ETV Bharat / bharat

Teachers Day 2023: শিক্ষক দিবসের শুভেচ্ছা মোদি-শাহ-মমতার, প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণকে শ্রদ্ধাজ্ঞাপন - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শিক্ষকদের মহান অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণকে জন্মদিনে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রাও ৷

Teachers Day 2023
শিক্ষক দিবস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 1:37 PM IST

Updated : Sep 5, 2023, 1:44 PM IST

কলকাতা ও নয়াদিল্লি 5 সেপ্টেম্বর: তাঁরা হলেন সমাজ গড়ার কারিগর ৷ তাঁরা আগামী প্রজন্মকে সযত্নে লালন করেন ৷ তাঁদের পথই বাকিদের পথ ৷ শিশু থেকে পরিণত মানুষ হওয়ার পাথেয় তাঁরাই ৷ আজ তাঁদের উদযাপনের দিন ৷ আজ শিক্ষক দিবস ৷ দেশজুড়ে 5 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার মহাসমারহে পালিত হচ্ছে দিনটি ৷

স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গানে কবিতায় পালিত হচ্ছে শিক্ষক দিবস ৷ সকলে আজ বর্তমান থেকে প্রাক্তন শিক্ষকদের সম্মান জানাতে ব্যস্ত ৷ কারণ ছাত্রছাত্রীর জীবনে শিক্ষকদের অবদান বিরাট ৷ সবকিছু ভালোর শুরু তাদের হাত ধরেই ৷ শিক্ষকরা কড়া শাসনে রাখেন, বন্ধুর মতো পাশেও দাঁড়ান ৷

এমনই এক শিক্ষক ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৷ তাঁর জন্মবার্ষিকীতে সারা দেশে পালিত হয় শিক্ষক দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যরা মঙ্গলবার সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রশংসা করেছেন ৷ তিনি জানিয়েছেন, ভবিষ্যত গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সর্বপল্লী রাধাকৃষ্ণণকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মোদি ৷

  • Teachers play a key role in building our future and inspiring dreams. On #TeachersDay, we salute them for their unwavering dedication and great impact. Tributes to Dr. S. Radhakrishnan on his birth anniversary.

    Here are highlights from the interaction with teachers yesterday… pic.twitter.com/F1Zmk4SSnf

    — Narendra Modi (@narendramodi) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটে লেখেন, "শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ ৷ স্বপ্ন গঠনে মুখ্য ভূমিকা পালন করেন তাঁরা। শিক্ষক দিবসে আমরা তাঁদের অটল নিষ্ঠা এবং মহৎ কাজের জন্য অভিবাদন জানাই । ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই ।" এই বার্তার সঙ্গে প্রধানমন্ত্রী সোমবারের শিক্ষকদের সঙ্গে আলাপচারিতার একটি ভিডিয়োও শেয়ার করেন ।

  • शिक्षक बच्चों में सिर्फ ज्ञान व नैतिक आदर्शों को ही संचारित नहीं करते हैं, बल्कि उन्हें सामर्थ्यवान बनाकर एक सुदृढ़ समाज की संरचना व एक सशक्त राष्ट्र के निर्माण में महत्त्वपूर्ण योगदान देते हैं।

    भारतरत्न डॉ. सर्वपल्ली राधाकृष्णन जी की जयंती पर उन्हें नमन करता हूँ और सभी शिक्षकों… pic.twitter.com/9MkaHiijET

    — Amit Shah (@AmitShah) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিত শাহ শিক্ষকদের সম্মান জানিয়ে লেখেন, "শিক্ষকরা শুধুমাত্র শিশুদের মধ্যে জ্ঞান ও নৈতিক আদর্শ প্রেরণ করেন না ৷ বরং তাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করেন ৷ শিক্ষকরা শক্তিশালী সমাজ এবং শক্তিশালী জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন । আমি ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণজিকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই এবং সমস্ত শিক্ষককে 'শিক্ষক দিবস'-এর শুভেচ্ছা জানাই ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান ৷ তিনি লেখেন, "প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম ৷ শিক্ষক-শিক্ষিকারা হলেন সমাজের প্রদীপ, দেশের স্তম্ভ । তাঁরাই আমাদের আগামী প্রজন্ম গড়ে তোলার কারিগর। তাঁদের সকলকে আজ জানাই বিনম্র শ্রদ্ধা। একইসঙ্গে, শিক্ষাক্ষেত্রে যুক্ত শিক্ষার্থী এবং কর্মীবৃন্দকে আমার অসংখ্য শুভকামনা ।"

