ETV Bharat / bharat

Bhagat Singh : ভগৎ সিংয়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী, অমিত শাহের - Amit Shah

আজ ভগৎ সিংয়ের জন্ম জয়ন্তী ৷ 1923 সালে মাত্র 23 বছর বয়সে তাঁকে ফাঁসি দেয় ব্রিটিশ সরকার ৷ দেশ স্বাধীন হওয়ার পর আজ তাঁর আত্মবলিদান আরও বেশি প্রাসঙ্গিক ৷ টুইট করলেন মোদি-শাহ ৷

শহিদ ভগৎ সিং
শহিদ ভগৎ সিং
author img

By

Published : Sep 28, 2021, 10:55 AM IST

Updated : Sep 28, 2021, 12:35 PM IST

নয়া দিল্লি, 28 সেপ্টেম্বর : আজ বিপ্লবী ভগৎ সিংয়ের 114তম জন্ম জয়ন্তী ৷ 1907 সালে ব্রিটিশ শাসনাধীন ভারতের পঞ্জাবে (Punjab) বঙ্গা (Banga) গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ৷ তাঁর জন্মস্থানটি এখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ৷ বর্তমানে ভারতজুড়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাধারণ স্লোগান 'ইনকিলাব জিন্দাবাদ' (Inquilab zindabad) যার অর্থ 'বিপ্লব দীর্ঘজীবী হোক'-কে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুলে ধরেছিলেন এই দেশপ্রেমী ৷ ব্রিটিশ আধিকারিক জে পি সনডার্স-এর (J.P. Saunders) খুনের অভিযোগে তাঁকে ফাঁসির আদেশ দেয় ব্রিটিশ সরকার ৷

তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ টুইটে তিনি লেখেন, "তিনি প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে রয়েছেন ৷ তিনি যে সাহসিকতার সঙ্গে দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তা অগণিত মানুষের মনে দেশাত্মবোধের আগুন জ্বালাবে ৷ তাঁর জন্ম-জয়ন্তীতে তাঁর মহৎ আদর্শগুলির কথা স্মরণ করে তাঁকে প্রণাম জানাই ৷"

  • आजादी के महान सेनानी शहीद भगत सिंह को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि।

    The brave Bhagat Singh lives in the heart of every Indian. His courageous sacrifice ignited the spark of patriotism among countless people. I bow to him on his Jayanti and recall his noble ideals. pic.twitter.com/oN1tWvCg5u

    — Narendra Modi (@narendramodi) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) একটি টুইটে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "ভগৎ সিংজি দেশের স্বতন্ত্রতা আর সম্মানকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলেন ৷ তিনি স্বল্পায়ুর মধ্যেই নিজের সাহস আর ক্রান্তিকারী বিচারধারা দিয়ে শুধুমাত্র ভারতীয় স্বতন্ত্রতা আন্দোলনের সর্বোচ্চ প্রতীক হননি বরং, তাঁর রাষ্ট্রপ্রেম পুরো দেশকে এক করেছে ৷ এমন মহান দেশভক্তের জয়ন্তীতে তাঁর চরণ বন্দনা করি ৷"

  • भगत सिंह जी को अपने प्राणों से ज्यादा देश की स्वतंत्रता और सम्मान प्यारा था। वो अल्पायु में ही अपने साहस व क्रांतिकारी विचारों से न सिर्फ भारतीय स्वतंत्रता आंदोलन के सर्वोच्च प्रतीक बने बल्कि उनके राष्ट्रप्रेम ने पूरे देश को एक किया।

    ऐसे महान देशभक्त की जयंती पर उन्हें चरण वंदन। pic.twitter.com/Yj0qb47H91

    — Amit Shah (@AmitShah) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-শাহের

শহিদ ভগৎ সিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মতো পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি (Charanjit S Channi) টুইটে লিখেছেন, "শহিদ ভগৎ সিংজি প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে বাস করছেন ৷" এছাড়া দেশের স্বাধীনতার জন্য তাঁর লড়াইকে গৌরবান্বিত করে তিনি জানিয়েছেন, "তাঁর জন্য আমরা স্বাধীনতা পেয়েছি ৷ আজ শহিদ-এ আজম ভগৎ সিংয়ের জন্মজয়ন্তী ৷ আমি বলতে চাই, ভগৎ সিংয়ের চিন্তাভাবনাকে অনুসরণ করা এবং তাঁর অস্তিত্বকে অমর করে রাখা আমাদের কর্তব্য ৷"

  • Shaheed Bhagat Singh Ji lives in the soul of every Indian, our freedom belongs to him. Today, on Shaheed-e-Azam Bhagat Singh's birth anniversary, I would like to say that it is our duty to follow the thinking of Bhagat Singh and keep his existence immortal. pic.twitter.com/TqL8bjXCvg

    — Charanjit S Channi (@CharanjitSCha) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি ভিডিয়ো পোস্ট করে টুইটে শহিদ ভগৎ সিংকে কোটি কোটি প্রণাম জানিয়েছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷

  • भारत माता के वीर सपूत, महान क्रांतिकारी शहीद-ए-आज़म भगत सिंह जी की जन्म जयंती पर उन्हें कोटि कोटि नमन।

