মাণ্ড্য (কর্ণাটক), 12 মার্চ: উত্তর-পূর্বের তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এবার কর্ণাটকের পালা ৷ এবছরের মে মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে বিজেপি শাসিত রাজ্যে রবিবার জমজমাট রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে দেখতে রাস্তার দু'ধারে সার দিয়ে মানুষের ভিড় ক্যামেরাবন্দি হয়েছে ৷ আজ সেখানে বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi inaugurates Bengaluru-Mysuru expressway) ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গাড়ি থেকে বেরিয়ে মানুষের দিকে ফুল ছুড়ে দেন ৷ বিজেপির নেতা এবং কর্মীরা প্রধানমন্ত্রীকে সাদর অভিনন্দন জানান ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সঙ্গে ছিল রাজ্যর লোকায়ত নৃত্যানুষ্ঠান ৷ আজ বাসবরাজ বোম্মাইয়ের রাজ্যে মেগা প্রজেক্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ সরকার এতে 16 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ৷ তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি ৷ বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়েটি 6 লেন বিশিষ্ট ৷ এই রাস্তা নির্মাণে প্রায় 8 হাজার 480 কোটি টাকা খরচ হয়েছে ৷ 275 নম্বর জাতীয় সড়কের বেঙ্গালুরু-নিদাঘাট্টা-মাইসোর সংযোগাকারী এই রাস্তাটি 118 কিলোমিটার দীর্ঘ ৷
এর আগে কেন্দ্রীয় জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন, বেঙ্গালুরু ও মাইসোর সংযোগকারী এই এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে রাজ্য বিজেপি বেশ কিছু বিশেষ পদক্ষেপ করেছে ৷ রাজ্যে তাদের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস ৷
-
Karnataka | PM Narendra Modi inaugurates Bengaluru-Mysuru expressway at a public rally in Mandya district. pic.twitter.com/OIRUQPlwq2
— ANI (@ANI) March 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Karnataka | PM Narendra Modi inaugurates Bengaluru-Mysuru expressway at a public rally in Mandya district. pic.twitter.com/OIRUQPlwq2
— ANI (@ANI) March 12, 2023Karnataka | PM Narendra Modi inaugurates Bengaluru-Mysuru expressway at a public rally in Mandya district. pic.twitter.com/OIRUQPlwq2
— ANI (@ANI) March 12, 2023
আজ এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনে হাজির হয়েছেন নীতীন গড়কড়ি (Union Minister Nitin Gadkari in Mandya) ৷ তিনি বলেন, "এই জাতীয় সড়কের ফলে বেঙ্গালুরু থেকে মাইসোর যেতে 1 ঘণ্টা সময় লাগবে ৷ এখন থেকে সরাসরি মাইসোরে পৌঁছনো সম্ভব হবে ৷ এতে আরও পর্যটক রাজ্যে আসবেন ৷ এই ধরনের প্রজেক্ট কর্মসংস্থান বাড়াতেও সহায়ক হবে ৷" প্রধানমন্ত্রী বলেন, "গত কয়েক দিন ধরে বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ের ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ৷ দেশের উন্নয়নে তরুণরা গর্বিত ৷ এই সব প্রজেক্টগুলি সমৃদ্ধি ও উন্নয়নের পথগুলি খুলে দেবে ৷"
আরও পড়ুন: উন্নত বিশ্ব গড়তে এক সঙ্গে লড়ছে ভারত-অস্ট্রেলিয়া, মত অ্যান্টনি অ্যালবেনিসের