ETV Bharat / bharat

PM Modi on Yogi: বিজ্ঞাপন বিতর্কের ড্যামেজ কন্ট্রোল ? যোগীর ডাবল ইঞ্জিন সরকারের ঢালাও প্রশংসা মোদির - যোগীর প্রশংসায় মোদি

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ঢালাও প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বিজ্ঞাপন বিতর্কের পর কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকারের (Double-Engine Government) পক্ষে সওয়াল করলেন নমো ৷

PM Modi on Yogi
PM Modi on Yogi
author img

By

Published : Sep 14, 2021, 7:38 PM IST

আলিগড়, 14 সেপ্টেম্বর : বিজ্ঞাপন বিতর্কে কিছুটা হলেও উত্তরপ্রদেশ সরকারের ভাবমূর্তিতে আঘাত পড়েছে ৷ যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ডাবল ইঞ্জিন সরকার (Double-Engine Government) নিয়ে তোপ দেগেছে তৃণমূল ৷ এ বার যোগীর ঢাল হয়ে নিজেই দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বিজ্ঞাপন বিতর্কের একদিন পরই তাঁর মুখে দরাজ প্রশংসা শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ৷ মোদি বললেন, "ডাবল ইঞ্জিন সরকারের ডাবল সুবিধের উজ্জ্বল দৃষ্টান্ত হল উত্তরপ্রদেশ ৷"

আলিগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটির উদ্বোধনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "একটা সময়ে দেশের উন্নয়ন থমকে যেত উত্তরপ্রদেশে ৷ আর আজ দেশের সর্বোচ্চ উন্নয়নমূলক প্রচারে উঠে এসেছে এই রাজ্য, এটা আমার কাছে দারুণ তৃপ্তির ব্যাপার ৷" কেন্দ্রে ও উত্তরপ্রদেশে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মোদি বলেন, "জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিনিয়োগকারীদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে উত্তরপ্রদেশ ৷ এটা তখনই ঘটে, যখন কোনও জায়গায় অনুকূল পরিবেশ লালন করা হয় এবং প্রয়োজনীয় উপাদানগুলি জোগান দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ আজ উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিন সরকারের ডাবল সুবিধের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি

ডাবল ইঞ্জিন সরকারের কথা টেনে বিরোধীরা বহুবার কটাক্ষ করেছে বিজেপিকে ৷ উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে বাংলার মা উড়ালপুলের ছবি প্রকাশিত হওয়ায় তৃণমল কংগ্রেসের তরফে কটাক্ষ করে বলা হয়েছিল যে, ডাবল ইঞ্জিন সরকারের কোনও সাফল্য নেই বলেই যোগীকে বাংলার উন্নয়ন তুলে ধরতে হয়েছে ৷ ডাবল ইঞ্জিনের ধারণাকে বিজেপির জুমলা বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ শুধু তৃণমূল নয়, উত্তরপ্রদেশের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও মায়াবতীও বিজেপিকে এই নিয়ে কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন: Tripura TMC : বারবার বাধা, ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে কৌশল বদলাচ্ছে তৃণমূল

বিরোধীদের একহাত নিয়ে এদিন মোদি বলেন, "একটা সময় ছিল যখন রাজ্যকে শাসন করত গুন্ডারা ৷ তবে এখন সব তোলাবাজ ও মাফিয়ারা গারদে রয়েছে ৷ উত্তরপ্রদেশের মানুষ কেলেঙ্কারিগুলি ভুলে যায়নি ৷ আজকের যোগীজির সরকার রাজ্যের উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছে ৷" এ দিন মোদি আরও জানান, আলিগড় প্রতিরক্ষা ক্ষেত্রের হাব হয়ে উঠছে ৷ ইতিমধ্য়েই 12টি প্রতিরক্ষা কোম্পানি তাদের ইউনিট খুলেছে আলিগড়ে ৷

আলিগড়, 14 সেপ্টেম্বর : বিজ্ঞাপন বিতর্কে কিছুটা হলেও উত্তরপ্রদেশ সরকারের ভাবমূর্তিতে আঘাত পড়েছে ৷ যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ডাবল ইঞ্জিন সরকার (Double-Engine Government) নিয়ে তোপ দেগেছে তৃণমূল ৷ এ বার যোগীর ঢাল হয়ে নিজেই দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বিজ্ঞাপন বিতর্কের একদিন পরই তাঁর মুখে দরাজ প্রশংসা শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ৷ মোদি বললেন, "ডাবল ইঞ্জিন সরকারের ডাবল সুবিধের উজ্জ্বল দৃষ্টান্ত হল উত্তরপ্রদেশ ৷"

আলিগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটির উদ্বোধনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "একটা সময়ে দেশের উন্নয়ন থমকে যেত উত্তরপ্রদেশে ৷ আর আজ দেশের সর্বোচ্চ উন্নয়নমূলক প্রচারে উঠে এসেছে এই রাজ্য, এটা আমার কাছে দারুণ তৃপ্তির ব্যাপার ৷" কেন্দ্রে ও উত্তরপ্রদেশে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মোদি বলেন, "জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিনিয়োগকারীদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে উত্তরপ্রদেশ ৷ এটা তখনই ঘটে, যখন কোনও জায়গায় অনুকূল পরিবেশ লালন করা হয় এবং প্রয়োজনীয় উপাদানগুলি জোগান দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ আজ উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিন সরকারের ডাবল সুবিধের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি

ডাবল ইঞ্জিন সরকারের কথা টেনে বিরোধীরা বহুবার কটাক্ষ করেছে বিজেপিকে ৷ উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে বাংলার মা উড়ালপুলের ছবি প্রকাশিত হওয়ায় তৃণমল কংগ্রেসের তরফে কটাক্ষ করে বলা হয়েছিল যে, ডাবল ইঞ্জিন সরকারের কোনও সাফল্য নেই বলেই যোগীকে বাংলার উন্নয়ন তুলে ধরতে হয়েছে ৷ ডাবল ইঞ্জিনের ধারণাকে বিজেপির জুমলা বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ শুধু তৃণমূল নয়, উত্তরপ্রদেশের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও মায়াবতীও বিজেপিকে এই নিয়ে কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন: Tripura TMC : বারবার বাধা, ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে কৌশল বদলাচ্ছে তৃণমূল

বিরোধীদের একহাত নিয়ে এদিন মোদি বলেন, "একটা সময় ছিল যখন রাজ্যকে শাসন করত গুন্ডারা ৷ তবে এখন সব তোলাবাজ ও মাফিয়ারা গারদে রয়েছে ৷ উত্তরপ্রদেশের মানুষ কেলেঙ্কারিগুলি ভুলে যায়নি ৷ আজকের যোগীজির সরকার রাজ্যের উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছে ৷" এ দিন মোদি আরও জানান, আলিগড় প্রতিরক্ষা ক্ষেত্রের হাব হয়ে উঠছে ৷ ইতিমধ্য়েই 12টি প্রতিরক্ষা কোম্পানি তাদের ইউনিট খুলেছে আলিগড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.