  • शिक्षक दिवस के इस विशेष अवसर पर महान शिक्षाविद पूर्व राष्ट्रपति डॉ. सर्वपल्ली राधाकृष्णन जी को उनकी जयंती पर सादर नमन एवं सभी देवतुल्य गुरूजनों को हार्दिक शुभकामनाएँ। शिक्षक ही हमारे भविष्य को आकार देते हैं, उनके समर्पण और कर्तव्य निष्ठा को कोटि-कोटि नमन।

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, "শিক্ষক দিবসের এই বিশেষ দিনটি উপলক্ষ্যে মহান শিক্ষাবিদ প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণজিকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র প্রণাম এবং সমস্ত ঈশ্বরতুল্য শিক্ষকদের শুভেচ্ছা। শিক্ষকরা আমাদের ভবিষ্যত গঠন করেন ৷ আমরা তাঁদের কর্তব্যের প্রতি নিষ্ঠাকে স্যালুট করি ।"

আরও পড়ুন: শিক্ষক দিবসে ফিরে দেখা আনন্দ স্য়ার থেকে প্রফেসর ভাইরাসদের ...

একজন মহান শিক্ষাবিদ, কূটনীতিবিদ, দার্শনিক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৷ তিনি 5 সেপ্টেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেন এবং তাঁর জন্মদিনটি দেশের সর্বত্র শিক্ষক দিবস হিসাবে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় । রাধাকৃষ্ণণ তাঁর দীর্ঘ কর্মজীবনে রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন । রাষ্ট্রপতি হিসাবে তিনি ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্থায়ী বন্ধুত্বের একটি ভালো ভিত্তি স্থাপন করেছিলেন ।

কলকাতা ও নয়াদিল্লি 5 সেপ্টেম্বর: তাঁরা হলেন সমাজ গড়ার কারিগর ৷ তাঁরা আগামী প্রজন্মকে সযত্নে লালন করেন ৷ তাঁদের পথই বাকিদের পথ ৷ শিশু থেকে পরিণত মানুষ হওয়ার পাথেয় তাঁরাই ৷ আজ তাঁদের উদযাপনের দিন ৷ আজ শিক্ষক দিবস ৷ দেশজুড়ে 5 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার মহাসমারহে পালিত হচ্ছে দিনটি ৷

স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গানে কবিতায় পালিত হচ্ছে শিক্ষক দিবস ৷ সকলে আজ বর্তমান থেকে প্রাক্তন শিক্ষকদের সম্মান জানাতে ব্যস্ত ৷ কারণ ছাত্রছাত্রীর জীবনে শিক্ষকদের অবদান বিরাট ৷ সবকিছু ভালোর শুরু তাদের হাত ধরেই ৷ শিক্ষকরা কড়া শাসনে রাখেন, বন্ধুর মতো পাশেও দাঁড়ান ৷

এমনই এক শিক্ষক ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৷ তাঁর জন্মবার্ষিকীতে সারা দেশে পালিত হয় শিক্ষক দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যরা মঙ্গলবার সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রশংসা করেছেন ৷ তিনি জানিয়েছেন, ভবিষ্যত গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সর্বপল্লী রাধাকৃষ্ণণকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মোদি ৷

  • Teachers play a key role in building our future and inspiring dreams. On #TeachersDay, we salute them for their unwavering dedication and great impact. Tributes to Dr. S. Radhakrishnan on his birth anniversary.

