ETV Bharat / bharat

PM Modi over Elephant Whisperers: বোম্মান-বেল্লি দম্পতির দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি - PM Modi over Elephant Whisperers

প্রোজেক্ট টাইগারের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ 1973 সাল থেকে 2023 সাল- 50 বছর পূর্ণ হল ৷ এই উপলক্ষ্যে আজ দিনভর কর্মসূচি রয়েছে ৷ সকালে প্রধানমন্ত্রী বন্দিপুর টাইগার রিজার্ভে যান ৷ দেখা করেন দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স খ্যাত বোম্মান-বেল্লি দম্পতির সঙ্গে ৷

PM Narendra Modi
বোম্মান-বেল্লি দম্পতির সঙ্গে মোদি
author img

By

Published : Apr 9, 2023, 4:24 PM IST

মাইসোর, 9 এপ্রিল: বন্যপ্রাণী পাচার রুখতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্সের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ তিনি কর্ণাটক সফরে ৷ সকালে বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ও তারপর মুদুমালাইয়ে হাতির ক্যাম্পে যান নরেন্দ্র মোদি ৷ এরপর মাইসোরে একটি অনুষ্ঠানে এই আইবিসিএ-র আনুষ্ঠানিক সূচনা করেন তিনি ৷ পাশাপাশি 'কোমেমোরেশন অফ ফিফটি ইয়ার্স অফ প্রজেক্ট টাইগার'-এর উদ্বোধন করেন ৷ প্রসঙ্গত, 1973 সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দির গান্ধি বাঘ ও এই প্রজাতির প্রাণীদের সংরক্ষণে প্রজেক্ট টাইগারের সূচনা করেছিলেন ৷

রবিবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পঞ্চমতম অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের রিপোর্ট প্রকাশ করেন ৷ প্রোজেক্ট টাইগারের 50 বছর পূর্তিতে একটি 50 টাকার স্মরণীয় কয়েনও প্রকাশ করেন তিনি ৷ বন্দিপুর টাইগার রিজার্ভে গিয়ে প্রধানমন্ত্রী সেখানকার কর্মী, সেলফ হেল্প গ্রুপের কর্মীদের সঙ্গে কথা বলেন ৷ 2019 সালের জুলাই মাসে এশিয়ায় সাতটি প্রধান বিগ ক্যাটের সংরক্ষণে জোর দিতে দুনিয়ার রাষ্ট্রনেতাদের আহ্বান জানিয়েছিলেন ৷ এশিয়ার বন্যপ্রাণ রক্ষা ও বেআইনি পাচার আটকাতে এই উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সাতটি বিগ ক্যাট- বাঘ, সিংহ, চিতা, স্নো লেপার্ড, চিতাবাঘ, পুমা, জাগুয়ার ৷

  • PM Narendra Modi met the Bomman-Bellie couple, the main stars of the Oscar Award-winning documentary "The Elephant Whisperers" pic.twitter.com/74MWN161SP

    — ANI (@ANI) April 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী আজ বোম্মান-বেল্লি দম্পতির সঙ্গে দেখা করেন ৷ এবছর 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' শ্রেষ্ঠ তথ্যচিত্রের জন্য অস্কার জিতেছে ৷ আর এই তথ্যচিত্রটি একটি হাতি এবং বোম্মান-বেল্লি দম্পতির কাহিনিকে কেন্দ্র করে নির্মিত ৷ মাইসোরের অনুষ্ঠানে তিনি বলেন, "দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স তথ্যচিত্রটি অস্কার জিতেছে ৷ এটি দেশের প্রকৃতি ও প্রাণীজগতের মধ্যে অদ্ভুত সম্পর্কের কথা তুলে ধরেছে ৷ আমি আপনাদের (বিদেশি অতিথি) কাছে আর্জি জানাচ্ছি, আমাদের আদিবাসী সমাজের জীবন ও রীতিনীতি থেকে আপনারা অনেক কিছু গ্রহণ করতে পারেন ৷"

রবিবার প্রধানমন্ত্রী টাইগার সেনসাস প্রকাশ করেন ৷ সেই অনুযায়ী 2022 সালে দেশে 3 হাজার 167টি বাঘ রয়েছে ৷ এই তথ্য অনুযায়ী বাঘের 2006 সালে বাঘের সংখ্যা ছিল 1 হাজার 411, 2010 সালে তা বেড়ে হয় 1 হাজার 706 ৷ 2014 সালে 2 হাজার 226 টি বাঘ, 2018 সালে 2 হাজার 967টি বাঘ ছিল ৷ এছাড়া 'অমৃত কাল কা টাইগার ভিশন' নামের একটি বুকলেট প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ আগামী 25 বছর দেশে ব্যাঘ্র সংরক্ষণ সম্পর্কিত বিষয়গুলি রয়েছে এই বুকলেটে ৷

