ETV Bharat / bharat

'শত শত প্রণাম', জন্মবার্ষিকীতে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - স্বামী বিবেকানন্দ

Swami Vivekananda: আজ স্বামী বিবেকানন্দের 162 তম জন্মবার্ষিকী ৷ এই দিনটিকে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সমগ্র দেশে আজকের দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ANI

Published : Jan 12, 2024, 10:48 AM IST

Updated : Jan 12, 2024, 11:08 AM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি: স্বামী বিবেকানন্দের 161 তম জন্মবার্ষিকীতে, তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে স্বামীজির অবদান অনস্বীকার্য। এক্স হ্যান্ডেলে এভাই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। একইভাবে,ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় ভাবধারাকে বিশ্বের মঞ্চে তুলে ধরার জন্য তাঁকে শত প্রণাম জানালেন প্রধানমন্ত্রী ৷ আজকের এই দিনটিতে স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে 42 তম যুব দিবস উদযাপন করা হচ্ছে দেশজুড়ে ।

  • I pay my humble tributes to Swami Vivekananda on his birth anniversary. A great spiritual leader and reformer, Swami ji travelled across the country to make Indians aware of their rich cultural heritage. He inspired the youth to work for nation-building and serve humanity. He had…

    — President of India (@rashtrapatibhvn) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার স্বামীজিকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "জন্মবার্ষিকী এবং জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দকে শত শত প্রণাম ৷ উনি ভারতের ধর্মীয় আবেগ এবং সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন ৷ সময়ের সঙ্গে তাঁর চিন্তাভাবনা, বার্তা, উৎসাহ এবং আগ্রহ যুবসমাজকে নতুন কিছু করে দেখানোর অনুপ্রেরণা জোগাবে ৷ উল্লেখ্য, এ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷

  • भारतीय अध्यात्म और संस्कृति को वैश्विक पटल पर स्थापित करने वाले स्वामी विवेकानंद को उनकी जन्म-जयंती, राष्ट्रीय युवा दिवस के अवसर पर शत-शत नमन। ऊर्जा और स्फूर्ति से परिपूर्ण उनके विचार और संदेश युग-युगांतर तक युवाओं को कुछ कर गुजरने के लिए प्रेरित करते रहेंगे। pic.twitter.com/4TfuLBiKLn

    — Narendra Modi (@narendramodi) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যুব কল্যাণ মন্ত্রক এই দিনটিকে ধুমধাম এবং ব্যাপকভাবে উদযাপনের পরিকল্পনা করেছে ৷ যেখানে দেশের প্রতিটি প্রান্তের যুবক-যুবতীদের যুক্ত করে, মজবুত ভবিষ্যতের দিকে তাঁদের এগিয়ে দেওয়া যায় ৷ যুব দিবস উপলক্ষে আজ মহারাষ্ট্রের নাসিক জেলায় প্রধানমন্ত্রী 27 তম জাতীয় যুব উৎসবের সূচনা করবেন ৷ সেখান থেকে দেশের সকল যুবসমাজের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন ৷

  • I pay my humble tributes to Swami Vivekananda on his birth anniversary. A great spiritual leader and reformer, Swami ji travelled across the country to make Indians aware of their rich cultural heritage. He inspired the youth to work for nation-building and serve humanity. He had…

    — President of India (@rashtrapatibhvn) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই জাতীয় যুব উৎসব উপলক্ষে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ যেখানে মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, "আজ স্বামী বিবেকানন্দের 161 তম জন্মবার্ষিকীতে 27 তম জাতীয় যুব উৎসব পালন করা হবে মহারাষ্ট্রের নাসিকে ৷ এই দিনটিকে উদযাপন করতে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে হাজারের বেশি যুবক-যুবতী সেখানে আসবেন ৷ এর পর প্রধানমন্ত্রী সেই মঞ্চ থেকে দেশের সমগ্র যুবসমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন ৷" রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন ৷ সঙ্গে জাতীয় যুব দিবস উপলক্ষে দেশের যুবসমাজকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. সম্বল বলতে মনের জোর, এক পা নিয়ে সাইকেল চালিয়ে অযোধ্যার পথে রামভক্ত সৌমিক
  2. ভূরিভোজ সেরে বউদি নিস্তারিণীদেবীকে পাগড়ি উপহার দিয়েছিলেন স্বামীজী !
  3. স্বামী বিবেকানন্দের 160তম জন্মবার্ষিকী, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের

