ETV Bharat / bharat

PM Modi in Balasore: গাফিলতি মেনে নিয়ে দোষীদের শাস্তির আশ্বাস, বালাসোরে এসে গলা বুজল মোদির - odisha accident

ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত সমাজের সব স্তরের মানুষই । সরকারকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে, সরকারকে যাত্রী নিরাপত্তা এবং সুরক্ষার ক্ষেত্রে আরও বেশি সরকারকে সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।

Etv Bharat
যাত্রী সুরক্ষায় নজর দেওয়ার নির্দেশ
author img

By

Published : Jun 3, 2023, 6:34 PM IST

Updated : Jun 3, 2023, 7:23 PM IST

প্রধানমন্ত্রী

বালাসোর, ৩ জুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাস্থল থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্পষ্টতই গলা বুজে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । প্রথমে ঘটনাস্থল পরিদর্শন এবং পরে হাসপাতালে গিয়ে গুরুতর আহতদের দেখে আসেন প্রধানমন্ত্রী। আর হাসপাতাল থেকে বেরিয়ে সরকারকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে বলে প্রধানমন্ত্রী মোদি প্রকারান্তরে স্বীকার করে নিলেন দুর্ঘটনায় রেলের গাফিলতি ছিল। আর সেকারণেই খোদ প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল, সরকারকে যাত্রী নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষার ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকতে হবে । প্রধানমন্ত্রীর এই দুই বক্তব্য যে রেলের জন্য যথেষ্টই বিড়ম্বনার, তা বলার অপেক্ষা রেখে না । বালাসোরের 'অভিশপ্ত' মাটি থেকে শনিবার কার্যত নরমে-গরমে ঘটনার প্রথমিক প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী ।

শুক্রবার দুটি সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত 288 জন যাত্রীর মৃত্যু হয়েছে । আহত প্রায় সাড়ে 700 জন যাত্রী । আর এই ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত সমাজের সব স্তরের মানুষই । ঘটনার পর পরই সাহায্যের জন্য ওড়িশা সরকারের পাশে কার্যত ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রের সঙ্গেই পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সরকারও । আর ঘটনাস্থল পরিদর্শনের পরই শনিবার সেখান থেকে একদিকে যেমন ঘটনার সঙ্গে জড়িত থাকার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর, তেমনই অন্যদিকে গাফিলতি যে ছিল তা মেনে নিলেন প্রধানমন্ত্রী মোদি ।

আরও পড়ুন: বায়ুসেনার বিশেষ চপারে বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

এদিনই বালাসোরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় সন্দেহের সুরে জানিয়েছিলেন, এত বড় দুর্ঘটনার পিছনে কিছু একটা ঘটনার তো আভাস আছে নিশ্চয়ই । আর ওয়াকিবহল মহলের দাবি, সেই বক্তব্যেই শেষমেষ সিলমোহর দিলেন প্রধানমন্ত্রী মোদি । এদিন প্রধানমন্ত্রী বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমার কাছে শব্দ নেই বেদনা ব্যক্ত করার । এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষনীয় আছে সরকারের । মানুষের জীবনের সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর । ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, নজর রাখতে হবে ।" এরই সঙ্গে, প্রধানমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব রেল ট্র্যাক ঠিক করে পরিষেবা সচল করাই এখন সরকারের মূল উদ্দেশ্য । আশ্বাস দিয়ে মোদি বলেন, "সরকার চিকিৎসার কোনও খামতি রাখবে না ।" এরই সঙ্গে, দুর্ঘটনার পিছনে কোনও আধিকারিক বা রেল কর্মীর গাফিলতি থাকলে তাকেও ছেড়ে কথা সরকার যে বলবে না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে । কোনও দোষীদের রেয়াত করা হবে না ।" এদিন বালাসোরে বসেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী

বালাসোর, ৩ জুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাস্থল থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্পষ্টতই গলা বুজে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । প্রথমে ঘটনাস্থল পরিদর্শন এবং পরে হাসপাতালে গিয়ে গুরুতর আহতদের দেখে আসেন প্রধানমন্ত্রী। আর হাসপাতাল থেকে বেরিয়ে সরকারকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে বলে প্রধানমন্ত্রী মোদি প্রকারান্তরে স্বীকার করে নিলেন দুর্ঘটনায় রেলের গাফিলতি ছিল। আর সেকারণেই খোদ প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল, সরকারকে যাত্রী নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষার ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকতে হবে । প্রধানমন্ত্রীর এই দুই বক্তব্য যে রেলের জন্য যথেষ্টই বিড়ম্বনার, তা বলার অপেক্ষা রেখে না । বালাসোরের 'অভিশপ্ত' মাটি থেকে শনিবার কার্যত নরমে-গরমে ঘটনার প্রথমিক প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী ।

শুক্রবার দুটি সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত 288 জন যাত্রীর মৃত্যু হয়েছে । আহত প্রায় সাড়ে 700 জন যাত্রী । আর এই ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত সমাজের সব স্তরের মানুষই । ঘটনার পর পরই সাহায্যের জন্য ওড়িশা সরকারের পাশে কার্যত ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রের সঙ্গেই পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সরকারও । আর ঘটনাস্থল পরিদর্শনের পরই শনিবার সেখান থেকে একদিকে যেমন ঘটনার সঙ্গে জড়িত থাকার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর, তেমনই অন্যদিকে গাফিলতি যে ছিল তা মেনে নিলেন প্রধানমন্ত্রী মোদি ।

আরও পড়ুন: বায়ুসেনার বিশেষ চপারে বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

এদিনই বালাসোরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় সন্দেহের সুরে জানিয়েছিলেন, এত বড় দুর্ঘটনার পিছনে কিছু একটা ঘটনার তো আভাস আছে নিশ্চয়ই । আর ওয়াকিবহল মহলের দাবি, সেই বক্তব্যেই শেষমেষ সিলমোহর দিলেন প্রধানমন্ত্রী মোদি । এদিন প্রধানমন্ত্রী বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমার কাছে শব্দ নেই বেদনা ব্যক্ত করার । এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষনীয় আছে সরকারের । মানুষের জীবনের সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর । ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, নজর রাখতে হবে ।" এরই সঙ্গে, প্রধানমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব রেল ট্র্যাক ঠিক করে পরিষেবা সচল করাই এখন সরকারের মূল উদ্দেশ্য । আশ্বাস দিয়ে মোদি বলেন, "সরকার চিকিৎসার কোনও খামতি রাখবে না ।" এরই সঙ্গে, দুর্ঘটনার পিছনে কোনও আধিকারিক বা রেল কর্মীর গাফিলতি থাকলে তাকেও ছেড়ে কথা সরকার যে বলবে না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে । কোনও দোষীদের রেয়াত করা হবে না ।" এদিন বালাসোরে বসেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

Last Updated : Jun 3, 2023, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.