নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: আজ জি20 সম্মেলনের প্রথমদিন ৷ শনিবার সকালেই সম্মেলনস্থলে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জি20 সম্মেলনের ভেন্যু ‘ভারত মণ্ডপম’-এর সকল ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি ৷ এখানের আজ এবং আগামিকাল ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে অংশ নেবেন ৷ সম্মেলনের থিম, 'ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি অ্যান্ড ওয়ান ফিউচার ৷ অর্থাৎ, 'এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ’ ৷
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘ভারত মণ্ডপম’-এ যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ আজ প্রধানমন্ত্রী নিজে সকল রাষ্ট্রনেতাদের এই সম্মেলনে স্বাগত জানাচ্ছেন ৷ আলোচনার মূল বিষয়, পরিবেশ এবং বিশ্ব উষ্ণায়ন ৷ গতকালই জি20’র সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা ভারতে পৌঁছে গিয়েছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি শুক্রবার রাতেই প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷
সূত্রের খবর, এই আলাপচারিতায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ পাশাপাশি, দুই দেশের বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা হয় ৷ যার মধ্যে বিমানের ইঞ্জিন সংক্রান্ত চুক্তি, অসামরিক পরমাণু শক্তির ব্যবহার এবং সর্বপরী দুই দেশের সম্পর্কের বিষয়ে নানান ইস্যুতে বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার ৷
আরও পড়ুন: সম্মেলনে নজিরবিহীন সাইবার নিরাপত্তা, চিন-পাকিস্তানের হ্যাকারদের রুখতে মরিয়া ভারত
গতকালই ভারতে জি20 সম্মলনে অংশ নিতে পৌঁছে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ সূত্রের খবর রবিবার ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ উল্লেখ্য, কূটনৈতিক মহলের মতে ভারতের সঙ্গে সীমান্ত এবং মানচিত্র বিতর্কের আবহে জি20 সম্মেলনে অংশ নিচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ বদলে চিনের প্রধানমন্ত্রীকে এবারের জি20 সম্মলনে পাঠিয়েছে বেজিং ৷
আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থন বাইডেনের
সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ এবং আন্তর্জাতিক আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভারতে আসছেন না ৷ যদিও, আন্তর্জাতিক আদালতের সঙ্গে ভারতের সেই চুক্তি নেই । এর ফলে কোনও বিদেশে রাষ্ট্রনেতা বা নাগরিককে গ্রেফতার করা যেতে পারে ৷ তবুও, আমেরিকা এবং ব্রিটেন-সহ বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মুখোমুখি হতে চাইছেন না বলেই পুতিন জি20 সম্মেলনে আসবেন না বলে কূটনৈতিক মহলের মত ৷