নয়াদিল্লি, 12 জানুয়ারি: স্বামী বিবেকানন্দের 161 তম জন্মবার্ষিকীতে, তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে স্বামীজির অবদান অনস্বীকার্য। এক্স হ্যান্ডেলে এভাই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। একইভাবে,ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় ভাবধারাকে বিশ্বের মঞ্চে তুলে ধরার জন্য তাঁকে শত প্রণাম জানালেন প্রধানমন্ত্রী ৷ আজকের এই দিনটিতে স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে 42 তম যুব দিবস উদযাপন করা হচ্ছে দেশজুড়ে ।

  • I pay my humble tributes to Swami Vivekananda on his birth anniversary. A great spiritual leader and reformer, Swami ji travelled across the country to make Indians aware of their rich cultural heritage. He inspired the youth to work for nation-building and serve humanity. He had…

    — President of India (@rashtrapatibhvn) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার স্বামীজিকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "জন্মবার্ষিকী এবং জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দকে শত শত প্রণাম ৷ উনি ভারতের ধর্মীয় আবেগ এবং সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন ৷ সময়ের সঙ্গে তাঁর চিন্তাভাবনা, বার্তা, উৎসাহ এবং আগ্রহ যুবসমাজকে নতুন কিছু করে দেখানোর অনুপ্রেরণা জোগাবে ৷ উল্লেখ্য, এ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷

  • भारतीय अध्यात्म और संस्कृति को वैश्विक पटल पर स्थापित करने वाले स्वामी विवेकानंद को उनकी जन्म-जयंती, राष्ट्रीय युवा दिवस के अवसर पर शत-शत नमन। ऊर्जा और स्फूर्ति से परिपूर्ण उनके विचार और संदेश युग-युगांतर तक युवाओं को कुछ कर गुजरने के लिए प्रेरित करते रहेंगे। pic.twitter.com/4TfuLBiKLn

    — Narendra Modi (@narendramodi) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যুব কল্যাণ মন্ত্রক এই দিনটিকে ধুমধাম এবং ব্যাপকভাবে উদযাপনের পরিকল্পনা করেছে ৷ যেখানে দেশের প্রতিটি প্রান্তের যুবক-যুবতীদের যুক্ত করে, মজবুত ভবিষ্যতের দিকে তাঁদের এগিয়ে দেওয়া যায় ৷ যুব দিবস উপলক্ষে আজ মহারাষ্ট্রের নাসিক জেলায় প্রধানমন্ত্রী 27 তম জাতীয় যুব উৎসবের সূচনা করবেন ৷ সেখান থেকে দেশের সকল যুবসমাজের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন ৷

  • I pay my humble tributes to Swami Vivekananda on his birth anniversary. A great spiritual leader and reformer, Swami ji travelled across the country to make Indians aware of their rich cultural heritage. He inspired the youth to work for nation-building and serve humanity. He had…

    — President of India (@rashtrapatibhvn) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই জাতীয় যুব উৎসব উপলক্ষে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ যেখানে মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, "আজ স্বামী বিবেকানন্দের 161 তম জন্মবার্ষিকীতে 27 তম জাতীয় যুব উৎসব পালন করা হবে মহারাষ্ট্রের নাসিকে ৷ এই দিনটিকে উদযাপন করতে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে হাজারের বেশি যুবক-যুবতী সেখানে আসবেন ৷ এর পর প্রধানমন্ত্রী সেই মঞ্চ থেকে দেশের সমগ্র যুবসমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন ৷" রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন ৷ সঙ্গে জাতীয় যুব দিবস উপলক্ষে দেশের যুবসমাজকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. সম্বল বলতে মনের জোর, এক পা নিয়ে সাইকেল চালিয়ে অযোধ্যার পথে রামভক্ত সৌমিক
  2. ভূরিভোজ সেরে বউদি নিস্তারিণীদেবীকে পাগড়ি উপহার দিয়েছিলেন স্বামীজী !
  3. স্বামী বিবেকানন্দের 160তম জন্মবার্ষিকী, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের
Last Updated : Jan 12, 2024, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.