নয়াদিল্লি, 8 নভেম্বর: বর্ষীয়ান বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী এলকে আদবানির সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গেলেন নরেন্দ্র মোদি৷ আজ প্রবীণ এই নেতার 95তম জন্মদিন ৷ তাই মঙ্গলবার সকালে তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi greets senior BJP leader LK Advani on his 95 birthday) ৷
রাজনাথ সিং টুইট করেন, "শ্রদ্ধেয় আদবানিজির বাড়িতে গিয়েছিলাম এবং তাঁকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন সুস্থ থাকেন ৷ আর দীর্ঘায়ু হন ৷"
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "এলকে আদবানিজির প্রতি জন্মদিনের শুভেচ্ছা রইল ৷ আদবানিজি, একদিকে লাগাতার কঠিন পরিশ্রম করে সারাদেশে সংগঠনকে শক্তিশালী করেছেন ৷ অন্যদিকে সরকারে থেকে দেশের উন্নয়নে তাঁর অবদান আজ অমূল্য ৷ প্রার্থনা করি, ঈশ্বর তাঁকে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন দিন ৷"
-
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi visited the residence of veteran BJP leader LK Advani to greet him on his birthday.
— ANI (@ANI) November 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Source: DD) pic.twitter.com/CXGstXfcoU
">#WATCH | Delhi: Prime Minister Narendra Modi visited the residence of veteran BJP leader LK Advani to greet him on his birthday.
— ANI (@ANI) November 8, 2022
(Source: DD) pic.twitter.com/CXGstXfcoU#WATCH | Delhi: Prime Minister Narendra Modi visited the residence of veteran BJP leader LK Advani to greet him on his birthday.
— ANI (@ANI) November 8, 2022
(Source: DD) pic.twitter.com/CXGstXfcoU
আরও পড়ুন: গুরু নানক দেবের জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা মোদির
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই মুহূর্তে রাশিয়ার মস্কোয় ৷ তিনিও বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, "বিজেপির অন্যতম আলোকোজ্জ্বল নেতৃত্ব, দেশের রাজনৈতিক নেতা, একজন দারুণ মানুষ এবং প্রবীণ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷"
1927 সালের 8 নভেম্বর এলকে আদবানি করাচিতে (বর্তমানে পাকিস্তান) জন্মগ্রহণ করেন ৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘে (Rashtriya Swayamsevak Sangh, RSS) একজন স্বেচ্ছাসেবক হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু ৷ 1980 সালে বিজেপি-র (Bharatiya Janata Party) সহ-প্রতিষ্ঠাতা তিনি ৷ সবচেয়ে দীর্ঘ সময় তিনি দলের সভাপতি পদে থেকেছেন ৷ 1990-এ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের (Ram temple in Ayodhya) সমর্থনে এলকে আদবানির নেতৃত্বে 'রথ যাত্রা' হয় ৷
বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (National Democratic Alliance, NDA) বা এনডিএ সরকারে তিনি 1998-2004 সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন ৷ 2002-04 সাল পর্যন্ত অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী ছিলেন ৷ পরে আদবানি মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী হন ৷