    Here are highlights from the interaction with teachers yesterday… pic.twitter.com/F1Zmk4SSnf

    — Narendra Modi (@narendramodi) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটে লেখেন, "শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ ৷ স্বপ্ন গঠনে মুখ্য ভূমিকা পালন করেন তাঁরা। শিক্ষক দিবসে আমরা তাঁদের অটল নিষ্ঠা এবং মহৎ কাজের জন্য অভিবাদন জানাই । ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই ।" এই বার্তার সঙ্গে প্রধানমন্ত্রী সোমবারের শিক্ষকদের সঙ্গে আলাপচারিতার একটি ভিডিয়োও শেয়ার করেন ।

  • शिक्षक बच्चों में सिर्फ ज्ञान व नैतिक आदर्शों को ही संचारित नहीं करते हैं, बल्कि उन्हें सामर्थ्यवान बनाकर एक सुदृढ़ समाज की संरचना व एक सशक्त राष्ट्र के निर्माण में महत्त्वपूर्ण योगदान देते हैं।

    भारतरत्न डॉ. सर्वपल्ली राधाकृष्णन जी की जयंती पर उन्हें नमन करता हूँ और सभी शिक्षकों… pic.twitter.com/9MkaHiijET

    — Amit Shah (@AmitShah) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিত শাহ শিক্ষকদের সম্মান জানিয়ে লেখেন, "শিক্ষকরা শুধুমাত্র শিশুদের মধ্যে জ্ঞান ও নৈতিক আদর্শ প্রেরণ করেন না ৷ বরং তাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করেন ৷ শিক্ষকরা শক্তিশালী সমাজ এবং শক্তিশালী জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন । আমি ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণজিকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই এবং সমস্ত শিক্ষককে 'শিক্ষক দিবস'-এর শুভেচ্ছা জানাই ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান ৷ তিনি লেখেন, "প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম ৷ শিক্ষক-শিক্ষিকারা হলেন সমাজের প্রদীপ, দেশের স্তম্ভ । তাঁরাই আমাদের আগামী প্রজন্ম গড়ে তোলার কারিগর। তাঁদের সকলকে আজ জানাই বিনম্র শ্রদ্ধা। একইসঙ্গে, শিক্ষাক্ষেত্রে যুক্ত শিক্ষার্থী এবং কর্মীবৃন্দকে আমার অসংখ্য শুভকামনা ।"

  • शिक्षक दिवस के इस विशेष अवसर पर महान शिक्षाविद पूर्व राष्ट्रपति डॉ. सर्वपल्ली राधाकृष्णन जी को उनकी जयंती पर सादर नमन एवं सभी देवतुल्य गुरूजनों को हार्दिक शुभकामनाएँ। शिक्षक ही हमारे भविष्य को आकार देते हैं, उनके समर्पण और कर्तव्य निष्ठा को कोटि-कोटि नमन।

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, "শিক্ষক দিবসের এই বিশেষ দিনটি উপলক্ষ্যে মহান শিক্ষাবিদ প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণজিকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র প্রণাম এবং সমস্ত ঈশ্বরতুল্য শিক্ষকদের শুভেচ্ছা। শিক্ষকরা আমাদের ভবিষ্যত গঠন করেন ৷ আমরা তাঁদের কর্তব্যের প্রতি নিষ্ঠাকে স্যালুট করি ।"

আরও পড়ুন: শিক্ষক দিবসে ফিরে দেখা আনন্দ স্য়ার থেকে প্রফেসর ভাইরাসদের ...

একজন মহান শিক্ষাবিদ, কূটনীতিবিদ, দার্শনিক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৷ তিনি 5 সেপ্টেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেন এবং তাঁর জন্মদিনটি দেশের সর্বত্র শিক্ষক দিবস হিসাবে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় । রাধাকৃষ্ণণ তাঁর দীর্ঘ কর্মজীবনে রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন । রাষ্ট্রপতি হিসাবে তিনি ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্থায়ী বন্ধুত্বের একটি ভালো ভিত্তি স্থাপন করেছিলেন ।

Last Updated : Sep 5, 2023, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.