    ਭਾਰਤ ਮਾਂ ਦੇ ਵੀਰ ਸਪੂਤ, ਮਹਾਨ ਕ੍ਰਾਂਤੀਕਾਰੀ ਸ਼ਹੀਦ-ਏ-ਆਜ਼ਮ ਭਗਤ ਸਿੰਘ ਜੀ ਦੇ ਜਨਮ ਦਿਵਸ 'ਤੇ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕੋਟਿ ਕੋਟਿ ਪ੍ਰਣਾਮ। pic.twitter.com/oP885QMkAM

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়া দিল্লি, 28 সেপ্টেম্বর : আজ বিপ্লবী ভগৎ সিংয়ের 114তম জন্ম জয়ন্তী ৷ 1907 সালে ব্রিটিশ শাসনাধীন ভারতের পঞ্জাবে (Punjab) বঙ্গা (Banga) গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ৷ তাঁর জন্মস্থানটি এখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ৷ বর্তমানে ভারতজুড়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাধারণ স্লোগান 'ইনকিলাব জিন্দাবাদ' (Inquilab zindabad) যার অর্থ 'বিপ্লব দীর্ঘজীবী হোক'-কে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুলে ধরেছিলেন এই দেশপ্রেমী ৷ ব্রিটিশ আধিকারিক জে পি সনডার্স-এর (J.P. Saunders) খুনের অভিযোগে তাঁকে ফাঁসির আদেশ দেয় ব্রিটিশ সরকার ৷

তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ টুইটে তিনি লেখেন, "তিনি প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে রয়েছেন ৷ তিনি যে সাহসিকতার সঙ্গে দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তা অগণিত মানুষের মনে দেশাত্মবোধের আগুন জ্বালাবে ৷ তাঁর জন্ম-জয়ন্তীতে তাঁর মহৎ আদর্শগুলির কথা স্মরণ করে তাঁকে প্রণাম জানাই ৷"

  • आजादी के महान सेनानी शहीद भगत सिंह को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि।

    The brave Bhagat Singh lives in the heart of every Indian. His courageous sacrifice ignited the spark of patriotism among countless people. I bow to him on his Jayanti and recall his noble ideals. pic.twitter.com/oN1tWvCg5u

    — Narendra Modi (@narendramodi) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) একটি টুইটে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "ভগৎ সিংজি দেশের স্বতন্ত্রতা আর সম্মানকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলেন ৷ তিনি স্বল্পায়ুর মধ্যেই নিজের সাহস আর ক্রান্তিকারী বিচারধারা দিয়ে শুধুমাত্র ভারতীয় স্বতন্ত্রতা আন্দোলনের সর্বোচ্চ প্রতীক হননি বরং, তাঁর রাষ্ট্রপ্রেম পুরো দেশকে এক করেছে ৷ এমন মহান দেশভক্তের জয়ন্তীতে তাঁর চরণ বন্দনা করি ৷"

  • भगत सिंह जी को अपने प्राणों से ज्यादा देश की स्वतंत्रता और सम्मान प्यारा था। वो अल्पायु में ही अपने साहस व क्रांतिकारी विचारों से न सिर्फ भारतीय स्वतंत्रता आंदोलन के सर्वोच्च प्रतीक बने बल्कि उनके राष्ट्रप्रेम ने पूरे देश को एक किया।

    ऐसे महान देशभक्त की जयंती पर उन्हें चरण वंदन। pic.twitter.com/Yj0qb47H91

    — Amit Shah (@AmitShah) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-শাহের

শহিদ ভগৎ সিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মতো পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি (Charanjit S Channi) টুইটে লিখেছেন, "শহিদ ভগৎ সিংজি প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে বাস করছেন ৷" এছাড়া দেশের স্বাধীনতার জন্য তাঁর লড়াইকে গৌরবান্বিত করে তিনি জানিয়েছেন, "তাঁর জন্য আমরা স্বাধীনতা পেয়েছি ৷ আজ শহিদ-এ আজম ভগৎ সিংয়ের জন্মজয়ন্তী ৷ আমি বলতে চাই, ভগৎ সিংয়ের চিন্তাভাবনাকে অনুসরণ করা এবং তাঁর অস্তিত্বকে অমর করে রাখা আমাদের কর্তব্য ৷"

  • Shaheed Bhagat Singh Ji lives in the soul of every Indian, our freedom belongs to him. Today, on Shaheed-e-Azam Bhagat Singh's birth anniversary, I would like to say that it is our duty to follow the thinking of Bhagat Singh and keep his existence immortal. pic.twitter.com/TqL8bjXCvg

    — Charanjit S Channi (@CharanjitSCha) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি ভিডিয়ো পোস্ট করে টুইটে শহিদ ভগৎ সিংকে কোটি কোটি প্রণাম জানিয়েছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷

  • भारत माता के वीर सपूत, महान क्रांतिकारी शहीद-ए-आज़म भगत सिंह जी की जन्म जयंती पर उन्हें कोटि कोटि नमन।

    ਭਾਰਤ ਮਾਂ ਦੇ ਵੀਰ ਸਪੂਤ, ਮਹਾਨ ਕ੍ਰਾਂਤੀਕਾਰੀ ਸ਼ਹੀਦ-ਏ-ਆਜ਼ਮ ਭਗਤ ਸਿੰਘ ਜੀ ਦੇ ਜਨਮ ਦਿਵਸ 'ਤੇ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕੋਟਿ ਕੋਟਿ ਪ੍ਰਣਾਮ। pic.twitter.com/oP885QMkAM

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Sep 28, 2021, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.