ETV Bharat / bharat

Modi Hails Cow as Mother : গরু আমাদের কাছে মায়ের সমান, বারাণসীতে গোরক্ষক প্রধানমন্ত্রী - Uttar Pradesh Assembly Election 2022

বৃহস্পতিবার বারাণসীতে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi at Varanasi) ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিরোধীদের কটাক্ষ করেছেন ৷ বলেছেন, ‘‘আমাদের কাছে গরু মায়ের সমান এবং গরুকে আমরা সম্মান দিই (pm narendra modi hails cow as mother from varanasi) ।’’

pm narendra modi hails cow as mother from varanasi
Modi Hails Cow as Mother : গরু আমাদের কাছে মায়ের সমান, বারাণসীতে বললেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Dec 23, 2021, 7:06 PM IST

বারাণসী, 23 ডিসেম্বর : নিজের সংসদীয় এলাকা বারাণসী থেকে ফের ‘গোমাতা’ ইস্যু নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার বারাণসীতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, গরুর বিষয়ে কথা বলা একসময় উত্তরপ্রদেশে অপরাধ বলে গণ্য হত ৷ হয়তো কারও কাছে গরু অপরাধের বিষয় ৷ কিন্তু তাঁর কাছে গরু মায়ের সমান (pm narendra modi hails cow as mother from varanasi) ৷

গত 12 দিনের মধ্যে বারাণসীতে এই নিয়ে দ্বিতীয়বার এলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi at Varanasi) ৷ আগেরবার এসে তিনি কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করেছিলেন ৷ আর বৃহস্পতিবার মোট 22টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি ৷ যার মূল্য প্রায় 870 কোটি টাকা ৷ তার মধ্যে একটি দুগ্ধ উৎপাদন কেন্দ্রও রয়েছে ৷

স্বাভাবিকভাবেই তাই গরুর প্রসঙ্গ উঠেছে ৷ ভারতে দুধ উৎপাদন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর তার মাঝে বিরোধীদের কটাক্ষ করেছেন ৷ বলেছেন, ‘‘গরু নিয়ে কথা বলাকে আগে অপরাধে পরিণত করা হয়েছিল । যদিও এটি কারও কারও কাছে অপরাধের মতো হতে পারে, আমাদের কাছে গরু মায়ের সমান এবং গরুকে আমরা সম্মান দিই ।’’

প্রসঙ্গত, মাস দুয়েক পরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) ৷ সেই নির্বাচনে উত্তরপ্রদেশের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ ইতিমধ্যে দলের তরফে নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Electoral Reforms Bill: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ নির্বাচনী আইন সংশোধনী বিল

তাই উত্তরপ্রদেশে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের সংখ্যাও বেড়েছে ৷ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার উত্তরপ্রদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন ৷ একাধিক প্রকল্পের শিলান্যাসও করেছেন ৷

বারাণসী, 23 ডিসেম্বর : নিজের সংসদীয় এলাকা বারাণসী থেকে ফের ‘গোমাতা’ ইস্যু নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার বারাণসীতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, গরুর বিষয়ে কথা বলা একসময় উত্তরপ্রদেশে অপরাধ বলে গণ্য হত ৷ হয়তো কারও কাছে গরু অপরাধের বিষয় ৷ কিন্তু তাঁর কাছে গরু মায়ের সমান (pm narendra modi hails cow as mother from varanasi) ৷

গত 12 দিনের মধ্যে বারাণসীতে এই নিয়ে দ্বিতীয়বার এলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi at Varanasi) ৷ আগেরবার এসে তিনি কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করেছিলেন ৷ আর বৃহস্পতিবার মোট 22টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি ৷ যার মূল্য প্রায় 870 কোটি টাকা ৷ তার মধ্যে একটি দুগ্ধ উৎপাদন কেন্দ্রও রয়েছে ৷

স্বাভাবিকভাবেই তাই গরুর প্রসঙ্গ উঠেছে ৷ ভারতে দুধ উৎপাদন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর তার মাঝে বিরোধীদের কটাক্ষ করেছেন ৷ বলেছেন, ‘‘গরু নিয়ে কথা বলাকে আগে অপরাধে পরিণত করা হয়েছিল । যদিও এটি কারও কারও কাছে অপরাধের মতো হতে পারে, আমাদের কাছে গরু মায়ের সমান এবং গরুকে আমরা সম্মান দিই ।’’

প্রসঙ্গত, মাস দুয়েক পরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) ৷ সেই নির্বাচনে উত্তরপ্রদেশের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ ইতিমধ্যে দলের তরফে নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Electoral Reforms Bill: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ নির্বাচনী আইন সংশোধনী বিল

তাই উত্তরপ্রদেশে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের সংখ্যাও বেড়েছে ৷ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার উত্তরপ্রদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন ৷ একাধিক প্রকল্পের শিলান্যাসও করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.