প্রোডিউসার অর্গানাইজ়েশন তৈরি করা হয়েছে ৷ তাদের সঙ্গে যুক্ত হয়েছে ছোট কৃষকরাও ৷ এ দিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও উপস্থিত ছিলেন ৷

2019 সালে কৃষকদের জন্য এই প্রকল্প হাতে নেয় এনডিএ সরকার ৷ এই প্রকল্পের আওতায় প্রতি বছর সুবিধেভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6000 টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার ৷

নয়াদিল্লি, 14 মে: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অষ্টম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে টাকা ট্রান্সফার করেন তিনি ৷ বাংলা-সহ দেশের 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হল 19,000 কোটি টাকা ৷ এ দিন কোভিডের বিরুদ্ধের লড়াইয়ের কথা তুলে ধরে মানুষকে সতর্ক করেন প্রধানমন্ত্রী ৷

এ দিন প্রধানমন্ত্রী জানান, "অক্ষয় তৃতীয়ার দিনে প্রায় 19,000 কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ এই প্রকল্পের সুবিধেভোগী কৃষকের সংখ্যা 10 কোটির কাছে পৌঁছে গেল ৷ এ বার প্রথম পশ্চিমবঙ্গের কৃষকরাও এর সুবিধে পাবেন ৷" কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে মোদি বলেন, "কোভিড 19-এর কঠিন চ্যালেঞ্জের সময়ে কৃষকরা কৃষি ও উদ্যানপালনে প্রতি বছর নয়া রেকর্ড করেছে ৷ গত বছরের তুলনায় এ বছর 10 শতাংশ বেশি গম এমএসপি-তে কেনা হয়েছে ৷"

এ দিন বিনামূল্যে রেশনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানান, মে ও জুন মাসে 80 কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে ৷ এই রেশন পেতে মানুষের যাতে কোনও সমস্যা না-হয়, তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার 2 কোটি কিষান ক্রেডিট কার্ড ইস্যু করেছে কেন্দ্র ৷

আরও পড়ুন: ভারতের আবার উত্থান : চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ

টাকা ট্রান্সফারের পর এ দিন সুবিধেভোগী কৃষকদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ অন্ধ্রপ্রদেশের এক কৃষক এক ফালি পরিত্যক্ত জমিতেই অরগ্যানিক ফার্মিং করছেন ৷ তাঁকে মোদি বলেন, "আপনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷ আপনার আত্মবিশ্বাস আপনার দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরেছে ৷" সারা বছর তাঁর জমিতে তিন রকমের ফসল ফলান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ওই কৃষক ৷

মেঘালয়ের এক কৃষকের সঙ্গেও কথা বলেন মোদি ৷ ওই কৃষক অরগ্যানিক ফার্মিঙের একটি বিজ়নেস মডেল তৈরি করেছেন ৷ প্রধানমন্ত্রী তাঁকে বলেন, দেশজুড়ে 10,000 ফার্মার প্রোডিউসার অর্গানাইজ়েশন তৈরি করা হয়েছে ৷ তাদের সঙ্গে যুক্ত হয়েছে ছোট কৃষকরাও ৷ এ দিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও উপস্থিত ছিলেন ৷

2019 সালে কৃষকদের জন্য এই প্রকল্প হাতে নেয় এনডিএ সরকার ৷ এই প্রকল্পের আওতায় প্রতি বছর সুবিধেভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6000 টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার ৷

Last Updated : May 14, 2021, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.