ETV Bharat / bharat

Modi-Biden Meeting: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থন বাইডেনের - জো বাইডেন

জি20 সম্মেলনে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লি এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ শনিবার থেকে শুরু হচ্ছে 2 দিনের জি20 শীর্ষ সম্মেলন ৷ তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এদিন বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ETV Bharat
ছবি সৌজন্যে এক্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 9:27 PM IST

Updated : Sep 8, 2023, 11:10 PM IST

প্রধানমন্ত্রার বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ শুক্রবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন 7 লোক কল্যাণ মার্গে এই রাষ্ট্রনেতার মধ্যে এই বৈঠক হয় ৷ জি20 সম্মেলনে যোগ দিতে এদিন সন্ধ্যাতেই নয়াদিল্লি এসে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট ৷ তারপর বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান প্রধানমন্ত্রীর বাসভবনে ৷ প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এদিন তাঁর গঠনমূলক আলোচনা হয়েছে ৷ একই সঙ্গে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থনের আশ্বাস দিলেন বাইডেন ৷

জানা গিয়েছে, এদিনের বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিমান ইঞ্জিন সংক্রান্ত চুক্তি, অসামরিক পরমাণু প্রযুক্তি বিষয়ে আলোচনা হয়েছে ৷ হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা ৷ গত জুন মাসে নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের মধ্যে যে আলোচনা হয়, সেই প্রসঙ্গও উঠে আসে এদিনের বৈঠকে ৷

বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এদিন সহমত হয়েছেন দুই রাষ্ট্রনেতা ৷ আলোচনা হয় বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়েও ৷ স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার ও সমানাধিকারের মতো বিষয়ে এদিন দুই দেশের প্রধানের আলোচনায় উঠে এসেছে ৷

ভারতে জি20 সম্মেলনের আয়োজন নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ বিশ্বের স্থায়ী উন্নয়ন, বহুপাক্ষিক সমঝোতা, বিশ্বের বিভিন্ন সমস্যা, মৌলবাদের বিষয়ে এবারের বৈঠক থেকে গ্রহণযোগ্য বার্তা দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ৷ দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় এদিন কোয়াড গোষ্ঠীর ভূমিকার বিষয়টিও উঠে আসে ৷ 2024 সালে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর বৈঠক হবে ভারতে ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতাবস্থা বজায় রাখার জন্য এই গোষ্ঠীর গুরুত্ব বিষয়ে এদিন আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান ৷ ভারতে কোয়াড সম্মেলনে আসতে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: দিল্লিতে নেমেই সরাসরি মোদির বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট

ভারতের সফল চন্দ্র ও সূর্যাভিযানের জন্য এদিন ইসরোর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা ও ইসরোর মধ্যে বিভিন্ন প্রকল্পে নিয়ে যে আলোচনা ও সমঝোতা চলছে সেই বিষয়টিও এদিন দুই রাষ্ট্রনেতার কথায় উঠে আসে ৷ অ্যাডভান্স মাইক্রো ডিভাইস ও মাইক্রোচিপ টেকনোলজি ক্ষেত্রে ভারতে আগামী 5 বছরে মার্কিন সংস্থাগুলি যে বিনিয়োগ করবে এদিন তাও দুই নেতার আলোচনায় উঠে আসে ৷

প্রধানমন্ত্রার বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ শুক্রবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন 7 লোক কল্যাণ মার্গে এই রাষ্ট্রনেতার মধ্যে এই বৈঠক হয় ৷ জি20 সম্মেলনে যোগ দিতে এদিন সন্ধ্যাতেই নয়াদিল্লি এসে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট ৷ তারপর বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান প্রধানমন্ত্রীর বাসভবনে ৷ প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এদিন তাঁর গঠনমূলক আলোচনা হয়েছে ৷ একই সঙ্গে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থনের আশ্বাস দিলেন বাইডেন ৷

জানা গিয়েছে, এদিনের বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিমান ইঞ্জিন সংক্রান্ত চুক্তি, অসামরিক পরমাণু প্রযুক্তি বিষয়ে আলোচনা হয়েছে ৷ হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা ৷ গত জুন মাসে নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের মধ্যে যে আলোচনা হয়, সেই প্রসঙ্গও উঠে আসে এদিনের বৈঠকে ৷

বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এদিন সহমত হয়েছেন দুই রাষ্ট্রনেতা ৷ আলোচনা হয় বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়েও ৷ স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার ও সমানাধিকারের মতো বিষয়ে এদিন দুই দেশের প্রধানের আলোচনায় উঠে এসেছে ৷

ভারতে জি20 সম্মেলনের আয়োজন নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ বিশ্বের স্থায়ী উন্নয়ন, বহুপাক্ষিক সমঝোতা, বিশ্বের বিভিন্ন সমস্যা, মৌলবাদের বিষয়ে এবারের বৈঠক থেকে গ্রহণযোগ্য বার্তা দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ৷ দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় এদিন কোয়াড গোষ্ঠীর ভূমিকার বিষয়টিও উঠে আসে ৷ 2024 সালে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর বৈঠক হবে ভারতে ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতাবস্থা বজায় রাখার জন্য এই গোষ্ঠীর গুরুত্ব বিষয়ে এদিন আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান ৷ ভারতে কোয়াড সম্মেলনে আসতে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: দিল্লিতে নেমেই সরাসরি মোদির বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট

ভারতের সফল চন্দ্র ও সূর্যাভিযানের জন্য এদিন ইসরোর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা ও ইসরোর মধ্যে বিভিন্ন প্রকল্পে নিয়ে যে আলোচনা ও সমঝোতা চলছে সেই বিষয়টিও এদিন দুই রাষ্ট্রনেতার কথায় উঠে আসে ৷ অ্যাডভান্স মাইক্রো ডিভাইস ও মাইক্রোচিপ টেকনোলজি ক্ষেত্রে ভারতে আগামী 5 বছরে মার্কিন সংস্থাগুলি যে বিনিয়োগ করবে এদিন তাও দুই নেতার আলোচনায় উঠে আসে ৷

Last Updated : Sep 8, 2023, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.