আরও পড়ুন: ব্যাঘ্র সংরক্ষণের 50 বছর, বন্দিপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী

মাইসোর, 9 এপ্রিল: বন্যপ্রাণী পাচার রুখতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্সের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ তিনি কর্ণাটক সফরে ৷ সকালে বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ও তারপর মুদুমালাইয়ে হাতির ক্যাম্পে যান নরেন্দ্র মোদি ৷ এরপর মাইসোরে একটি অনুষ্ঠানে এই আইবিসিএ-র আনুষ্ঠানিক সূচনা করেন তিনি ৷ পাশাপাশি 'কোমেমোরেশন অফ ফিফটি ইয়ার্স অফ প্রজেক্ট টাইগার'-এর উদ্বোধন করেন ৷ প্রসঙ্গত, 1973 সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দির গান্ধি বাঘ ও এই প্রজাতির প্রাণীদের সংরক্ষণে প্রজেক্ট টাইগারের সূচনা করেছিলেন ৷

রবিবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পঞ্চমতম অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের রিপোর্ট প্রকাশ করেন ৷ প্রোজেক্ট টাইগারের 50 বছর পূর্তিতে একটি 50 টাকার স্মরণীয় কয়েনও প্রকাশ করেন তিনি ৷ বন্দিপুর টাইগার রিজার্ভে গিয়ে প্রধানমন্ত্রী সেখানকার কর্মী, সেলফ হেল্প গ্রুপের কর্মীদের সঙ্গে কথা বলেন ৷ 2019 সালের জুলাই মাসে এশিয়ায় সাতটি প্রধান বিগ ক্যাটের সংরক্ষণে জোর দিতে দুনিয়ার রাষ্ট্রনেতাদের আহ্বান জানিয়েছিলেন ৷ এশিয়ার বন্যপ্রাণ রক্ষা ও বেআইনি পাচার আটকাতে এই উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সাতটি বিগ ক্যাট- বাঘ, সিংহ, চিতা, স্নো লেপার্ড, চিতাবাঘ, পুমা, জাগুয়ার ৷

  • PM Narendra Modi met the Bomman-Bellie couple, the main stars of the Oscar Award-winning documentary "The Elephant Whisperers" pic.twitter.com/74MWN161SP

    — ANI (@ANI) April 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী আজ বোম্মান-বেল্লি দম্পতির সঙ্গে দেখা করেন ৷ এবছর 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' শ্রেষ্ঠ তথ্যচিত্রের জন্য অস্কার জিতেছে ৷ আর এই তথ্যচিত্রটি একটি হাতি এবং বোম্মান-বেল্লি দম্পতির কাহিনিকে কেন্দ্র করে নির্মিত ৷ মাইসোরের অনুষ্ঠানে তিনি বলেন, "দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স তথ্যচিত্রটি অস্কার জিতেছে ৷ এটি দেশের প্রকৃতি ও প্রাণীজগতের মধ্যে অদ্ভুত সম্পর্কের কথা তুলে ধরেছে ৷ আমি আপনাদের (বিদেশি অতিথি) কাছে আর্জি জানাচ্ছি, আমাদের আদিবাসী সমাজের জীবন ও রীতিনীতি থেকে আপনারা অনেক কিছু গ্রহণ করতে পারেন ৷"

রবিবার প্রধানমন্ত্রী টাইগার সেনসাস প্রকাশ করেন ৷ সেই অনুযায়ী 2022 সালে দেশে 3 হাজার 167টি বাঘ রয়েছে ৷ এই তথ্য অনুযায়ী বাঘের 2006 সালে বাঘের সংখ্যা ছিল 1 হাজার 411, 2010 সালে তা বেড়ে হয় 1 হাজার 706 ৷ 2014 সালে 2 হাজার 226 টি বাঘ, 2018 সালে 2 হাজার 967টি বাঘ ছিল ৷ এছাড়া 'অমৃত কাল কা টাইগার ভিশন' নামের একটি বুকলেট প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ আগামী 25 বছর দেশে ব্যাঘ্র সংরক্ষণ সম্পর্কিত বিষয়গুলি রয়েছে এই বুকলেটে ৷

আরও পড়ুন: ব্যাঘ্র সংরক্ষণের 50 বছর, বন্দিপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.