নয়া দিল্লি, 29 জুন : রবিবার জম্মু বিমানবন্দরের বায়ুসেনার বিশেষ টেকনিক্যাল এলাকায় ড্রোন হামলা হয় ৷ সেই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এদিন তিনি বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অমিত ডোভালের (Ajit Doval) সঙ্গে ৷
সূত্রের খবর, কিভাবে নাশকতা হামলার মোকবিলা করা হবে, তা নিয়েই বৈঠকে আলোচনা হয় ৷ সেক্ষেত্রে সেনার হাতে কী কী আধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম তুলে দেওয়া যায়, তা নিয়ে কথা হয় ৷ এর জন্য বেশি করে যুবশক্তিকে সেনায় নিয়োগ করতে চায় সরকার ৷
আরও পড়ুন: পরপর দু'টি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনার ঘাঁটি
গত রবিবার রাত দেড়টা নাগাদ পাঁচ মিনিটের ব্যবধানে দু'টি বিস্ফোরণ হয় সাতওয়ারিতে অবস্থিত জম্মু বিমানবন্দরের বায়ুসেনার বিশেষ টেকনিক্যাল এলাকায় ৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন, বিস্ফোরণ ঘটাতে বায়ুসেনা ঘাঁটির কাছে দুটি ড্রোন পাঠানো হয়েছিল ৷ ঘটনায় দু'জন ব্যক্তি সামান্য আহত হন ৷ যদিও সেনা ঘাঁটির বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে ৷