ETV Bharat / bharat

Modi Meets Sisi: মিশরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

আগামিকাল সাধারণতন্ত্র দিবস (Republic Day) ৷ এবার নয়াদিল্লির কর্তব্যপথে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল- সিসি ৷ তাই মঙ্গলবার তিনি ভারতে এসেছেন ৷ বুধবার তিনি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷

author img

By

Published : Jan 25, 2023, 2:47 PM IST

Modi Meets Sisi
Modi Meets Sisi

নয়াদিল্লি, 25 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল- সিসির (Egyptian President Abdel Fattah El- Sisi) সঙ্গে বৈঠক করেন ৷ ভারত ও মিশরের দ্বিপাক্ষিক সম্পর্ক (India-Egypt Bilateral Relation) নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয় ৷ সেই আলোচনার তালিকায় কৃষি, ডিজিটাল ডোমেন, সংস্কৃতি ও বাণিজ্য-সহ বিভিন্ন বিষয় ছিল ৷ 68 বছর বয়সী প্রভাবশালী এই আরব নেতা মঙ্গলবার ভারতে এসেছেন ৷ তিনি এসেছেন তিনদিনের সফরে ৷ এবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ৷ আগামিকাল, বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করলেন ৷

এই নিয়ে টুইট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ টুইটারে তিনি লিখেছেন, মিশরের সঙ্গে আমাদের গভীর বন্ধন রয়েছে, যা এশিয়ার সঙ্গে আফ্রিকাকে সংযুক্ত করে এমন একটি প্রাকৃতিক সেতু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট এল সিসি আলোচনা করেছেন ভারত ও মিশরের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে ৷ দুই দেশ সভ্যতা, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংযোগের মাধ্যমে সম্পর্কের বন্ধনে আবদ্ধ বলেও তিনি টুইটারে লিখেছেন ৷

মিশরের প্রেসিডেন্ট এল সিসি তৃতীয় ভারত-আফ্রিকা ফোরাম সম্মেলনে অংশ নিতে 2015 সালের অক্টোবরে প্রথমবার ভারত সফরে আসেন ৷ এর পর 2016 সালের সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সফরে ভারতে আসেন ৷ ফলে এই নিয়ে তৃতীয়বার তিনি ভারতে এলেন ৷

এই প্রথম ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিশরের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে । মিশরীয় সেনাবাহিনীর একটি সামরিক দলও সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে । ভারত মিশরের সঙ্গে সম্পর্কের পরিসর আরও বৃদ্ধি করতে আগ্রহী ৷ কারণ, আরব বিশ্বের পাশাপাশি আফ্রিকার রাজনীতিতে মিশরের অবস্থান বরাবরই গুরুত্বপূর্ণ ৷ এই দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারগুলির একটি প্রধান প্রবেশদ্বার হিসাবেও দেখা হয় । ভারত তাই বরাবর মিশরের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করে ৷

আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে সম্মানিত হবেন 901 পুলিশকর্মী

নয়াদিল্লি, 25 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল- সিসির (Egyptian President Abdel Fattah El- Sisi) সঙ্গে বৈঠক করেন ৷ ভারত ও মিশরের দ্বিপাক্ষিক সম্পর্ক (India-Egypt Bilateral Relation) নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয় ৷ সেই আলোচনার তালিকায় কৃষি, ডিজিটাল ডোমেন, সংস্কৃতি ও বাণিজ্য-সহ বিভিন্ন বিষয় ছিল ৷ 68 বছর বয়সী প্রভাবশালী এই আরব নেতা মঙ্গলবার ভারতে এসেছেন ৷ তিনি এসেছেন তিনদিনের সফরে ৷ এবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ৷ আগামিকাল, বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করলেন ৷

এই নিয়ে টুইট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ টুইটারে তিনি লিখেছেন, মিশরের সঙ্গে আমাদের গভীর বন্ধন রয়েছে, যা এশিয়ার সঙ্গে আফ্রিকাকে সংযুক্ত করে এমন একটি প্রাকৃতিক সেতু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট এল সিসি আলোচনা করেছেন ভারত ও মিশরের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে ৷ দুই দেশ সভ্যতা, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংযোগের মাধ্যমে সম্পর্কের বন্ধনে আবদ্ধ বলেও তিনি টুইটারে লিখেছেন ৷

মিশরের প্রেসিডেন্ট এল সিসি তৃতীয় ভারত-আফ্রিকা ফোরাম সম্মেলনে অংশ নিতে 2015 সালের অক্টোবরে প্রথমবার ভারত সফরে আসেন ৷ এর পর 2016 সালের সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সফরে ভারতে আসেন ৷ ফলে এই নিয়ে তৃতীয়বার তিনি ভারতে এলেন ৷

এই প্রথম ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিশরের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে । মিশরীয় সেনাবাহিনীর একটি সামরিক দলও সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে । ভারত মিশরের সঙ্গে সম্পর্কের পরিসর আরও বৃদ্ধি করতে আগ্রহী ৷ কারণ, আরব বিশ্বের পাশাপাশি আফ্রিকার রাজনীতিতে মিশরের অবস্থান বরাবরই গুরুত্বপূর্ণ ৷ এই দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারগুলির একটি প্রধান প্রবেশদ্বার হিসাবেও দেখা হয় । ভারত তাই বরাবর মিশরের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করে ৷

আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে সম্মানিত হবেন 901 পুলিশকর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.