নয়াদিল্লি, 15 ডিসেম্বর : লৌহমানব তথা দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 71 তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi Pays Tribute to Sardar Vallabhbhai Patel) ৷ টুইটারে সর্দার বল্লভভাই প্যাটেলকে সম্মান জানিয়ে একটি পোস্ট করেন তিনি ৷ যেখানে দেশের হয়ে অক্লান্ত এবং পাহাড় প্রমাণ সেবার জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন মোদি ৷
প্রধানমন্ত্রী তাঁর টুইটে লেখেন, ‘‘সর্দার প্যাটেলের পূণ্যতিথিতে তাঁর স্মরণে শ্রদ্ধা জানাই (Death anniversary of Sardar Vallabhbhai Patel) ৷ দেশকে একজোট রাখতে তাঁর অক্লান্ত পরিশ্রম, তাঁর প্রশাসনিক দক্ষতা এবং পাহাড় প্রমাণ সেবার জন্য ভারত সবসময় তাঁর কাছে কৃতজ্ঞ থাকবে ৷’’
-
Remembering Sardar Patel on his Punya Tithi. India will always be grateful to him for his monumental service, his administrative skills and the untiring efforts to unite our nation.
— Narendra Modi (@narendramodi) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Remembering Sardar Patel on his Punya Tithi. India will always be grateful to him for his monumental service, his administrative skills and the untiring efforts to unite our nation.
— Narendra Modi (@narendramodi) December 15, 2021Remembering Sardar Patel on his Punya Tithi. India will always be grateful to him for his monumental service, his administrative skills and the untiring efforts to unite our nation.
— Narendra Modi (@narendramodi) December 15, 2021
আরও পড়ুন : PM Modi on Development : দেশকে উন্নয়নের পথ দেখাচ্ছে বারাণসী : মোদি
প্রসঙ্গত, স্বাধীনতার পর ভারতীয় ইউনিয়নের সঙ্গে একাধিক রাজ্যকে যোগ করতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ৷ ঐক্যবদ্ধ ভারত তৈরি করতে এবং ভারতের অখণ্ডতা বজায় রাখতে তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর সম্মানে গুজরাতে নর্মদার তীরে ব্রোঞ্জের মূর্তি তৈরি করে ভারত সরকার ৷ যার নাম দেওয়া হয়েছ, ‘স্ট্যাচু অফ ইউনিটি’ ৷ তাঁর কাজকে সম্মান জানাতে এই মূর্তি তৈরি করেছে ভারত সরকার ৷